চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপির রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ভবানীপুর সীমানায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) রাতে রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত রোজিবুল ইসলাম রজন (৩০ ) উপজেলার পার্বতীপুর ইউপি নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে নিহতের মরদেহ ভারতে রয়েছে। ভারত থেকে তার মরদেহ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ প্রসঙ্গে রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, শনিবার রাতে রোকনপুর সীমান্তের ওপারে ভারতের মালদা জেলার ভবানিপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে নিহত হয়েছেন রজন। এ সময় স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। তিনি ভারত থেকে গরু চোরাচালানের রাখাল হিসেবে ভারতের সীমানায় গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রোকনপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সুবাদার আব্দুল জাব্বার জানান, গুলিতে নিহত ব্যক্তির লাশ বিএসএফ ফেরত দিতে চেয়েছে। তবে নির্দিষ্ট কোনো সময় জানায়নি।
মন্তব্য করুন