ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্য মনি চাকমা। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটির সংগঠক সচল চাকমা এক বিব্রতিতে নিহতদের নিজেদের কর্মী সমর্থক দাবি করে ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসের কোনো কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপর্কমের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে। লংগদু থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে দুজন নিহতের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে গেলে ঘটনার সত্যতা এবং বিস্তারিত জানা যাবে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, শনিবার সকালে লংগদুতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ মে, ২০২৪

ছাত্রদলের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা
নতুন করে দুটি জেলায় কর্মী সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝাণ্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি; উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগে ২টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো। তার মধ্যে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায়- ফরিদপুর মহানগর এবং বিকেল ৩টায় ফরিদপুর জেলা জেলায় কর্মী সম্মেলন হবে। এরপর ২৪ মে (শুক্রবার) সকাল ১০টায় রাজবাড়ী জেলা এবং দুপুর ২টায় মাদারীপুর জেলায় কর্মী সম্মেলন হবে। ওই কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।
১৬ মে, ২০২৪

‘নির্ধারিত সময়ের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে সরকার’
আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সকল কর্মী পাঠাতে হবে। তাই ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (১৫ মে) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়ার ইস্যুতে বায়রার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি পাঠিয়েছি। তবে, আমাদের আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না বাড়ায় তাও কোনো সমস্যা হবে না। কারণ আমরা আগামী ৩১ তারিখকেই লক্ষ্য করে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বৈঠকে মালয়েশিয়ায় আমাদের যে কোটার তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যেই কর্মী প্রেরণের বিষয় আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধভাবেই আমরা চেষ্টা করছি যে, ৩১ তারিখের মধ্যে কোটার সকল কর্মী যেন পাঠাতে পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রা সদস্যরা উপস্থিত ছিলেন। 
১৫ মে, ২০২৪

সিঙ্গাপুরে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার প্রস্তাব বিমানমন্ত্রীর 
বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মীকে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার (০৯ মে) তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এই প্রস্তাব দেন মন্ত্রী। জাতীয় সংসদ ভবনে অবস্থিত মন্ত্রীর দপ্তর কক্ষে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।   হাইকমিশনারকে মন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশী কর্মীরা তাদের দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে। কোভিড-১৯ এর সময়ে সিঙ্গাপুর বাংলাদেশি কর্মীদের যে যত্ন নিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সিঙ্গাপুরের সচেতনতা প্রশংসার দাবিদার। বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে যাওয়ার নানা চিত্র তুলে ধরে ফারুক খান বলেন, সরকার বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের কাজ করে যাচ্ছে। বিমানবন্দরে অবকাঠামোগত ও কারিগরি উন্নয়ন এবং এভিয়েশন খাতের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ফ্লিট সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের এভিয়েশন খাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ শুরু হয়েছে, তাতে সিঙ্গাপুর ভূমিকা রাখতে আগ্রহী। বিমানবন্দরগুলোর দক্ষ ব্যবস্থাপনার জন্য সিঙ্গাপুর এভিয়েশন খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও আগ্রহী। ডেরেক লোহ বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের খুব ভালো বন্ধু। এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশি কর্মীরা খুব দক্ষ ও পরিশ্রমী। ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সিঙ্গাপুর বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।
০৯ মে, ২০২৪

