সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে এলাকা ছাড়তে হুমকি আ.লীগ নেতার

অভিযুক্ত আ.লীগ নেতা আমিনুল ইসলাম আল আমিন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আ.লীগ নেতা আমিনুল ইসলাম আল আমিন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে আলোচিত স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সংবাদ প্রকাশ করা হয়। এতে ইভটিজারদের পক্ষ নিয়ে এক সাংবাদিককে পরিবারসহ এলাকা ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযুক্ত আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য। এবং ভুক্তভোগী স্বপন মির্জা একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক স্বপন পরিবারসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় আইসিএল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও তার বাবা বাবু মির্জার ওপর হামলার ঘটনা ঘটে।

ওইদিন ঘটনাস্থল থেকে ইভটিজার আজিজুল ইসলাম হৃদয় ও তার সহযোগী স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আসামিদের ছাড়াতে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ও তার সহযোগীরা কলেজের ছাত্রছাত্রী এবং দলীয় নেতাকর্মীদের প্রভাবিত করে থানার সামনে সড়ক অবরোধ করে।

ইভটিজারদের পক্ষ নেওয়ার এ ঘটনায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে একুশে টেলিভিশনসহ দেশের অন্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জেরে আমিনুল ও তার সহযোগীরা স্বপন মির্জা এবং বাবু মির্জাসহ তাদের পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ অশ্লীল, ভয়ভীতিমূলক পোস্ট দেয়। দলীয় কার্যালয়ে মিটিং করে চরম শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দেয়।

স্বপন মির্জা বলেন, ৭ মার্চ উপলক্ষে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমিনুল বলেন, আমাকে ও মামলার বাদী বাবু মির্জাকে মেরে এলাকা ছাড়া করবে। আমাদের চাকরিচ্যুত করা এবং আমাকে নিয়ে নোংরা পোস্টার সাঁটানোর হুমকি দেন। আমি ও আমার পরিবার এসব হুমকির জন্য নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ বিষয়ে থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্বপন মির্জা একটি সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুলকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাটিয়ায় এভেরোজ স্কুলে হামলা, শিক্ষক-কর্মচারী আহত

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

তারেক রহমানের আসনে যাকে প্রার্থী করল এনসিপি

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন

বাংলাদেশ ১৬ বছর ধরে কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান 

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী রানা মারা গেছেন

আইফোনের জন্য বন্ধুকে খুন!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস / মানবাধিকারের মানদণ্ড যেন অদৃশ্য নির্দেশনায় বাধা 

১০

হত্যাযজ্ঞের বেদনায় এক বীর মুক্তিযোদ্ধার ভয়ংকর প্রতিশোধ এবং স্বাধীনতার গল্প

১১

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা

১২

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

১৩

বিশ্লেষণ / ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন

১৪

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

১৫

বন্দি বিনিময় / ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

১৬

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

১৭

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

১৮

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

১৯

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

২০
X