চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে র্যাবের গোয়েন্দারা নির্মাণাধীন ভবনে ৭টি বালতিতে ককটেল সদৃশ্য বস্তুর সন্ধান পান। সঙ্গে সঙ্গে তারা এলাকাটি ঘিরে রাখেন। পরে নিশ্চিত হওয়া যায় এসব সন্দেহজনক বস্তু আসলে ককটেল ।জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল এসে ঘিরে রাখা নির্মাণাধীন বাড়ি থেকে ৪১ টি ককটেল উদ্ধার করে। পরে পাশের একটি ফাঁকা আম বাগানে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশ প্রকম্পিত হয়ে উঠে। ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় চারপাশ ।
ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আতঙ্ক ছড়াতে অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল নাশকতা চালাতে এসব ককটেল মজুত করেছে ।
তিনি আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কেউ কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে সে লক্ষ্য কাজ করছে র্যাব।
মন্তব্য করুন