বগুড়ায় লালনের গান গেয়ে প্রতিবাদ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফকির লালন সাঁইয়ের গানের দুটি চরণ লিখেছিলেন শরিয়তপুরের বাসিন্দা সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক স্বর্ণকার। পরে এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি লালন ভক্তসহ সব মহলে উদ্বেগ ছড়ায়। আর এজন্যই সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে দিনব্যাপী ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ শীর্ষক এক কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে যে চরণ দুটি লেখায় সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই গানটি গাওয়া হয়। কর্মসূচিতে লালনের গান ও পদ পরিবেশনা, নাটক, বক্তৃতার মাধ্যমে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লালন ফকিরের বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণাও চালাচ্ছেন, যা প্রগতিশীল সংস্কৃতিকর্মীদের ক্ষুব্ধ করেছে বলে জানানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে লালনের ‘এমন সমাজ কবে গো সৃজন হবে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘জাত গেল জাত গেল বলে, আমারে কি রাখবেন গুরু চরণদাসী’, ‘মিলন হবে কত দিনেসহ’ বিখ্যাত গানগুলো পরিবেশন করা হয়। কর্মসূচিতে গান পরিবেশন করেন লালন শিল্পী সুকুমার বাউল, হাফিজ বাউল, জগদীশ বাউল, কামরুল নাহার ডালিয়া ও নিখিল চন্দ্র। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মামুদুস সোবহান মিন্নু, বগুড়া জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়ার জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডনিস বাবু তালুকদার, জোটের সহসভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এ বি এম জিয়াউল হক বাবলা, হাকিম এম এ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর কবির, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্ণিমা, কবি আজিজার রহমান তাজ ও মির্জা আহসানুল হক দুলাল।  সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ লালন সাঁইজির একটি গানের দুটি চরণ ফেসবুকে শেয়ার করেছিলেন এক যুবক। ধর্ম অবমাননার কথা তুলে তাকে গ্রেপ্তার এবং তার পরবর্তী সময়ে নানা রকম প্রেক্ষাপট তৈরি করে সারা দেশে একটি তাণ্ডব পরিচালনা করার যে আয়োজন দেখতে পাচ্ছি, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ভয়ংকর। আমরা বোধ হয় খুব বেশি দিন দূরে নেই। যেখানে এই বাংলাদেশকে দেখতে পাব বাঙালি সংস্কৃতিশূন্য, লালনশূন্য। গ্রামের পর গ্রামে লালন অপদস্থ হচ্ছেন। আমরা বগুড়ায় প্রতিবাদ করছি কিন্তু লালনকে লালনের সেই গ্রামে, লালন শিল্পীদের গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে।
০৬ মে, ২০২৪

ইট ভাঙা ট্রলি কেড়ে নিল এনজিও কর্মীর প্রাণ
নওগাঁর আত্রাইয়ে ইটভাঙ্গা ট্রলির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আত্রাই রাণীনগর সড়কের সাহাগোলা-শিমুলিয়া নামক স্থানের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন অফিসার মইনুর রহমান। এ ছাড়া আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত সঞ্জয় আইডিএফ নামক একটি এনজিওতে আত্রাইয়ে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী বাঘা এলাকায় বলে জানা গেছে। নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় আইডিএফ এনজিওর আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এদিন সকালে বাড়ি থেকে অটোরিকশায় করে আত্রাই অফিসে যাচ্ছিলেন। আর একই দিক থেকে যাচ্ছিল ইট ভাঙার একটি ট্রলি। সিএনজি ওভারটেক করার সময় হঠাৎ করে ইট ভাঙ্গার ট্রলি বাঁক নেয়। ফলে সিএনজিটি সরাসরি গিয়ে ধাক্কা লাগে ওই ট্রলির সঙ্গে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় আরও কয়েকজন। আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে জানানোর চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
০৪ মে, ২০২৪

এইচএসসি পাসে কারিতাস বাংলাদেশে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
কর্মী নিয়োগের অন্যতম প্ল্যাটফর্ম কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ক্রেডিট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল পদের নাম : ক্রেডিট অফিসার (সিএমএফপি) আবেদনের বয়সসীমা : ২২ থেকে ৩৫ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : দিনাজপুর বেতন : ১৫,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস তবে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। দক্ষতা ও অভিজ্ঞতা : মোটরবাইক চালানোর সক্ষমতা, সততা এবং আন্তরিকতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম ও বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। বি.দ্র. তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদানসহ মেধার ক্রমানুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। ঠিকানা : পশ্চিম শিবরামপুর, পি.ও বক্স-৮, দিনাজপুর (০৫৩১) ৬৫৬৭৩
০২ মে, ২০২৪

