টস জয়ের ফায়দা তুলল শ্রীলঙ্কা
চট্টগ্রামের উইকেট রানপ্রসবার জন্য বিখ্যাত। এ মাঠে আগে ব্যাটিংয়ের চেয়ে আরামদায়ক আর কী হতে পারে! তাই তো সকালে সিদ্ধান্তটা নিতে একটুও ভাবতে হয়নি শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার। টস জেতার সঙ্গে সঙ্গে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম দিনের স্কোর বোর্ড নিশ্চিতভাবেই স্বস্তি দেবে লঙ্কানদের—৪ উইকেটে ৩১৪ রান। ৩৪ রানে অপরাজিত দিনেশ চান্দিমালের সঙ্গে আজ দ্বিতীয় দিনের শুরু করবেন ১৫ রানে অপরাজিত ধনাঞ্জয়া। সিলেট টেস্টে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। বিপরীতে কী হয়েছিল, সেটা হারের ব্যবধানই বলে দেয়। ৩২৮ রানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রামে নাজমুলের মতো ভুল করেননি ধনাঞ্জয়া। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন তিনি। দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তোলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুস্কা। অবশ্য এর জন্য দায় নিতে হবে বাংলাদেশের ফিল্ডিংকে। ষষ্ঠ ওভারে মাদুস্কার তোলা সহজ ক্যাচ স্লিপে থেকেও ধরতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত হাসান মাহমুদের বলে ব্যক্তিগত ৯ রানে জীবন পান তিনি। এরপর ৫৭ রান করে হাসানের দারুণ থ্রোতে রানআউট হন মাদুস্কা। হাসানের অভিষেক হতে বিশ্রাম পেয়েছেন শরিফুল ইসলাম। জাতীয় দলের জার্সিতে টানা ১৫ ম্যাচ ও বিপিএল মিলিয়ে ২৭ ম্যাচ পর অবশেষে বিশ্রামের সুযোগ মিলেছে বাঁহাতি এই পেসারের। এখানেই শেষ নয়! প্রথম সেশনে আরও একবার ক্যাচ ফেলেছে বাংলাদেশ। এবার সাকিব আল হাসানের হাত ফসকে ছক্কা পেয়ে যান আরেক ওপেনার করুনারত্নে। দ্বিতীয় সেশনে গিয়ে ৮৬ রান করা এই ব্যাটার বোল্ড করে ফেরান হাসান। নিজের প্রথম টেস্ট উইকেটের দেখা পান ডানহাতি এই পেসার। দ্বিতীয় সেশনে বাংলাদেশের অর্জন মাদুস্কা ও করুনারত্নের উইকেট। শেষ সেশনের প্রথম ঘণ্টা যেতে ব্রেক থ্রু আনেন সাকিব। ৯৩ রান করা কুশল মেন্ডিসকে মিরাজের দারুণ ক্যাচে ফেরান তিনি। প্রায় এক বছর পর লাল বলে কোনো উইকেটের দেখা পান সাকিব। এ সেশনে বাংলাদেশের আরেকটি প্রাপ্তি অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেট। হাসানের বলেই মিরাজের ক্যাচে ফেরেন তিনি। তবে পুরো দিনজুড়েই সাবলীলভাবে রানের গতি এগিয়ে নিয়েছেন লঙ্কানরা।
৩১ মার্চ, ২০২৪

ঐতিহাসিক সিরিজে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথমবারের মতো সর্বোচ্চ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর শুরুটা ভালো হয়েছে টাইগ্রেসদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া।   আজ বৃহস্পতিবার (২১ মার্চ) শুরু হওয়া সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। তাই দুদলের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। শক্তি এবং সাফল্যের বিচারের যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ দল। জ্যোতিদের সর্বোচ্চ সাফল্য একবার এশিয়া কাপ জয়। অন্যদিকে ওয়ানডেতে সর্বোচ্চ বিশ্বকাপ জেতা দল অস্ট্রেলিয়া। দুই দলের একাদশ বাংলাদেশ : মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, ফারগানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন। অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যালানা কিং, কিম গার্থ, মেগান শুট।
২১ মার্চ, ২০২৪

