বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর চাচা নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় মোটরসাইকেল প্রতীকের পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের চাচা আব্দুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ মে) দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা। আটক তিনজন হলেন, একই গ্রামের চাঁন মিয়া, রাসেল ও আবুল। স্থানীয়রা জানান, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে নিহত আব্দুল আলিম মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ছিলেন। বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর তার কর্মী চান মিয়া, রাসেল, আবুল বাবলু, মান্নান, সাদ্দাম ও খালেক মেম্বারের নেতৃত্বে আব্দুল আলীমের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হন। ওইদিন তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে তাকে রেকর্ড করে চিকিৎসকরা। সেখান থেকে রোববার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির কালবেলাকে বলেন, নিহত আব্দুল আলীম আমার চাচা। নির্বাচনের আগে থানা চত্বরে দোয়াত কলমের প্রার্থী আমিনুল ইসলাম সরকার ঘোষণা দিয়েছিল আমার রক্ত নিয়ে হোলি খেলবে। সেটা করতে না পেরে আজ আমার কর্মীদের রক্ত নিয়ে হোলি খেলছে। আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাই। এ বিষয়ে জানতে বিজয়ী প্রার্থী বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। বেলকুচি থানা ওসি আনিছুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আব্দুল আলিম ও চাঁন মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তারা দুজনই সম্পর্কে চাচাতো ভাই। বাগ্‌বিতণ্ডার  একপর্যায়ে তারা একজন আরেক জনের ওপর হামলা চালালে আব্দুল আলীম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। তিনি বলেন, এ ব্যাপারে নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে চাচাতো ভাই চাঁন মিয়াকে প্রধান করে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।
১৩ মে, ২০২৪

সিগারেটের বাক্সের লোভে ভাতিজার গলা কাটল চাচা
পরনে লাল গেঞ্জি। গলা থেকে ঝরছে রক্ত। করুণ অবস্থায় ১১ বছরের শিশু শফিকুল কাতরাচ্ছিল চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি পরিত্যক্ত ভবনে। রক্তাক্ত শরীরে তার চেহারায় ভাসছিল বাঁচার আকুতি। খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। শিশুর বর্ণনায় জানা গেছে, যারা হত্যাচেষ্টা করেছেন তারা সম্পর্কে তার চাচা হন। পরে শফিকুলকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করে পুলিশ।  বুধবার (৮ মে) দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সুমন ও রেজাউল করিম। সর্ম্পকে তারা দুজনই শফিকুলের চাচা।  এর আগে মঙ্গলবার (৭ মে) ফয়’স লেক বধ্যভূমি এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে গলা কাটা অবস্থায় শফিকুলকে উদ্ধার করা হয়। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার কালবেলাকে বলেন, গলায় একটি বাক্স ঝুলিয়ে ফয়’স লেক এলাকায় পান-সিগারেট বিক্রি করত শফিকুল। এ সিগারেটের বাক্সেই নজর পড়ে সুমন ও রেজাউলের। শফিকুলকে ফুসলিয়ে ফয়’স লেক এলাকার পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যায় তারা। সেখানে তার কাছ থেকে পান সিগারেটের বাক্সটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে পরে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে শফিকুলকে সেখানে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, পরে স্থানীয়রা উদ্ধার করে শফিকুলকে চমেক হাসপাতালে পাঠায়। উদ্ধারের সময় কারা হত্যাচেষ্টা চালিয়েছে তা জানায় শিশুটি। এ সময় স্থানীয়দের কয়েকজন ভিডিও ধারণ করে। সেই ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসআই নুরুল আবছার আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারের সময় শিশুটি সুমন-রেজাউলের নাম বলেছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তিনজনই শিশু-কিশোর। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১০ মে, ২০২৪

ভাতিজার দায়ের কোপে চাচা খুন
পটুয়াখালীর দুমকিতে মানুষিক ভারসাম্যহীন ভাতিজার ধারাল দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) খুন হয়েছেন।  শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদিফেরত ছেলে শহিদ শিকদার (২৮) ঘটনার দিন আকস্মিক উত্তেজিত হয়ে ৩/৪ প্রতিবেশীর ঘরের দরজা, জানালা ভেঙে দিগ্বিদিক ছোটাছুটি করছিলেন। এ সময় তার চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারাল দা কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশী লোকজন অভিযুক্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।  অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদিফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ না থাকলেও মানুষিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। 
১৩ এপ্রিল, ২০২৪

