গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ছয় কারারক্ষীকে বদলি করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শকের পক্ষে কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলি আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারের মহিলা কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন