চাঁপাইনবাবগঞ্জে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় টেনিস কোর্টে খেলা বন্ধ ছিল। এতে কেউ হতাহত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ও শৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন