আরও এক গ্র্যান্ডমাস্টার পেতে যাচ্ছে বাংলাদেশ!
বাংলাদেশের দাবাড়ু ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন সেই ২০১৯ সালে। এরপর থেকেই তার চলছে গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা। অবশেষে ৫ বছরের দীর্ঘ চেষ্টার পর গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তিন নর্মের প্রথমটি অর্জন করতে পেরেছেন এই দাবাড়ু। ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবার নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে নর্ম অর্জন করেন। শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন। সাত পয়েন্ট নিয়ে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষ স্থান অর্জন করেছেন ফাহাদ। নর্ম অর্জন করতে ন্যুনতম সাত পয়েন্ট লাগে, আজ তা করতে পেরেছেন বাংলাদেশি দাবাড়ু। এর আগে অবশ্য ফাহাদ অনেকেবারের চেষ্টায়ও পরম আরাধ্যের এই নর্ম অর্জন করতে পারেনি। কাছাকাছি গিয়েও সফল না হওয়া এই দাবাাড়ুর ভাগ্য এবার অবশ্য তার সহায় হয়েছে। নর্ম অর্জন করে ফাহাদ দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবারসহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করব গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারব।'
৩১ মার্চ, ২০২৪
X