রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভারত থেকে পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরলে এই সংবর্ধনা দেওয়া হয়। বন্যা সন্ধ্যা সোয়া ৬টায় বিমানের বিজি ৩৯৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, পদ্মশ্রী পদকজয়ী প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিমানবন্দরের নিচতলায় চামেলি লাউঞ্জে সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয়।  তিনি জানান, প্রখ্যাত এই সংগীত শিল্পীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষকে একটি শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
২৪ এপ্রিল, ২০২৪

যে কারণে ঢাকায় নেমেছিল ইসরায়েলের ফ্লাইট
ইসরায়েলের তেল আবিব থেকে একটি ফ্লাইট সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক কোনো সম্পর্ক না থাকলেও ইসরায়েল থেকে কেন সরাসরি ফ্লাইটটি ঢাকায় এলো, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ১১ এপ্রিল ইসরায়েলের তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশে অবতরণ করে ফ্লাইটটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের এনসিআর-৮০৬ নম্বর ফ্লাইটটি বোয়িং ৭৪৭-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এটি একটি কার্গো উড়োজাহাজ যা একসঙ্গে ১০৮ টন মালামাল নিতে সক্ষম। সূত্র জানায়, ফ্লাইটটি অবৈধভাবে দেশে অবতরণ করেনি। সব ধরনের নিয়মকানুন মেনেই ফ্লাইটটি অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। এই ফ্লাইটটিতে কোনো যাত্রী বা মালামাল ছিল না। তেল আবিব থেকে আসা সরাসরি ফ্লাইটের বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইসরায়েল থেকে ফ্লাইট আসার তথ্যটি সঠিক। তবে ফ্লাইটটি ফাঁকা ছিল। বাংলাদেশে নামানোর মতো কিছু ছিল না। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এয়ারক্রাফটিও যুক্তরাষ্ট্রের নিবন্ধন নেওয়া। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) রয়েছে। তাদের ফ্লাইট অবতরণে কোনো বাধা নেই। মূলত ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) পণ্য নিয়েছে। এয়ারলাইন্সটি এই পণ্য শারজাহ এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশিদের ইসরায়েলে ভ্রমণেও নিষেধাজ্ঞা আছে। জাতিসংঘভুক্ত যে ২৮টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তার মধ্যে বাংলাদেশ একটি। 
১৩ এপ্রিল, ২০২৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, পাবেন বীমা সুবিধাও
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির করপোরেট কোয়ালিটি লাইব্রেরিয়ান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগামী ২ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স  পদের নাম: করপোরেট কোয়ালিটি লাইব্রেরিয়ান পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে মাইক্রোসফট অফিসে (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে যোগাযোগে দক্ষতা এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট বা সমতুল্য সফটওয়্যার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরির ধরন: ফুলটাইম  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর  কর্মস্থল: উত্তরা (ঢাকা) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: বীমা, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস আবেদনের নিয়ম:  আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৪
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ছুটি ২ দিন
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রেভিনিউ অ্যাকাউন্টস/রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগ করা হবে। গত ১৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স চাকরির ধরন : বেসরকারি চাকরি প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পদ ও লোকবল : ১টি ও ১০ জন আবেদন করার মাধ্যম : অনলাইন আবেদন শুরুর তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ অফিশিয়াল ওয়েবসাইট : https://usbair.com/ আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স পদসংখ্যা : ১০ জন পদের নাম : এক্সিকিউটিভ বিভাগ : রেভিনিউ অ্যাকাউন্টস/রেভিনিউ ম্যানেজমেন্ট শিক্ষাগত যোগ্যতা : ফাইন্যান্স/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ  অন্যান্য যোগ্যতা : ভালো যোগাযোগ দক্ষতা, চাপের মধ্যে কাজ করতে সক্ষম এবং টিমওয়ার্ক। শর্ত : মাইক্রোসফ্ট এক্সেলে দক্ষতা না থাকে এবং রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে না চান তাহলে অনুগ্রহ করে আবেদন করবেন না। অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ২৪ থেকে ২৮ বছর  কর্মস্থল : ঢাকা বেতন : ৩০,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, দুপুরের খাবারের সুবিধা,  প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী। আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

উড়োজাহাজের ককপিটের কাচে ফাটল, দুই ঘণ্টা উড়ে ফিরে এলো ঢাকায়
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। উড়োজাহাজের ককপিটের কাচে ফাটল থাকায় দুই ঘণ্টা উড়ে আবার ফিরে আসতে হয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজটিকে। শনিবার (২০ জানুয়ারি) বিমান সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপর ফ্লাইটটির ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজটিকে ফিরিয়ে আনেন। এ সময় ২৮৫ জন যাত্রী ছাড়াও ফ্লাইটে ১২ জন ক্রু ছিলেন।  এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি সৌদি আরবের দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখতে পান ক্যাপ্টেন। তিনি আরও জানান, ফাটল দেখতে পেয়ে ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন। ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। উড়োজাহাজের যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। রোববার বেলা ১১টার ফ্লাইটে চলে গেছেন যাত্রীরা। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আকাশে উড্ডয়নরত অবস্থায় বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে ফ্লাইটটি মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।
২২ জানুয়ারি, ২০২৪

