বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এলাকা রণক্ষেত্র

নাটোরে বড়াইগ্রামের কয়েন বাজারে দুই এলকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
নাটোরে বড়াইগ্রামের কয়েন বাজারে দুই এলকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রদের ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাটোর-পাবনা মহাসড়কসহ পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েন ও ধানাইদহ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ধানাইদহ গ্রামের পটু আলীর ছেলে ওমর আলী (৬৫), ফয়েজ উদ্দিন মালিথার ছেলে মামুন মালিথা (৩৫), লোকমান হোসেনের ছেলে সাহাবুল ইসলাম (৩৫), কয়েন গ্রামের হাসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩০), মৃত কোরবান আলীর ছেলে রাজু আহম্মেদ (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল খেলা নিয়ে ধানাইদহ গ্রামের উকিল আলীর ছেলে মিল্টন হোসেনের (১৫) সাথে কয়েন গ্রামের রবিউলের ছেলে আজিজুল ইসলামের (১৫) দ্বন্দ্ব হয়। এ সময় ধানাইদহ গ্রামের কয়েকজন আজিজুল ইসলামকে মারপিট করে। আজিজুল বাড়ি ফিরে গিয়ে বিষয়টি জানালে কয়েন গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রাজু আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন ওই বিদ্যালয়ের ছাত্র ও ধানাইদহ গ্রামের সিফাত, আতাউর, শাহরিয়ার ও শাওনকে মারপিট করে। মারপিটের শিকার এসব ছাত্ররা বাড়িতে গিয়ে জানালে ধানাইদহ গ্রামের শতাধিক মানুষ কয়েন বাজারে গিয়ে জড়ো হয়। তারপর উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েন বাজার ও ধানাইদহ ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ধানাইদহ গ্রামের লোকজন মাইকিং করে পুনরায় লোক সমাগম করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ধানাইদহ গ্রামের মামুন মালিথা জানান, আমাদের কয়েকজন শিক্ষার্থী স্কুলে গিয়ে মারধরের শিকার হয়। আমরা বিষয়টি জানতে গেলে কোরবান আলীর ছেলে রাজু আহমেদ অস্ত্র (পিস্তল) বের করে গুলি করে। আমরা এই ঘটনার জন্য রাজুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।

এদিকে, গুলি করার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন রাজু আহম্মেদ। তিনি বলেন, ধানাইদহ গ্রামের লোকজন সব সময় আমাদের উপর অত্যাচার করে। সকালে আমাদের একজনকে মারধর করে। আমি প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করেছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মারামারি হলেও গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১০

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১১

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১২

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

১৪

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

১৫

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

১৬

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

১৮

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

১৯

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X