মহেশপুরে ভাতিজার হাতে চাচা খুন
ঝিনাইদহের মহেশপুরে বুদ্ধি প্রতিবন্ধী ভাতিজার হামলায় চাচা শাহ আলমের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ-জীবননগর মহা সড়কের সাড়াতলা সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাতিজা রাজু আহম্মদকে (২৪) আটক করেছে পুলিশ। নিহত শাহ আলম সাড়াতলা গ্রামের আব্দুর বারিকের ছেলে ও ভাতিজা রাজু নিহতের ভাই লালন বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগের দিন চাচা শাহ আলম লোহার শিকল এনে দিলে বুদ্ধি প্রতিবন্ধী রাজুকে বেঁধে রাখেন তার বাবা। এই ক্ষোভে ভাতিজা রাজু শুক্রবার কাঠ দিয়ে চাচার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় ভাতিজাকে আটক করা হয়েছে।
২৩ মার্চ, ২০২৪

ঝিনাইদহে ভাতিজার হাতে চাচা খুন
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার ইটের আঘাতে চাচা শাহ আলমের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাড়াতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত ভাতিজা রাজুকে আটক করেছে। নিহত শাহ আলম পেশায় একজন ভ্যানচালক এবং মহেশপুরে ফতেপুর বেড়ের মাঠ গ্রামের আব্দুল বারিকের পুত্র। ঘাতক রাজু একই গ্রামের নিহতের বড় ভাই লালনের পুত্র।  মহেশপুর থানার ওসি ঈসমাইল হোসেন জানান, নিহত শাহ আলম সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর থেকে ভ্যান চালিয়ে ফতেপুরের দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ঘাতক ভাতিজা রাজু তাকে থামতে বলে এবং চাচার কাছে খরচের টাকা চায়। চাচা টাকা দিতে অপরাগ জানালে রাজু চড়াও হয় এবং রাস্তার পাশে থাকা ইট দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করে। এতে শাহআলম মাটিতে লুটিয়ে পড়ে। পরে ভাতিজা রাজু বাঁশ দিয়ে নিহত শাহ আলমের সারা শরীরে আঘাত করে পালিয়ে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ পরে উপজেলার পুরন্দপুর থেকে ঘাক ভাতিজা রাজুকে আটক করে।    পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাজু মানসিক প্রতিবন্ধী ছিল। চাচা শাহ আলম তাকে নিয়মিত হাত খরচের টাকা দিতেন। টাকা চেয়ে না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে চাচাকে হত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২২ মার্চ, ২০২৪

মায়ের সঙ্গে বিয়ে, ভাতিজার হাতে চাচা খুন
মায়ের সঙ্গে পরকীয়া করে বিয়ে করায় চাচাকে খুন করেছে ভাতিজারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়িয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম লাল্টু (৩৫)। নিহত লাল্টু কাকুড়িয়াডাঙ্গা গ্রামের গ্যানো মণ্ডলের ছেলে ও ইতালি প্রবাসী লকাই মণ্ডলের চাচাত ভাই।  জানা যায়, কাকুড়িয়াডাঙ্গা গ্রামের কওছার মোল্যার ছেলে লকাই মোল্যা দীর্ঘদিন ইতালিতে আছেন। এ সুযোগে লকাইয়ের স্ত্রীর সঙ্গে তার আপন চাচাত ভাই লাল্টু মোল্যা পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ সম্পর্কের জেরে এক বছর আগে লাল্টু লকাইয়ের স্ত্রীকে গোপনে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন আত্মগোপনে থেকে লাল্টু ও লকাইয়ের স্ত্রী কিছুদিন আগে বাড়িতে ফিরে এসে স্বামী- স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। এ অবস্থায় লকাই দুই মাস আগে ইতালি থেকে বাড়ি এসে তার স্ত্রীকে ফিরে না পেয়ে সে দুই ছেলেকে বাড়ি রেখে আবার ইতালি চলে যান।   মাকে ফিরে না পেয়ে লাল্টুর ওপর ক্ষোভ জমে দুই সন্তানের। এ পরিস্থিতিতে লাল্টু বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাকুড়িয়াডাঙ্গা মাঠে এক মাছের ঘেরের কাছে পৌঁছালে লকাইয়ের দুই ছেলে মিরাজ (২২) ও মিমতাই (২৪) লাল্টুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাস জানান, পারিবারিক কলহে কাকুড়িয়াডাঙ্গা গ্রামে চাচাকে দুই ভাতিজা কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি।   শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়িয়াডাঙ্গা গ্রামে লাল্টু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকের জন্য অভিযান চলছে।
০১ ফেব্রুয়ারি, ২০২৪

ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ 
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।  শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যুগিবরাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সামচেল মোল্যা (৬৫) যুগিবরাট গ্রামের মৃত ইনতাজ মোল্যার ছেলে। নিহত ইনতাজ মোল্যার আরেক ছেলে আব্দুল্লাহ বলেন, একই গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে ইলিয়াস, মতিয়ার, শাহিদুল, আমিরুল, মনিরুল। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। প্রতিবেশী গোলাম সরোয়ারের ছেলে রফিকও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তারা ধাওয়া করলে আমার বাবা দৌড়ে ঘরের ভেতর আশ্রয় নেন, হত্যাকারীরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, ঘটনা শুনে ঘটিনাস্থলে যাই, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
২৮ জানুয়ারি, ২০২৪

ভাতিজিকে ধর্ষণচেষ্টায় চাচা গ্রেপ্তার
ভাতিজিকে ধর্ষণের চেষ্টা মামলায় চাচা নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নে। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ ওই ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের চান মিয়া সরদারের ছেলে। ধর্ষণচেষ্টার বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম কালবেলাকে  জানায়, সোমবার দুপুরে ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে মুড়ি ভাজতে যান। এ সুযোগে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে মেয়েটির চাচা নুর মোহাম্মদ। এ সময় মেয়েটি চিৎকার করলে আশপাশের মানুষ আসলে নুর মোহাম্মদ পালিয়ে যাওয়ায় ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করেন এবং ওই সময়ে অভিযান চালিয়ে পাঁচকাঠি গ্রাম এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার রাতেই নুর মোহাম্মদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাৎক্ষণিক অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেন।
২৩ জানুয়ারি, ২০২৪

স্কুলছাত্রের মাথাবিচ্ছিন্ন লাশ, সন্দেহের তালিকায় চাচা
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ছয় দিন পর ১৪ বছর বয়সী স্কুলছাত্র রামিমুল হাসান বিজয়ের মাথাবিচ্ছিন্ন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চাচাসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১ অক্টোবর) বিকেলে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত রামিমুল হাসান বিজয় (১৪) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আটককৃতরা হলেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের নিহতের চাচা জুয়েল বেপারী (৩০), একই গ্রামের এক তরুণ (১৭) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়া গ্রামের শামীম (২৪)। শামিম চন্নাপাড়া গ্রামের বিউটি আক্তারের বাড়ির ভাড়াটিয়া। নিহত রামিমুল হাসান বিজয়ের স্বজনরা জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে বিজয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করে না পেলে শ্রীপুর থানায় বিজয়ের চাচা জুয়েল বেপারী সাধারণ ডায়েরি করেন। পরে বিজয়ের বাবার মুঠোফোনে ফোন করে বিজয় অপহরণ হয়েছে এবং তাকে ছাড়িয়ে নিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ জানায়, বিজয়ের নিখোঁজ জিডি পাওয়ার পরপরই শ্রীপুর থানার একাধিক দল বিজয়কে উদ্ধারে মাঠে নামেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জিহাদকে চন্নাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে শামীমকে নেত্রকোনার নান্দাইল থানার ধলিয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া থেকে বিজয়ের চাচা জুয়েল বেপারীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর এলাকার গহিন গজারি বন থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জিডির সূত্র ধরে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য বের করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানানো হবে।’
০২ অক্টোবর, ২০২৩

ভাতিজার হাত-পায়ের রগ কেটে দিলেন চাচা
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে সৎচাচার নেতৃত্বে ভাতিজা মো. হালিম হাওলাদারের (৪৫) হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। চাচা সুমন হাওলাদারসহ চার থেকে পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এ ঘটনা ঘটান।  বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  মহিপুর থানার ওসি মো. ফেরদাউস আলম খান জানান, জমিজমা নিয়ে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে হামলা হয়। এর আগেও তাদের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালের চিকিৎসক এম সায়েম পুনম বলেন, ‘হালিম হাওলাদারের বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’
২১ সেপ্টেম্বর, ২০২৩
X