এবার টস জিতে ফিল্ডিংয়ে লঙ্কানরা
চট্টগ্রামের সাগরিকায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরে বোলিং করে মাঠের শিশির আর বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে পরাজয় বরণ করে নিতে হয় সফরকারী লঙ্কানদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করতে চায় না লঙ্কান দলপতি কুশাল মেন্ডিস। তাই এবার টস জিতে ফিল্ডিং বেছে নিতে দেরি করেননি তিনি। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান দলপতি কুশাল মেন্ডিস। এর আগে বুধবার (১৩ মার্চ) প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শতক ও মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানে বড় এক জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। আজকের ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে সফরকারী লঙ্কানদের চাওয়া থাকবে জয়ের মাধ্যমে সিরিজে সমতা নিয়ে আসা। বাংলাদেশের সেরা একাদশে দুই স্পিনারের সঙ্গে খেলছে তিন পেসার, খেলবে অপরিবর্তিত একাদশ। শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন, মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কা একাদশ- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।  
১৫ মার্চ, ২০২৪

সাগরিকায় টস হেরে বোলিংয়ে টাইগাররা
বর্তমান সময়ে টাইগারদের দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা মানেই যেন বিশেষ কিছু। প্রতি ম্যাচেই একের পর এক নাটকীয়তার জন্ম দেওয়ায় এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা চলে গেছে এক বিশেষ জায়গায়। দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ছিল সেই জমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস এবার পালা ওয়ানডে ফরম্যাটের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টাইমড আউট বিতর্কের পর আবার মুখোমুখি দুই দল। সেই বিতর্কিত মুহূর্তের পর প্রথম দেখায় অবশ্য টস হারল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বছরের প্রথম ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। ম্যাচটিতে পাঁচ বোলার নিয়ে নামছে বাংলাদেশ। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সাথে রয়েছেন তিন পেসার শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব। বাংলাদেশের মতো পাঁচ জন বোলার নিয়ে খেলবেন লঙ্কানরাও। গতকালের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের একাদশে। বাংলাদেশের একাদশ লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।   শ্রীলঙ্কার একাদশ পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।
১৩ মার্চ, ২০২৪

সিলেটে টস জিতে বোলিংয়ে টাইগাররা
বিপিএলে শেষে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আবার শুরু হচ্ছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। যে সিরিজ শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথমটিতে সিলেটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছ বাংলাদেশ। সন্ধ্য ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের ভারপ্রাপ্ত অধিনায়ক চারিত আসালাঙ্কার দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। ঘরের মাটিতে হওয়া শেষ তিন টি-টোয়েন্টি সিরিজেই অপরাজেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের কাছ থেকে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর কাছে চ্যালেঞ্জ এই ফর্ম ধরে রাখা। সে হিসেবে জয় দিয়েই নতুন এক যুগের সূচনা করতে চাইবেন তিনি। বাংলাদেশের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো জাকের আলী। প্রথমে স্কোয়াডে না থাকলেও স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে ডাক পান তিনি। জাতীয় দলের হয়ে এর আগে এশিয়ান গেমস ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তার। সিলেটের উইকেটের স্পোর্টিং উইকেট হিসেবে খ্যাতি থাকলেও বিপিএলে এই মাঠে আশানুরূপ রান ওঠেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আসা করা যায় ভালো একটি ম্যাচ উপহার পাবে দর্শকরা।  বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী। শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাথিরানা।
০৪ মার্চ, ২০২৪