দারাজের আরও ২৫০ কর্মী চাকরিচ্যুত
আবারও বড় আকারে কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। সূত্র বলছে, প্রায় ২৫০ কর্মীকে চাকরিচ্যুত করেছে চীনভিত্তিক আলীবাবা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। পাশাপাশি দারাজের বিরুদ্ধে এসেছে গ্রাহক হয়রানির অভিযোগ। গ্রাহকরা বলছেন, অগ্রিম মূল্য পরিশোধ করেও অর্ডারকৃত পণ্যের ডেলিভারি পাচ্ছেন না তারা। প্রতিষ্ঠানটির সূত্রমতে, অন্তত ৪ লাখ অর্ডারের ডেলিভারি দারাজে থমকে আছে। গত ফেব্রুয়ারিতে প্রায় ৭০ শতাংশ কর্মী ছাঁটাই করে দারাজ বাংলাদেশ। এক হাজার ৭০০ জনের কর্মীবাহিনী কমিয়ে ৫০০-এর নিচে নামিয়ে আনা হয়। পূর্ণকালীন প্রায় ৯০০ ও চুক্তিভিত্তিক কর্মী মিলিয়ে সেই ছাঁটাই করা হয়েছিল। এই ছাঁটাইয়ে ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানরাও। এমন ঘটনার পর কর্মীদের আবারও দুঃসংবাদ দিয়েছে দারাজ বাংলাদেশ। এবার পূর্ণকালীন এবং চুক্তিভিত্তিক প্রায় ২৫০ কর্মী চাকরি হারালেন। সূত্র বলছে, এর মধ্যে প্রায় ৫০ জন পূর্ণকালীন কর্মী ছিলেন। আর বাকিরা ছিলেন ডেলিভারি হাব সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক প্রতিনিধি। পূর্ণকালীন কর্মীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আইটি, প্রশাসন এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তা। প্রতিষ্ঠানটির আইটি অপারেশন্স লিড মোহাম্মদ আসিফ ক্যারিয়ার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কড ইনে এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি নিজেও চাকরিচ্যুত হয়েছেন বলে উল্লেখ করেন। প্রতিষ্ঠানটির একটি সূত্র বলছে, ৪০-এরও বেশি কর্মী ছিল মানবসম্পদ বিভাগে। এখন আছে তিনজন। একদিকে প্রতিষ্ঠানটি থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, অন্যদিকে গ্রাহকরা পোহাচ্ছেন ভোগান্তি। অগ্রিম মূল্য পরিশোধ করেও অনেকে কাঙ্ক্ষিত পণ্য বুঝে পাচ্ছেন না। এমনকি পণ্যের জন্য পরিশোধিত অর্থও দারাজ ফেরত দিতে চাইছে না বলেও অভিযোগ রয়েছে। ই-কমার্সে কেনাকাটা করা গ্রাহকরা ফেসবুকের বিভিন্ন কমিউনিটি গ্রুপে এমন হয়রানিমূলক অভিজ্ঞতা বর্ণনা করছেন। ‘ই-কমার্স রিভিউজ’ নামক একটি গ্রুপে গত ২২ এপ্রিল গ্রাহক তাহফিম সানি জানান, ১ মাসেও অর্ডারকৃত পণ্য পাচ্ছেন না তিনি। অর্ডার ক্যান্সেল করে টাকা ফেরত চাইলে দারাজ সে বিষয়েও সহযোগিতা করছে না বলেও অভিযোগ তার। আরেক গ্রাহক সাগর সিকদার জানান, দারাজে সরাসরি অভিযোগ জানানোর পন্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে হটলাইন নম্বর। এখন শুধু অ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে সেবা মিলছে। দারাজের বিরুদ্ধে গ্রাহকদের এমন অসংখ্য অভিযোগে এখন সয়লাব ফেসবুক। গ্রাহকরা যেমন পণ্য পাচ্ছেন না, তেমনি বিপাকে রয়েছেন দারাজে পণ্য বিক্রেতারা। নির্ধারিত সময়ে গ্রাহকের কাছে সরবরাহে ব্যর্থ পণ্যগুলো বিক্রেতারা ফিরে পাচ্ছেন না। গ্রাহক হারিয়ে এবং পণ্য ফেরত না পেয়ে বেশ বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এ বিষয়ে সম্প্রতি দারাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন বিক্রেতাদের একটি অংশ। তবে এখন পর্যন্ত আশ্বাস ছাড়া কার্যকর কোনো সমাধান তারা পাননি। সূত্র বলছে, চাকরিচ্যুত ডেলিভারি কর্মীদের মধ্যে কেউ কেউ ক্ষুব্ধ হয়ে গ্রাহকের পার্সেল নিয়ে চলে গেছেন। অনুসন্ধান বলছে, ফেব্রুয়ারিতে ছাঁটাইয়ের পর সীমিত লোকবল নিয়ে ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের সময় গ্রাহকদের অর্ডার সামলাতে হিমশিম খেতে হয় দারাজকে। প্রচুর অর্ডার আসার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। অগ্রিম মূল্য পরিশোধ করা এবং ক্যাশ অন ডেলিভারিসহ দারাজে অন্তত ৪ লাখ অর্ডার আটকে আছে গ্রাহকের। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দারাজ। তবে গ্রাহক ভোগান্তির অভিযোগ অনানুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। এসব বিষয় দ্রুত সমাধান হবে বলেও জানানো হয়।
২৬ এপ্রিল, ২০২৪

