ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ বাজারে জাল টাকা নিয়ে বাজার করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন আবু জাফর জিয়া নামে এক কারারক্ষী।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। পরে নলছিটি থানা পুলিশ গিয়ে ঝালকাঠি জেলা কারাগারের এ কারারক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি কারাগারের কারারক্ষী আবু জাফর পাশের জেলা বরিশালের কালিজিরা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে তিনি পাঁচ হাজার জাল টাকা নিয়ে বাজার করতে আমিরাবাদ বাজারে যান। কিছু কেনাকাটা করার পরে এক দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেয়। নোটটি ওই দোকানির জাল সন্দেহ হলে তিনি আবু জাফর জিয়াকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডার পরে আবু জাফর নিজেকে ঝালকাঠির কারারক্ষী পরিচয় দিয়ে সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। এই সময় উত্তেজিত জনতা তার কাছ থেকে পাঁচ হাজার জাল টাকা উদ্ধার করে। এর মধ্যে তিনটি এক হাজার ও চারটি পাঁচশত টাকার নোট রয়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে নলছিটি থানা পুলিশে খবর দেয় এবং পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঝালকাঠি কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, আমাদের কাছে এখনো কোনো কাগজপত্র আসেনি, তবে শুনেছি একজন কারারক্ষী জাল টাকাসহ আটক হয়েছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে নিয়মানুয়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, পুলিশ জাল টাকাসহ আবু জাফর জিয়াকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ ডিসেম্বর, ২০২৩

কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১৮ ডিসেম্বর)  দুপুর ১২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা। গ্রেপ্তার সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যায়। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাইফুলকে তল্লাশি করা হয়। পরে তার কাছে ইয়াবা পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনাবাড়ি থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এর আগে, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেন কারারক্ষীরা।
১৮ ডিসেম্বর, ২০২৩

কাশিমপুর কারাগারে গাঁজাসহ গ্রেপ্তার কারারক্ষী
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে তাকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। আটক সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার ৭টার দিকে কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় ফটকে কর্তব্যরত অপর কারারক্ষী তার দেহ তল্লাশি করেন। এ সময় তার মোজার ভেতর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সোহেল রানা জানান, তিনি ভেতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিলেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভেতর থেকে আরও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাত ১০টা দিকে সোহেল রানাকে থানায় নিয়ে যায়।  কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১২ ডিসেম্বর, ২০২৩

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ভেতর প্রবেশকালে ২০০ পিস ইয়াবাসহ মতিউর রহমান নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে।  সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক কারারক্ষী মো. মতিউর রহমান ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা। ঘটনার পর ওই কারারক্ষীকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। একপর্যায়ে তার পায়ের মোজা থেকে একটি পুঁটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুঁটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা জব্দ করা হয়। ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
১২ সেপ্টেম্বর, ২০২৩

পাপিয়াকাণ্ডে কাশিমপুরের ছয় কারারক্ষী বদলি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার অপরাধী চক্র গড়ে তোলা ও বন্দি নির্যাতনের ঘটনার জেরে ছয় কারারক্ষীকে বদলি করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদের তাৎক্ষণিক বিভিন্ন কারাগারে বদলি করা হয় বলে জানিয়েছে কারা সূত্র। জানা গেছে, গতকাল সোমবার পাঠানো একটি আদেশে একযোগে ছয় কারারক্ষীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বদলি করাদের মধ্যে কারারক্ষী আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ, সোহেলা আক্তারকে ঝালকাঠি, সেলিনা আক্তারকে শেরপুর, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ ও লাকী আক্তারকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের তাৎক্ষণিক (স্ট্যান্ড রিলিজ) আদেশে কারা মহাপরিদর্শকের পক্ষে সই করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান। তবে তাদের বদলির আদেশ নিয়মিত বদলি বলে দাবি করেছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, মহিলা কারাগারের ছয় কারারক্ষীকে বদলির আদেশ কারাগারে পৌঁছালে তাৎক্ষণিক তাদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়; কিন্তু সেখানেও তিনি অপরাধ কার্যক্রম শুরু করেন। গড়ে তোলেন অনুগত বাহিনী। অভিযোগ রয়েছে, কারাগারে বন্দি ও অন্য নারীদের কাছ থেকে তিনি টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিতেন। তাদের ওপর চালাতেন অমানুষিক নির্যাতন। কয়েকজন কারারক্ষী ও নারী বন্দি তার এসব কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকায় আদালতে নথি চুরির অভিযোগে রুনা লায়লা নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করে কাশিমপুর মহিলা কারাগারে পাঠায়। সেখানে তাকে নির্যাতন করা হয়। গত ২৫ জুন ওই নারীর ভাই গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে বোনকে নির্যাতনের ঘটনার বিচার চান। এতে পাপিয়ার নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে। এরপর পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিলা কারাগারের মেট্রন ফাতেমাকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করে তদন্ত কমিটি। সেই ধারাবাহিকতায় ছয় কারারক্ষীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
০১ আগস্ট, ২০২৩
X