এলিমিনেটরে টস জিতে বোলিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের এলিমেনেটর রাউন্ডে সোমবার (২৬ ফেব্রুয়ারি) শুভাগত হোমের চট্টগ্রামের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্লে-অফের জমজমাট লড়াই। টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে তার আগে দুপুর দেড়টা থেকে শুরু হচ্ছে এলিমেনেটর রাউন্ডের ম্যাচ। বিপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে ভাগ্য সহায় হয়নি চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমের। তামিম ইকবালের আমন্ত্রণে তাই আজ আগে ব্যাটিং করবেন বন্দরনগরীর দলটির খেলোয়াড়রা। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। প্লে অফের জন্য দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার আছেন বরিশালের একাদশে। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে আহমেদ শেহজাদকে। এ ছাড়াও আকিব জাভেদের জায়গায় এসেছেন ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার। প্রথম রাউন্ডের ১২ ম্যাচ শেষে সমান ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে জায়গা করে নিয়েছিল বরিশাল ও চট্টগ্রাম। এবার নক আউট ম্যাচে মুখোমুখি হবে তারা। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দলকে ফাইনালে উঠতে অপেক্ষায় থাকতে হবে আরও এক ম্যাচের জন্য। ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ- মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর থেকে এরই মধ্যে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। শান্ত-মিথুনদের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। তেমনি আনুষ্ঠানিক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট। এবারের আসর থেকে আর হারানোর কিছু নেই সিলেট স্ট্রাইকার্সের। এখন দলটির লক্ষ্য শেষটা যতটা সম্ভব পারা যায় রাঙাতে। তাদের শেষ দুই ম্যাচের একটি অনুষ্ঠিত হচ্ছে আজ বেলা দেড়টায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কঠিন এই ম্যাচ জিতে চাপহীন সিলেটের সামনে সুযোগ লিটনদের জয়রথ থামিয়ে দেওয়া। সেই লক্ষ্যে সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।  দুই ম্যাচ বাকি থাকতেই আসর থেকে ছিটকে যাওয়া সিলেট অবশ্য এই ম্যাচে ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার কেনার লুইসকে নামিয়েছে। অন্যদিকে কুমিল্লার একাদশে আজ তারকার ছড়াছড়ি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও জনসন চার্লসদের সঙ্গে একাদশে যুক্ত হয়েছেন ক্যারিবীয় দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।   সিলেট স্ট্রাইকার্স একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসি আলি, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন দাস (অধিনায়ক), সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, মইন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, মুশফিক হাসান, রিশাদ হোসাইন, আলিস আল ইসলাম।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে রংপুর
চট্টগ্রাম পর্বে দারুণভাবে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা স্বাগতিকদের প্রতিপক্ষ শীর্ষে থাকা রংপুর রাইডার্স। প্লে-অফ পর্বের টিকিট পেতে জয়ের বিকল্প নেই চট্টগ্রামের। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সন্ধ্যা ৭টায় শুরু হবে দুদলের হাইভোল্টেজ ম্যাচটি। রংপুর রাইডার্স একাদশ : রনি তালুকদার, রিজা হেনড্রিকস, ব্রান্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, জিমি নিশাম, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, ডোয়াইন প্রিটোরিয়াস ও হাসান মুরাদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, জিয়াউর রহমান, টম ব্রুস, রোমারিও শেফার্ড, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও সালাউদ্দিন শাকিল।  
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

অধিনায়ক মার্শ, টস করলেন ওয়ার্নার!
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও একাদশে ছিলেন তিনি। কিন্তু টস ও ম্যাচের পর প্রেজেন্টেশনে আসা হয়নি তার। অদ্ভুত নিয়মে পড়েই এমনটা করতে বাধ্য হয়েছেন মার্শ। মার্শের বদলে টস করেন ডেভিড ওয়ার্নার আর প্রেজেন্টেশনে আসেন সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড। জানা গেছে, সিরিজ শুরুর আগে কভিড পজিটিভ হন মার্শ। নেগেটিভ রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে দেশটির নতুন নিয়ম অনুযায়ী, কভিড পজিটিভ হলেও খেলতে বাধা নেই; মানতে হবে কিছু বাধ্যবাধকতা। এর মধ্যে একটি হচ্ছে, মাঠে সতীর্থদের থেকে দূরে থাকতে হবে। জাতীয় সংগীত কিংবা কোনো উদযাপনের সময় জড়ো হতে পারবেন না। নিয়মের ফাঁদেই ম্যাচে সতীর্থদের থেকে দূরে থেকে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন মার্শ। শুধু মার্শই নন, এমন নিয়মে পড়েছিলেন জশ ইংলিস ও ক্যামেরুন গ্রিন। টেস্ট সিরিজের সময় কভিড আক্রান্ত ছিলেন তারা। তবে ম্যাচ খেলতে বাধা ছিল না। শুধু নিয়ম মেনেই মাঠে থাকতে হয়েছিল।
১০ ফেব্রুয়ারি, ২০২৪
X