ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যুগিবরাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সামচেল মোল্যা (৬৫) যুগিবরাট গ্রামের মৃত ইনতাজ মোল্যার ছেলে।
নিহত ইনতাজ মোল্যার আরেক ছেলে আব্দুল্লাহ বলেন, একই গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে ইলিয়াস, মতিয়ার, শাহিদুল, আমিরুল, মনিরুল। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। প্রতিবেশী গোলাম সরোয়ারের ছেলে রফিকও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তারা ধাওয়া করলে আমার বাবা দৌড়ে ঘরের ভেতর আশ্রয় নেন, হত্যাকারীরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, ঘটনা শুনে ঘটিনাস্থলে যাই, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
মন্তব্য করুন