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে সৈয়দ রাসেল মীর (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে খুন করে প্রতিপক্ষের লোকজন। অপরদিকে সোমবার (২২ এপ্রিল) রাতে একই ইউনিয়নের সোহাগ শেখ (৩৩) নামে এক যুবলীগ কর্মীকে খুন করে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন, রাসেল মীর পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে ও সোহাগ শেখ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে। রাসেল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত ছাত্রলীগ কর্মী রাসেলের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরের পর রাসেল মীর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম বায়জীদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা করে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা স্থানীয় মো. ফারুক ও গাঙ্গুয়া নামে দুজন পেছন থেকে লাঠিসোটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। তারা আরও জানান, এতে তিনি গুরুতর জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে রাসেল মীর মারা যায়। পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের টাকা দাখিলের দিনও সৈয়দ রাসেল এবং রিয়াজুলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। তারা পুলিশের কাছে অভিযোগ না দিয়ে রাজনৈতিকভাবে মীমাংসার চেষ্টা করতে থাকে। পূর্বে ২০২২ সালেও তাদের উভয়ের মধ্যে মারামারির ঘটনায় আসামির হাত ভাঙার ঘটনা ঘটে। রিয়াজুল সেই ক্ষোভ মনে পুষে রাখে এবং রাসেলের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। তিনি আরও জানান, তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টার দিকে কদমতলা ব্রিজের ঢালে রাসেলকে পেয়ে তার মাথায় গাছের চ্যারা, জিআই পাইপ দিয়ে সজোড়ে বাড়ি মারে। পরবর্তীতে মিরাজসহ অন্যান্য আসামিরা রাসেলকে লাঠিসোটা দিয়ে পিটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ওইদিন রাত ১১ টার দিকে রাসেল মারা যায়। এর আগে পূর্বশত্রুতার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে সোহাগ শেখ (৩৩) নামে এক হত্যা মামলার আসামি ও যুবলীগ সমর্থককে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহত সোহাগ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে। নিহতের ভাই শিপন শেখ আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলার প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। চার মাস আগে সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়। সেই পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার ভাই সোহাগ শেখকে হত্যা করা হয়েছে বলে দাবি তার। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
২৪ এপ্রিল, ২০২৪

আওয়ামী কর্মী লীগের ১০১ সদস্যের কমিটি ঘোষণা
বাংলাদেশ আওয়ামী কর্মী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে মো. কাজী মাহাবুব আহসান ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ মো. আবু সাইদের নাম ঘোষণা করা হয়। সম্প্রতি রাজধানীর লন্ডন মার্কেট শানারপাড় কেন্দ্রীয় কার্যালয়ে তিন বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী কর্মী লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি সংগঠনের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।  নবগঠিত কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি শাফিন আহম্মেদ সোহেল, মো. আব্দুল আহাদ, মো. সাইফুল ইসলাম, মো. আ. খালেক, মো. হেলাল উদ্দিন, রোমানা ইসলাম আখি, সহ-সভাপতি কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন, মো. আজিম উদ্দিন মো. মাকসুদ আলম, মো. নাসির উদ্দীন, মো. জামাল হোসেন, মো. রুবেল আলী, মো. শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, যুগ্ম-সাধারন সম্পাদক মো. লাভলু মিয়া, মো. তৈমুর হোসেন, ডা. রুমা বেগম, মো, জাহাঙ্গীর আলম কিরন, সাংগঠনিক সম্পাদক জি এম বাপ্পি, সাহানোর ইয়াসমিন, মাসুম রানা, প্রচার সম্পাদক মো. মোক্তার হোসেন, সহ-প্রচার সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোসা. কোহিনুর বেগম, সহ-দপ্তর সম্পাদক ইয়াসমিন আক্তার, কোষাধ্যক্ষ ফেরদৌসী আরা সহ-কোষাধ্যক্ষ মো. রাসেল মুন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজেরা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজ আলী মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক আলম ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক রিনা বেগম, সদস্য হেনা রহমান, পুতুল মোমেনা আক্তার, সাবিকুন নাহার, নাজমা সরকার মো. হানিফ, মো. আবুল কাসেম, আ. রব খান তারা প্রমুখ।
২৩ এপ্রিল, ২০২৪
X