আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ইজতেমা এলাকা। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন।
টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশের এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এলাকাসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এতে ওই সব এলাকায় স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলছে তার শেষ আনুষ্ঠানিকতা।
এদিকে রোববার সকালেও আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসছেন দলে দলে। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকতে পারে। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক মহিলা টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন।
ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর শুরু হবে হিদায়াতি তথা দিকনির্দেশনামূলক বয়ান। হিদায়াতি বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমার এ পর্বে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ইংল্যান্ডসহ বিশ্বের ৭২টি দেশ থেকে ৮ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন।
আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে।
অন্যদিকে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গীমুখী সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে।
ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে শনিবার দিবাগত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস-টঙ্গী, মীরের বাজার থেকে টঙ্গী অংশসহ আশেপাশের সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন