চট্টগ্রামের সাগরিকায় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরে বোলিং করে মাঠের শিশির আর বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে পরাজয় বরণ করে নিতে হয় সফরকারী লঙ্কানদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করতে চায় না লঙ্কান দলপতি কুশাল মেন্ডিস। তাই এবার টস জিতে ফিল্ডিং বেছে নিতে দেরি করেননি তিনি।
শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান দলপতি কুশাল মেন্ডিস।
এর আগে বুধবার (১৩ মার্চ) প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শতক ও মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানে বড় এক জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। আজকের ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে সফরকারী লঙ্কানদের চাওয়া থাকবে জয়ের মাধ্যমে সিরিজে সমতা নিয়ে আসা।
বাংলাদেশের সেরা একাদশে দুই স্পিনারের সঙ্গে খেলছে তিন পেসার, খেলবে অপরিবর্তিত একাদশ। শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন, মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে।
দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ-
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
মন্তব্য করুন