জায়েদ খান ও নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন (ভিডিও)
বিনোদন অঙ্গনে ভাইরাল কিং জায়েদ খান দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছেন। কখনো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন, আবার উড়াল দিচ্ছেন বিদেশে। মঞ্চে ‘বিড়ি’ গানের তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের। আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও দিচ্ছেন। এবার নতুন করে আলোচনায় জায়েদ খান। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে তার অস্ট্রেলিয়ায় এক ছাতার নিচের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।  বিজ্ঞাপন, প্রোমোশন থেকে শুরু করে স্টেজ শো, শোরুম উদ্বোধন আর নতুন নতুন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন ‘অন্তর জ্বালা’ সিনেমার এই নায়ক। এবারের ঈদে জায়েদের অভিনীত সিনেমা ‘সোনার চর’ মুক্তি পায়। সিনেমাটি নিয়ে বেশ মাতামাতি করেন তিনি। এতে নায়কের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে।  এবার অস্ট্রেলিয়ায় নুসরাত ফারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জায়েদ খানকে। সেখানে একই মঞ্চে শো করেছেন দুজন। নাচের পাশাপাশি ডিগবাজিও দিয়েছেন তিনি। কাজের বাইরে দুজনই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করছেন দুজনই। নায়িকার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, এক ছাতার নিচে ম্যাচিং করা পোশাক পরে দাঁড়িয়ে আছেন জায়েদ-ফারিয়া। দেখে মনে হচ্ছে, জায়েদ কোনো মজার কথা বলছেন আর নুসরাত মাথা নিচু করে হাসছেন। সিডনি অপেরা হাউসের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই। ক্যাপশনে লিখেছেন, তারা সিডনিতে আছেন এবং ৫ মে দেখা হওয়ার কথাও জানিয়েছেন।  জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা, অন্যদিকে হাসি-ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘নতুন জুটি হলে ভালোই লাগবে।’ কেউবা লিখেছেন, ‘শেষমেশ জায়েদ খানের সাথে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং জায়েদের সঙ্গে যেন কোনো মুভি না হয়।’ ‘জায়েদ-ফারিয়া কাপল হয়ে গেল কী না, সে প্রশ্নও ভেসে বেড়াচ্ছে কমেন্টে। আবার তাদের দুজনকে বাস্তবজীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন অনেকেই। তবে অস্ট্রেলিয়ায় শো শেষ করে ১০ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের।  
০৬ মে, ২০২৪

সাকিবকে এক হাত নিলেন জায়েদ খান (ভিডিও)
বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ভক্তদের সঙ্গে তার আচরণ নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার তোপে পড়েন তিনি। তাই বলে জায়েদ খানের সঙ্গেও রাগ দেখাবেন! কিন্তু তেমনটাই ঘটেছে সম্প্রতি।  সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সাকিব।  পাশে থেকে ক্যামেরার ফ্রেমে ঢোকার জন্য ইতিউতি করছিলেন জায়েদ।  কিন্তু মুহূর্তকাল পরই ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলেন সাকিব।  এতে বেশ অবাক হন জায়েদ।  এই ঘটনার একটি ছোট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ তার পোস্টে লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? এ বিষয়ে শিগগিরই সব জানাবেন এই নায়ক।  এমন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, সাকিবের ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই।  সেক্ষেত্রে ফোনটি হবে সোনার।  কারণ দেশে স্বর্ণের রোলেক্স আইফোন আসার সঙ্গে সঙ্গেই বহুমূল্যে সেটি কিনে নিয়েছিলেন শৌখিন এই নায়ক।  সাকিবের মেজাজের কারণে জায়েদের সোনার ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সামালেচনা। হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর নেপথ্যের কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই।  কেউ কেউ ভাবছেন, জায়েদ-সাকিবের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি থেকে এমনটা ঘটে থাকতে পারে।  তবে অনেকের ধারণা সাকিবের এভাবে ফোন ছুড়ে ফেলার বিষয়টি হয়তো কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ।  কেননা সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশকিছু বিজ্ঞাপন থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী সাকিব-জায়েদের ঘটনাটি বিজ্ঞাপন অংশ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন নেটিজেনরা।
০২ মে, ২০২৪

টাইমস স্কয়ারের বিলবোর্ডে জায়েদ খান
বাংলা নতুন বছরের শুরুতেই গানের প্রচারণায় চমক। ঈদে প্রকাশিত ফোক সম্রাজ্ঞী মমতাজের ‘তেজপাতা’ ও পারভেজের গানে জায়েদ খানের পারফর্মেন্সে ‘বিড়ি’ গানটি ইতোমধ্যেই দেশে ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে। পাচ্ছে প্রশংসাও।  নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহস্রকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের মাঝেই হাজারো বাঙালির উপস্থিতিতে গান দুটির প্রোমো প্রচারিত হয় টাইমস স্কয়ারের বিলবোর্ডে। এসময় উপস্থিত দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালিতে অভিনন্দন জানানো হয়। এসময় প্রচারণার মুহূর্তে মঞ্চে ছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। পরে তিনি মঞ্চেও গানটি পরিবেশন করেন। গানের তালে আনন্দে মুখর প্রবাসী বাঙালিরা বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন। টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলা গানের এমন সম্মানজনক প্রচারণায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জায়েদ খান। আনন্দের খবরটি জায়েদ ভক্তদের জানান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে।  ঈদে প্রকাশিত ফোক সম্রাজ্ঞী মমতাজের ‘তেজপাতা’ ও পারভেজের গানে জায়েদ খানের পারফর্মেন্সে ‘বিড়ি’ গানটি ইতোমধ্যেই দেশে ও দেশের বাইরে সাড়া ফেলেছে। গান দুটির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন কৌশিক হোসেন তাপস।  
১৪ এপ্রিল, ২০২৪

আমি আক্রোশের শিকার: জায়েদ খান
সদস্যপদ বাতিলের বিষয়ে আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি। চিঠি পেলে তখন বলতে পারব কেন ওরা এমনটা করেছে। রোববার (৩ মার্চ) সকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কালবেলাকে এ কথা বলেন জায়েদ খান। জায়েদ খান আরও বলেন, ‘আমি একজন ব্যক্তির আক্রোশের শিকার হয়েছি। শিল্পী সমিতিতে সে নিজের মতো করে সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই কাজটিও তারা করেনি। এমনকি কিছু জানানোও হয়নি। তারা একের পর এক অন্যায় পদক্ষেপ নিচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।’ শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের এর সদস্যপদ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করা হয়। এদিকে গতকাল অনুষ্ঠিত শিল্পী সমিতির আয়োজিত বনভোজনে কাঞ্চন-নিপুণের ডাকে সাড়া দেননি একঝাঁক তারকা শিল্পী। 
০৩ মার্চ, ২০২৪

