মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কাঁপল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় বিবদমান দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ওই এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ককটেল বিস্ফোরণের শব্দে সকালের ঘুম ভেঙেছে। এলাকায় থমথমে পরিবেশ, মানুষের‌ মাঝে আতঙ্ক বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিবদমান দুটি পক্ষের আধিপত্যের দ্বন্দ্বে এর আগে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ১৩ এপ্রিল নয়ালাভাঙ্গা ইউপির নবাবমোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. আলম আলী (৫৫)  নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন রাতে শিবগঞ্জ থানায় আ. লীগের স্থানীয় ৫৯ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। গত ২৫ জুন সন্ধ্যায় আলম হত্যা মামলার আসামি এক‌ই এলাকার দুরুল হোদাকে (৪০) মিরাটুলি বাবুপুর গ্রামে শ্বশুরবাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা জানায়, বিবদমান পক্ষ দুটি সোমবার নয়ালাভাঙ্গা এলাকার মিরাটুলি বাবুপুর মোড় ও আশপাশে অর্ধশতাধিক ককটেল মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ ও মানুষজনের মাঝে আতঙ্কে বিরাজ করছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি নির্মাণাধীন বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করে। পরের দিন সকালে র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে একটি ফাঁকা আম বাগানে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত আছে। এ ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে ।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

৪১ ককটেল বিস্ফোরণে কাঁপল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে র‍্যাবের গোয়েন্দারা নির্মাণাধীন ভবনে ৭টি বালতিতে ককটেল সদৃশ্য বস্তুর সন্ধান পান। সঙ্গে সঙ্গে তারা এলাকাটি ঘিরে রাখেন। পরে নিশ্চিত হওয়া যায় এসব সন্দেহজনক বস্তু আসলে ককটেল ।জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা  নির্মাণাধীন বাড়ি  থেকে  ৪১ টি ককটেল উদ্ধার  করে। পরে পাশের একটি ফাঁকা আম বাগানে তা বিস্ফোরণ  ঘটিয়ে নিষ্ক্রিয়  করা হয়। এ সময়  বিস্ফোরণের বিকট  শব্দে আশপাশ  প্রকম্পিত হয়ে উঠে। ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় চারপাশ । ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসসহ  জেলার বিভিন্ন  স্থানে  ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল নাশকতা চালাতে এসব ককটেল মজুত করেছে ।  তিনি আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে সে লক্ষ্য কাজ করছে র‍্যাব।
৩০ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় টেনিস কোর্টে খেলা বন্ধ ছিল। এতে কেউ হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ও শৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তারা।
০৫ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপির রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ভবানীপুর সীমানায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  শনিবার (২ ডিসেম্বর) রাতে রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।  নিহত রোজিবুল ইসলাম রজন (৩০ ) উপজেলার পার্বতীপুর ইউপি নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে নিহতের মরদেহ ভারতে রয়েছে। ভারত থেকে তার মরদেহ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ প্রসঙ্গে রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, শনিবার রাতে রোকনপুর সীমান্তের ওপারে ভারতের মালদা জেলার ভবানিপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে নিহত হয়েছেন রজন। এ সময় স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। তিনি ভারত থেকে গরু চোরাচালানের রাখাল হিসেবে ভারতের সীমানায় গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবাদার আব্দুল জাব্বার জানান, গুলিতে নিহত ব্যক্তির লাশ বিএসএফ ফেরত দিতে চেয়েছে। তবে নির্দিষ্ট কোনো সময় জানায়নি।
০৪ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে মনোনয়ন পেয়েছেন-  চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ    
২৬ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকশ’ কোটি টাকা নিয়ে উধাও এমটিইএফ
চাঁপাইনবাবগঞ্জের বিনিয়োগকারীদের থেকে কৌশলে দুবাইভিত্তিক এমএলএম কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) অনলাইন অ্যাপের মাধ্যমে কয়েকশ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।  বিনিয়োগকারীরা দ্রুত সময়ে বিশাল লাভের প্রলোভনে এখানে বিনিয়োগ করেছিলেন। এখন বিনিয়োগ খুইয়ে লজ্জায় মুখ খুলছেন না। এমটিএফই অ্যাপে বিনিয়োগ সংযুক্ত করতে যারা অফিস খুলে বসেছিল তারা গা ঢাকা দিয়েছে।   বিভিন্ন সূত্রে জানা গেছে, এমটিএফই বাংলাদেশের কার্যক্রমের বড় হোতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তরিকুল ইসলাম ও তার প্রধান সহযোগী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার চৌডালা কদমতলী গ্রামের নুরুন্নবী ওরফে পলাশ। তারা দুজনেই এক সময়ে ডেসটিনি নামের এমএলএম কোম্পানিতে যুক্ত ছিলেন। তারা নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্নভাবে প্রতারণা করতেন। এবার এমটিএফই অ্যাপের মাধ্যমে হয়েছেন হঠাৎ করে কোটিপতি। একটি কোম্পানির অ্যাপ বন্ধ হলে আরেকটি নিয়ে  শুরু করেন।   নাম প্রকাশে অনিচ্ছুক এমটিএফই’র এক বিনিয়োগকারী বলেন, সাত লাখ টাকা বিনিয়োগ ছিল তার। হঠাৎ বন্ধ হয়ে যায় অ্যাপটি। আমার মতো চাঁপাইনবাবগঞ্জের অনেকেই বিনিয়োগ খুইয়েছেন।  মামুন নামে এক বিনিয়োগকারী বলেন, ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ধার-দেনা করে। বিনিয়োগ খুইয়ে এখন ঋণের বোঝা চেপেছে মাথায়।   আহম্মেদ আবু আমিন বলেন, গত বৃহস্পতিবার থেকে অ্যাপটি বন্ধ হয়ে গেছে। কিন্তু এর আগেই ডলার উত্তোলন বন্ধ হয়ে যায়। আমার মতো অনেকেই প্রতারিত হয়েছেন বলে জেনেছি।  তিনি আরও বলেন, এই অ্যাপে যুক্ত করিয়ে দেড় কোটি টাকা বিনিয়োগ করাতে পারা ব্যক্তিকে বলা হয় সিইও। চাঁপাইনবাবগঞ্জে এ রকম প্রায় ১০ জন সিইও আছেন বলে জেনেছি। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরে অফিস খুলে কার্যক্রম পরিচালনা করতেন জমশেদ আলী ও সাদিকুল ইসলাম ওরফে বাবু নামের দুই ব্যক্তি। সাদিকুল ইসলামের অফিস ছিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উপররাজারামপুর মোড়ে। ঘটনার পর  অফিস থেকে সাইনবোর্ড নামিয়ে ফেলেছেন। এক সময় জমশেদ আলী ডেসটিনির সঙ্গেও জড়িত ছিলেন। এই অ্যাপের সঙ্গে জড়িতরা বেশিরভাগই ডেসটিনির সঙ্গে যুক্ত ছিলেন। এমটিএফই অ্যাপ উধাওয়ের পরপরই মাস্টারমাইন্ড নুরুন্নবী আরেক নতুন অ্যাপ জিটিসি-এক্স নিয়ে কাজ শুরু করেছেন। এমনকি গত ১৭-১৯ আগস্ট জিটিসি-এক্স’র বাংলাদেশ টিমের কয়েকজনের ট্যুর হয়েছে কক্সবাজারে। 
২৫ আগস্ট, ২০২৩
X