সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২৯তম আবুধাবী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এই ফেস্টিভালের ফ্যামিলি দাবা ইভেন্টে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার নিয়ে গঠিত জিয়া ফ্যামিলি দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২০ আগস্ট) আবুধাবিতে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি দাবা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ফ্যামিলি দল মোট ৬টি খেলায় অংশগ্রহণ করে। ৬টি খেলার মধ্যে ৪টি জয় ও ২টি ড্রতে ১০ পয়েন্ট অর্জন করে। তাতেই ফিলিপাইনের আবুসিজোকে হারিয়ে শিরোপা জেতেন জিয়ার ফ্যামিলি দল।
প্রতিযোগিতায় ৯ পয়েন্ট নিয়ে ফিলিপাইনের আবুসিজো ফ্যামিলি রানার্সআপ হয়েছেন এবং ভারতীয় মহিলা আন্তর্জাতিক গ্রান্ড মাস্টার তেজস্বিনি সাগর ফ্যামিলি তৃতীয় হয়। মোট ৭০টি ফ্যামিলি দল এ ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতি ফ্যামিলির দলে ২ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেছিল।
একই পরিবার থেকে দুজন সদস্য নিয়ে ফ্যামিলি দাবায় দল গঠন করা হয়। দুই ভাই, বোন, বাবা-ছেলে, স্বামী-স্ত্রী নানাভাবে পারিবারিক দল গঠন হয়। জিয়া ও তার ছেলে এবার পারিবারিক দাবায় অংশ নিয়ে বাজিমাত করেন।
মন্তব্য করুন