তরুণদের পরামর্শ দিলেন জায়েদ খান
কীভাবে এগোলে লক্ষ্যে পৌঁছানো যাবে—এ বিষয়ে তরুণতের পরামর্শ দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। নেশা করা, ঘুমিয়ে সময় কাটানো ও ফেসবুকে সময় ব্যয় করাকে নিরুৎসাহী করেছেন এই অভিনেতা। নারীর পেছনে ছুটতেও বারণ করেছেন জায়েদ। সংবাদমাধ্যমের একটি ভিজ্যুয়াল অনুষ্ঠানে চিত্রনায়ক বলেন, তরুণ প্রজন্মকে আমি বলব— আগে নিজেকে গড়তে হবে। নেশা করে, ঘুমিয়ে বা ফেসবুকের সময় দিয়ে জীবনের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না। তিনি আরও বলেন, বাবা-মাকে ভালোবাসতে হবে। পারিবারিক হতে হবে। প্রচুর কষ্ট করতে হবে। ইয়াং বয়সে তুমি যত কষ্ট করবে, সামনের বয়সটা তুমি তত আরামে কাটাতে পারবে। টাকা ও নারীর পেছনে ছোটার বিষয়ে জায়েদ খান তরুণদের বলেন, তরুণ প্রজন্ম টাকার পেছনে ছুটবে পরে, আগে কাজের পেছনে ছুটতে হবে; তাহলে টাকা তোমার পেছনে ছুটবে। অনেক মেয়ে মানুষের পেছনে দৌড়ে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না। তুমি নিজে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। নারীই তোমাকে খুঁজে নেবে তোমার পজিশন অনুযায়ী। কারণ দিনশেষে নারী যোগ্য ও সম্মানিত লোককে খুঁজে নেয়, যে তাদের সম্মান করতে পারে। জায়েদ বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জন করতে হবে। সৎ থাকতে হবে। আমি এত কথা বলতে পারি কারণ আমি সৎ ও ট্রান্সপারেন্ট । সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয় যখন হবে, তোমার মধ্যে যখন কাজের গতি তৈরি হবে, তখন তোমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। ট্রেনের মতো শুধু ছুটবে। এ সময় নিজের জীবনের সংগ্রমের কথাও ব্যক্ত করেছেন জায়েদ খান। বলেছেন, আমি ভোর পাঁচটায় উঠে বসে থাকতাম একটা শর্টের জন্য। অনেক কষ্ট করেছি লাইফে। শর্টকাট বলে কোনো শব্দ নেই। ২০০৬ সালে আমার ক্যারিয়ার শুরু। তার আগে অনেক স্ট্রাগল। না খেয়ে থাকা, হাঁটা, গেটে দাঁড়িয়ে থাকা; নায়িকাকে গাড়িতে নিয়ে প্রডিউসার চলে যেত, আমি গাড়িতে ধাক্কা খেতে খেতে চলে আসতাম।  তিনি আরও বলেন, আমার কিন্তু একদিনে এই পপুলারিটি আসেনি, লোকে স্ট্রল করুক, হাসুক। জায়েদ খানকে নিয়ে মানুষ চিন্তা করে, জায়েদ খানকে নিয়ে মানুষ ভাবে এমবি খরচ করে। জায়েদ খান দামি জিনিস পরে—এটাও সত্য। 
১৯ জানুয়ারি, ২০২৪

ইমামদের সঙ্গে নিয়ে জায়েদ খান কী বললেন
ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সম্প্রতি ইমামদের নিয়ে বলা কথার একটি ভিডিও প্রকাশ হলে সমালোচনার মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে জায়েদ খানকে ক্ষমা চাইতে হয়েছে। জায়েদ খানের দাবি ভাইরাল ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে। তিনি বলেন, বুধবার (১৭ জানুয়ারি) রাতে এ বিষয়ে সারাদেশের ইমাম মোয়াজ্জিনদের চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে কথা হয়েছে আমার। তারা আমার সঙ্গে কথা বলে বুঝেছেন যে আমি আসলে কী বলেছি। তারা এ সময় আমাকে একটি ক্যালেন্ডারও উপহার দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন। পোস্টে দেখা যায়, শানে সাহাবা খতিব কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, ‘তিনি সব ইমামকে নিয়ে এসব মন্তব্য করেননি। উনারা যে ভুল বুঝেছেন সে জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি একজন মুসলমান। আমার বাবা হাজি ছিলেন। আপনারা জানেন আমি মদ, বিড়ি খাই না। আমি নামাজ পড়ি। আমি কোরআন শরিফ পড়ি। আমি ইসলামকে ভালোবাসি।’ জায়েদ খান বলেন, কেউ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমাকে বিতর্কিত করার জন্য একটি ভিডিওর অংশবিশেষ কেটে ছড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণিতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। ভাইরাল ভিডিওতে জায়েদ খান কয়েকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের ভালো-খারাপের ব্যাখ্য দিচ্ছিলেন। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যেসব গুজব ছড়ায় ওসবে আমি পাত্তা দেই না কারণ আমি একজন পাবলিক ফিগার, আমাকে নিয়ে কথা হতেই পারে। নায়ক বলেই তো গুজব ছড়ায়। সবারই ভালোমন্দ আছে। ইমামরা তো ভালো সবাই তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু ইমাম দেখবেন শিশু বলাৎকারের মতো কাজও করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ সব সমাজেই আছে।’
১৮ জানুয়ারি, ২০২৪

