বাংলাদেশে ফ্লাইট বাতিলের ঘোষণা ওমান এয়ারের
বাংলাদেশে বিমানের ফ্লাইট বাতিল করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। একইসঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।  প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে। জানা যায়, ওমান নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওমান এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমানো হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ওমানের সালামএয়ার ভারতের পাঁচটি শহরে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। এগুলো হলো—হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম ও লখনৌ। কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুর সংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন। ওমান এয়ার বলেছে, তিনটি গন্তব্যে মৌসুমভিত্তিতে ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।
৩০ জানুয়ারি, ২০২৪

এবার ওমান সাগরে জাহাজ ছিনতাই
এবার ওমান উপকূলে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কয়েকজন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। এরপর থেকে জাহাজটির কোনো খোঁজ পাচ্ছে না পরিচালনা প্রতিষ্ঠান। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সংবাদমাধ্যম জানিয়েছে, ছিনতাইয়ের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। কেননা জাহাজটির সাথে মার্কিন বিচার বিভাগের বিরোধ ছিল। প্রতিষ্ঠানটি ইরানের মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল জব্দ করেছিল।  ব্রিটিশ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান (ইউকেটিএমও) জানিয়েছে, তারা মধ্যপাচ্যে জাহাজের নাবিকদের সতর্ক করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওমান উপকূল থেকে ৫০ মাইল দূর থেকে জাহাজটি আক্রান্ত হয়েছিল।  প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছ থেকে ক্যাপ্টেনের আশপাশে তারা ফোনে অপরিচিত মানুষের আওয়াজ পেয়েছে। তবে তারা পরে জাহাজটির সাথে যোগাযোগ করতে পারেনি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।  বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। জাহাজে ওঠার সময়ে তারা নজরদারি ক্যামেরার আওতায় ছিলেন। ছিনতাই হওয়া জাহাজটিকে এসটি এসটি নিকোলাস।  সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওমান ও ইরানের মধ্যকার জলসীমায় থাকতে আক্রান্ত হয় জাহাজটি। এ পথটি থেকে হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ করে ও বের হয়ে থাকে।  সেন্ট নিকোলাসের আগে সুয়েজ রাজন নামে পরিচিতি ছিল। জাহাজটি গ্রিক শিপিং কোম্পানি এম্পায়ার নেভিগেশন পরিচালান করে আসছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটিতে ১৮ জন ফিলিপাইনি ও একজন গ্রিক ক্রু রয়েছেন। প্রতিষ্ঠানটি জাহাজের সাথে যোগাযোগ হারানোর কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।  এর আগে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া গ্যালাক্সি লিডার একটি জাহাজও ছিনতাই করে বিদ্রোহী এ গোষ্ঠীটি। 
১১ জানুয়ারি, ২০২৪

শিগগিরই ওমানের ভিসা চালুর প্রত্যাশা সরকারের / নতুন ভিসানীতি শুধু বাংলাদেশের জন্য নয় : ওমান দূতাবাস
ওমানের নতুন ভিসা নীতি শুধু বাংলাদেশের জন্য নয়, অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে, স্থগিত হওয়া ভিসা শিগগিরই চালু করবে ওমান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে জানায়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি প্রকৃতভাবে একটি সাময়িক পদক্ষেপ। ওমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক গতি-প্রকৃতির নয়। বরং এটি ওমানি শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস।  এটি বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগ কর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চলমান পর্যালোচনার প্রেক্ষিতে পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করা যায়। এদিকে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিগগিরই ওমানের ভিসা খুলে দেওয়ার প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ওমান বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগিরই খুলে দেওয়া হবে। তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু খোলার আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা ওমানে যেতে পারবেন। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশকেও ভিসা স্থগিত করার মাস দুয়েক পরে খুলে দিয়েছে।   প্রতিমন্ত্রী জানান, ওমানে বিদেশি শ্রমিকের অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্বত্বভোগীরা অপব্যবহার করেছে। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন।  এক প্রশ্নের জবাবে কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসা স্থগিত প্রক্রিয়া থাকছে না জানিয়ে শাহরিয়ার বলেন, যদি কোনো ব্যবসায়ীর যেতে সমস্যা মনে হলে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি আকস্মিক। হঠাৎ করেই এ ঘোষণা এসেছে, দূতাবাসকেও আগে জানায়নি। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরই ভিসা দেওয়া শুরু করবে বলে আশা করছি।   ড. মোমেন বলেন, গত বছর এক লাখের বেশি কর্মী ওমান গেছেন। ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে এদের অনেককে আদম ব্যবসায়ীরা পাঠিয়েছেন। এসব দুর্ঘটনার কারণে হয়ত ওরা বন্ধ করেছে। ওদের সঙ্গে আলোচনা করছি, এটা চিরস্থায়ী না।  এ সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে না যাওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।   উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। আর এটি গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।
০৩ নভেম্বর, ২০২৩

বাংলাদেশিদের জন্য সব ভিসা স্থগিত করল ওমান
হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া স্থগিত করলো ওমান সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা না দেওয়া এবং ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আরওপি।   মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত হয়েছে তা উল্লেখ্য করেনি পত্রিকাটি।  রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, মঙ্গলবার থেকেই সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ কার্যকর হবে। আরওপি জানিয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন। ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে। এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।  
০১ নভেম্বর, ২০২৩

ওমান যাচ্ছে বাংলাদেশ হকি দল
২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ওমানের সালালায় অনুষ্ঠিত হবে নারী ও পুরুষ এশিয়া হকি ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করবে। আসরের যাবতীয় তথ্য তুলে ধরতে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুল এহছান রানা, আরিফুল হক প্রিন্স, কোষাধ্যক্ষ সৈয়দ মাহমুদুল হক ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা। নারী হকি দল আজ রাতে বাংলাদেশ বিমানে ওমানের উদ্দেশে রওনা হবে এবং পুরুষ দল আগামী ২৬ আগস্ট রাতে বাংলাদেশ বিমানে ওমানের উদ্দেশে রওনা হবে।
২২ আগস্ট, ২০২৩
X