যাত্রী চাহিদায় বিভিন্ন রুটে বাড়ছে বিমানের ফ্লাইট
যাত্রী চাহিদার কারণে কয়েকটি রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরইমধ্যে এসব রুটের নতুন শিডিউল বিমানের হোস্ট সিস্টেমসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের যে কোনো সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট কিনতে পারবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।  বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে যাত্রা করবে। এ ছাড়াও ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে যাত্রা করবে। অন্যদিকে ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, অব্যাহত যাত্রী চাহিদা ও ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্লাইটগুলো বাড়ানো হয়েছে।             তিনি জানান, আগামী ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিজি১৩৮ সরাসরি মদিনা-চট্টগ্রাম রুটে যাত্রা করবে। ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি১৪৮ সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে যাত্রা করবে এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার বিজি১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রোববার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি১২৫ সরাসরি চট্টগ্রাম-দোহা রুটে যাত্রা করবে।
০৩ ডিসেম্বর, ২০২৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ (সেফটি) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম: এক্সিকিউটিভ  বিভাগ: সেফটি পদের সংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।  অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস, রিপোর্ট লেখার দক্ষতা।  অভিজ্ঞতা: ম্যানেজমেন্ট সিস্টেম এবং বিমানের নীতিমালা সর্ম্পকে ভালো ধারণা থাকতে হবে।  চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মক্ষেত্র: অফিসে  বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল: ঢাকা (উত্তরা) বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  অন্যান্য সুবিধা: মোবাইল ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের রুটে ফ্রি এয়ার টিকিট ব্যবস্থা।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩
০৪ নভেম্বর, ২০২৩

বেসরকারি এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা ১২২৩ কোটি টাকা
দেশের চারটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ১ হাজার ২২৩ কোটি টাকা। এর মধ্যে তিনটি এয়ারলাইন্সই বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ এ তিনটি এয়ারলাইন্সের কাছে পাওনা এক হাজার ১৯২ কোটি টাকারও বেশি। বেবিচকের এসব পাওনা আদায়ে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ তথ্য জানা গেছে। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠক সূত্র জানায়, দেশীয় বেসরকারি এয়ারলাইনস কোম্পানিগুলোর কাছে বেবিচক কত টাকা পায়, তা জানতে চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকালের বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় বেবিচক। বেবিচকের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বেসরকারি এয়ারলাইন্স হিসেবে নভো এয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত মে পর্যন্ত হিসেবে ইউএস বাংলা ও এয়ার এস্ট্রার কাছে কোনো পাওনা নেই। অন্যদিকে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইন্স এবং কার্যক্রম চালু থাকা নভোএয়ারের কাছে বেবিচকের মোট ১ হাজার ২২২ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা পাওনা রয়েছে।  সংসদীয় কমিটিতে বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা আছে ৪০৮ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকারও বেশি। জিএমজি এয়ারলাইনসের কাছে পাওনা আছে ৩৯৬ কোটি ৬৫ লাখ টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচক পাবে ৩৮৮ কোটি ৯৭ লাখ টাকার বেশি। আর নভো এয়ারের কাছে পাওনা আছে প্রায় ২৯ কোটি ৪৮ লাখ টাকা। বৈঠক থেকে বেবিচকের এসব পাওনা আদায়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কার কার্যক্রম তদন্তে সঠিক সাব কমিটির প্রতিবেদন কমিটির আগের বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে তা কার্যবিবরণী আকারে উপস্থাপিত হয়। ওই রিপোর্টে দাবি করা হয়, সংস্কার কাজে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার  প্রয়োজন ছিলো না। সরকারি অর্থ অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু লোকের সুবিধার জন্য ব্যয় করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২৬ বর্গমিটারের রুম বাড়িয়ে ৪০ বর্গমিটার করা হয়েছে। এতে ২৭২ টা রুমের মধ্যে ৪৬টি কমে এর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬টি হয়েছে।  এটি দরকার ছিলো না বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া বৈঠকে কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশের সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করা এবং সেন্ট মার্টিনের সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্রসৈকতের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করে কমিটি। 
১৭ সেপ্টেম্বর, ২০২৩

‘হ্যাকার’ নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এথিক্যাল হ্যাকার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম: এথিক্যাল হ্যাকার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সিএস/আইএস/অন্যান্য) অভিজ্ঞতা: ০৪ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ২৪ বছর কর্মস্থল: ঢাকা (বারিধারা) আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৩
২৮ আগস্ট, ২০২৩

ইঞ্জিনিয়ার নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ডেভস ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম: ডেভস ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএস/এসই) অভিজ্ঞতা: ০৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ২৪ বছর কর্মস্থল: ঢাকা (বারিধারা) আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩
২৫ আগস্ট, ২০২৩
X