ইমামদের নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন জায়েদ খান
ইমামদের নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ঢাকাই ছবির নায়ক জায়েদ খান। ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু ইমামদের বিরুদ্ধে কথা বলছেন জায়েদ। এতে অন্তর্জালে তোপের মুখে পড়তে হয় তাকে। এ ঘটনায় জায়েদকে বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। এ বিষয়ে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের জায়েদ জানান, একটি ভিডিওর অংশবিশেষ কেটে ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। চিত্রনায়ক বলেন, ‘আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণিতে যে কিছু কিছু খারাপ মানুষ আছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে পত্রিকায় অভিযোগ আসে, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি।’ জায়েদ আরও বলেন, একজন প্রশ্ন করেছিল—জায়েদ ভাই, আপনার এতগুলো প্রেম, এত গুজব এসব কেমন লাগে? আমি উত্তর দিয়েছি—নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে তো মসজিদের ইমামদের মতো টুপি দিয়ে পাঁচওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র হয়ে জীবনযাপন করতে হবে। বাসায় থাকতে হবে। তিনি বলেন, ‘এর মানে আমি ইমামদের ভালো হিসেবে বিবেচনা করেছি। ইমামরা ভালো হন, তারা নামাজ পড়ান। তাদের পেছনে জ্ঞানী-গুণী মানুষ নামাজ পড়েন। তাদের পেছনেই তো আমরা সিজদা দিই, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু মসজিদে কিছু ইমাম দেখবন, যারা শিশু বলাৎকারের মতো কাজ করেন; এটা গর্হিত কাজ। কিছু মানুষ এমন সব সমাজেই রয়েছে; তাদের উদ্দেশে বলেছিলাম। সেখানে সব ইমাম নয়, আলেমের কথা তো ওঠেইনি। আমি ইসলামের পক্ষে, যারা ইসলামবিরোধী কাজ করে তাদের বিপক্ষে আমি। দ্যাটস ইট।’ বিতর্ক ছড়িয়ে পড়ায় ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিত্রনায়ক জায়েদ বলেন, তারা যে ভুল বুঝেছে সে জন্য ক্ষমাপ্রার্থী আমি। দুঃখ প্রকাশ করছি। একটি পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজটি করেছে। আমি মুসলমান।  আমার বাবা হাজি ছিলেন। আপনারা জানেন আমি মদ পান করি না। বিড়ি খাই না। আমি নামাজ পড়ি কোরআন শরিফ পড়ি।  আমি ইসলামকে প্রচণ্ড ভালোবাসি।
১৫ জানুয়ারি, ২০২৪

প্রায় দুবছর চুল কাটেননি জায়েদ খান
প্রায় দুবছর চুল কাটেননি ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। ছবির একটি চরিত্র ফুটিয়ে তুলতে চুল লম্বা করতে হয়েছিল তাকে। ‘সোনার চর’ সিনেমার মানিক চরিত্রে অভিনয় করার জন্য বড় চুলের প্রয়োজন ছিল এই নায়কের।  সম্প্রতি জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার। সোনার চর ছবিটির বিষয়ে জায়েদ খান বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া চলচ্চিত্র ‘সোনার চর’। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক’। চিত্রনায়ক আরও বলেন, শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। সোনার চর নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোনার চর সিনেমাটির পরিচালক জাহিদ হাসান জানিয়েছেন ‘সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করছি খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’ সোনার চর ছবিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
১০ জানুয়ারি, ২০২৪

জায়েদ খান বেশ মজার তাকে ভালো লাগে
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার অভিনেত্রী শর্বরী দাস। জায়েদকে বেশ ভালো লাগে তার। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসেছিলেন শর্বরী। এ সময় চিত্রনায়ক শাকিব খান ছাড়াও ফেরদৌস আহমেদ ও জায়েদ খানের প্রশংসা করেন তিনি। বলেন, শাকিব খান ছাড়াও বাংলাদেশের জায়েদ খানকে চিনি। এ ছাড়া ফেরদৌসকেও আমি চিনি। জায়েদ খানকে বেশ মজার লাগে। তিনি সারাক্ষণ হাসিখুশি থাকেন। ভালো লাগে বেশ। ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু হয় শর্বরীর। কিন্তু খুব ধীরে ধীরে এগিয়েছেন এই অভিনেত্রী। মূলত সে সময় বয়স কম থাকায় এবং পড়াশোনা শেষ না হওয়ায় শোবিজে নিয়মিত সময় দিতে পারেননি। তবে মাস্টার্সের পর থেকে কাজে সময় দিচ্ছেন শর্বরী। বাংলাদেশি ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছা রয়েছে অভিনেত্রী শর্বরীর। এ বিষয়ে তিনি বলেন, আমি কাজের জন্য একদম প্রিপেয়ার্ড। বাংলাদেশে কাজ করতে চাই, এখানকার গল্প তো সত্যিই ভালো। তাই আমার তো বেছে কাজ করার কোনো দরকারই হবে না। কাজ পেলেই আমি করব। ইন্ডিয়ায় কাজের মূল্যায়ন হচ্ছে না বলেই কি সেখানকার অভিনেত্রীরা বাংলাদেশমুখী হচ্ছেন? জবাবে শর্বরী বলেন, না না, এরকম কোনো ব্যাপার নেই। বাংলাদেশ থেকেও তো অনেকে ইন্ডিয়ায় কাজ করছেন। এখন তো যৌথ প্রযোজনা করেও কাজ হচ্ছে। বাংলাদেশের বেশ কিছু নায়িকাকে ফলো করেন কলকাতার শর্বরী। তিনি বলেন, অনেক নায়িকাকে ভালো লাগে। অপু বিশ্বাসকে ভালো লাগে, পরীমণিকে ভালো লাগে, নুসরাত ফারিয়াকে ভালো লাগে; তিনি আমাদের ইন্ডিয়ায় কাজ করেন। জয়া আহসানকেও ভালো লাগে। আমি দেখি বাংলাদেশের সবাইকে। ফলো করি।
০৮ জানুয়ারি, ২০২৪

দুবাই গিয়ে ডিগবাজি দিলেন জায়েদ খান
দুবাইয়ে এক অনুষ্ঠান মঞ্চে ডিগবাজি দিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। রবিবার (২৪ ডিসেম্বর) সেখানকার ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এক অনুষ্ঠানে ডিগবাজি দেন জায়েদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। ইভেন্টের উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান। ওই আয়োজনে ঢাকা থেকে গেছেন জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ। অনুষ্ঠানের মাঝে দর্শকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। কী কারণে এই হট্টগোল হলো তা জানা যায়নি। তবে হট্টগোলের সময় জায়েদ খান ডিগবাজি দেন। নায়কের ডিগবাজি দেখে আনন্দে মেতে ওঠেন আগতরা। দর্শকদের অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুহাতে ভর দিয়ে ডিগবাজি দেন জায়েদ খান। জায়েদ খান যখন দুবাই, তখন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোনা গেল আরেক খবর। চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে সিনেমা করবেন তিনি। বিষয়টি অবাক করেছে বিনোদনপ্রেমীদের। কেননা জায়েদ ও নিপুণের প্রতিদ্বন্দ্বিতার কথা প্রায় সবারই জানা। তাদের সম্পর্ক অনেকটাই দা-কুমড়ার মতো। মাঝমধ্যেই একে অন্যের সমালোচনা করে উত্তপ্ত করে তোলেন দেশের বিনোদনপাড়া। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করেই জায়েদ-নিপুণের দ্বন্দ্ব। তাই এ দুজন যে কোনো সিনেমায় পর্দা ভাগ করে কাজ করবেন, তা বিনোদনপ্রেমীদের কাছে বেশ অবিশ্বাস্য। কিন্তু সেটিই ঘটতে যাচ্ছে এবার। বড় বাজেটের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ অভিনয় করবেন তারা। সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করবেন তিনিই। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব বিশ্বাস। জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’-এ শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নিপুণ আক্তার। জায়েদ খানের চরিত্রটি নিয়ে রয়েছে চমক। এ সিনেমার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল কালবেলা। কিন্তু তিনি রহস্য রেখেই দিয়েছেন উত্তর। বলেছেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’। অন্যদিকে মুঠোফোনে পাওয়া যায়নি নিপুণকে।  অপারেশন জ্যাকপট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ-নিপুণ। জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে চলচ্চিত্রটি। সিনেমার প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন এতে। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং। ২০২৪ সালের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।
২৬ ডিসেম্বর, ২০২৩
X