পুলিশ ট্রাক আটকে রাখায় প্রাণ গেল ৫ লাখ টাকার মৌমাছির
রাজবাড়ীতে প্রচণ্ড গরমে এক মৌচাষির ৫ লাখ মৌমাছি মারা গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি মো. খলিফর রহমান (৬৫)।  শুক্রবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে গিয়ে মরা মৌমাছিগুলো পড়ে থাকতে দেখা যায়।  মৌচাষি মো. খলিফর রহমান জানান, তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামে। প্রায় ১২ বছর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) থেকে আধুনিক পদ্ধতিতে মৌচাষের প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ শুরু করেন। প্রতি মৌসুমেই তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে মৌমাছি নিয়ে মধু সংগ্রহের জন্য আসেন। তিনি বলেন, সোমবার (১৩ মে) দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলাম। পথে রাজবাড়ীর মনষার বটতলা এলাকায় আসলে একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের ট্রাকের সামান্য ঘষা লাগে। এ সময় প্রাইভেটকারের চালক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমাদের ট্রাকের কাগজপত্র প্রায় তিন ঘণ্টা ধরে চেক করে। সেখান থেকে ছাড়া পেয়ে শায়েন্তাপুর গ্রামে এসে ট্রাক থেকে মৌমাছির বাক্স নামিয়ে দেখি আমার সব মৌমাছি মারা গেছে। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমি পুলিশকে বলেছিলাম যে, আমার ট্রাকে বাক্সে মৌমাছি আছে। আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। কিন্তু পুলিশ আমার কথা শোনেনি। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, মৌচাষিদের প্রশিক্ষণসহ সব বিষয় দেখার দায়িত্ব বিসিকের। যেহেতু উনি অন্য জেলার চাষি, সেহেতু উনি ওনার জেলার বিসিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারেন।
১৮ মে, ২০২৪

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ২
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। শনিবার (১৮ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকেই মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলেন- কয়রা উপজেলার বামিয়া ইউনিয়নের বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিল। মজুরি হিসাবে তারা ২০-৩০ মণ ধান পায়। সেটা নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তা সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলত এ দুর্ঘটনা ঘটেছে। তালা থানার ওসি মো. মমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।
১৮ মে, ২০২৪

ট্রাক থেকে মুরগি নামালেই চাঁদা দিতে হয় : সাঈদ খোকন
ঢাকা শহরের কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।  সোমবার (১৩ মে) পুরান ঢাকার ওয়ারীর নরেন্দ্রনাথ বাসক লেনে ৮০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই খাদ্যসামগ্রী ঢাকা-৬ আসনে বরাদ্দ দিয়েছে। কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজির কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, কাঁচাবাজার কেন্দ্রিক টোল আদায়ের নামে যে চাঁদাবাজিটা হয়, এই চাঁদাবাজি আমাদের পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। আমাদের একটা ছোট সংসারে বাসা ভাড়া দেওয়ার পর হাতে কতটুকুই টাকা থাকে। এ দিয়ে একটা সীমিত আয়ের সংসার চালাতে হয়।  তিনি বলেন, ঢাকা শহরে মুরগি-সবজি ট্রাক থেকে নামালে টাকা দিতে হয়, উঠালে টাকা দিতে হয়, বিক্রি করলে টাকা দিতে হয়, বাড়িতে নিয়ে গেলেও টাকা দিতে হয়, সবখানে টাকা দিতে হয়। এসব কাজ করে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সুনাম ধুলায় মিশিয়ে দিচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার প্রতিটি কথাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন হিসেবে মেনে কাজ করেন। শেখ হাসিনার নির্দেশ অমান্য করা শোভনীয় নয়। আমাদের কিছু কাজ-কারবার, আমাদের কিছু কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে দেয়। গরিবের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী চাল-ডাল ইত্যাদি দিয়েই যাচ্ছেন, যাতে মানুষের কষ্ট না হয়। আমরা চেষ্টা করছি যাতে মানুষের কষ্ট না হয়। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে দ্রব্যমূল্য সাধ্যের মধ্যে চলে আসবে। আমাদের অর্জন রয়েছে, আমাদের চেষ্টা রয়েছে। কিছু দুষ্টুলোকের কাজের কারণে আমাদের চেষ্টাগুলো ম্লান হয়ে যায়। চেষ্টাগুলো মলিন হয়ে যায়।  এ সময় মঞ্চে উপস্থিত পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে সাঈদ খোকন বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাকে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ করুন। আমরা গরিবের কষ্ট দেখতে চাই না। শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দিন নেই রাত নেই তিনি কাজ করে যাচ্ছেন এই অবস্থা দেখার জন্য নয়। এই অরাজকতা হতে দেওয়া যায় না। খুব দ্রুত এটা বন্ধ করতে হবে, কোনোভাবেই এটা চলতে দেওয়া যাবে না। যেসব কাজে মানুষের কষ্ট হয় সে কাজ শেখ হাসিনা কখনোই মেনে নেবেন না। যারা এই কাজ করছেন তারা যদি আওয়ামী লীগের পরিচয় দেন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কাতারে আসুন। মানুষের সেবা করুন, আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন।
১৩ মে, ২০২৪

আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে শেরপুরের নকলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইগাতীর রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম (৪৫)। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশায় ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। পরে নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যায়। আর আহত হয় আরও চারজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যায়। আহত বাকি তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকলা থানার ওসি মো. আবদুল কাদের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকটির চালক পালিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
০৮ মে, ২০২৪

পাথরের ট্রাকে পাচার হচ্ছিল পাঁচ কোটি টাকার হেরোইন
রাজশাহীতে ট্রাকে করে পাথরের আড়ালে পাচার করা হচ্ছিল পাঁচ কোটি টাকার হেরোইন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সেই পাথরবোঝাই ট্রাক ও বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে। হেরোইনের এই বড় চালান পাচারের অভিযোগে এক মাদক কারবারিকেও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় পাথরবোঝাই ওই ট্রাক থেকে মোট পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা। মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে মাদকবিরোধী এই অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় মো. জামাল হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে। আটককৃত যুবক পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ীর গ্রামের তেনু হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই পাথরবোঝাই ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে পুরোনো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫১টি প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জামাল হোসেন সীমান্ত জেলা দিয়ে হেরোইনের এই বিশাল চালানটি অন্যত্র পাচার করছিলেন। এ ঘটনায় হেরোইন পাচারের দায়ে পরে ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ওই ট্রাকটিও জব্দ করা হয়। ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে এই মাদক চক্রের অন্য হোতাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই বর্তমানে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের আটক করতে যে কোনো সময় অভিযান চালানো হবে বলেও উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
০৭ মে, ২০২৪

ট্রাক থেকে ত্রাণ রাস্তায় ফেলে দিল ইসরায়েলিরা, গ্রেপ্তার ৬
গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দেয় একদল কট্টরপন্থি ইসরায়েলি। এরপর তারা ট্রাক থেকে কিছু ত্রাণসামগ্রী রাস্তায় ফেলে দেয়, কিছু নষ্ট করে ফেলে এবং ট্রাকের টায়ারও তারা কেটে ফেলার চেষ্টা করে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে এ কাজে জড়িত ছয় ইসরায়েলিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। জর্ডান থেকে ইসরায়েল হয়ে ট্রাকগুলো গাজায় যাচ্ছিল। পথে ইসরায়েল অংশে ট্রাক থামিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তারা বলতে থাকেন, গাজায় একজন ইসরায়েলি জিম্মি থাকা অবস্থায় সেখানে ত্রাণ যেতে দেবেন না। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরম ডানপন্থি ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। জানা গেছে, জাভ নাইন গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার রাতে ওই ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াই-নেট-নিউজ আউটলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী হাতে তুলে নেয়। পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে তারা। জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটায় জাভ নাইন। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে জাভ নাইন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে।
০৭ মে, ২০২৪

গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিল ইসরায়েলিরা
গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এরই মধ্যে সোমবার রাতে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে একদল কট্টরপন্থি ইসরায়েলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা। এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরম ডানপন্থি ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। জানা গেছে, জাভ নাইন গ্রুপের সদস্যরা এই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার রাতে ওই ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াই-নেট-নিউজ আউটলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী হাতে তুলে নেয়। পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে তারা। জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটায় জাভ নাইন। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে জাভ নাইন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে। গেল অক্টোবর থেকে গাজাকে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল ও শরণার্থী শিবির। এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনিদের মুখের খাবার কেড়ে নিতে রাস্তায় নেমে এসেছে একদল কট্টরপন্থি ইসরায়েলি। এদিকে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে রয়েছে রাফা। হামলার আগে রাফার মানুষজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও ছড়িয়েছে ইসরায়েলি। এর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।
০৭ মে, ২০২৪

কয়লাবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালকের
জামালপুরের মাদারগঞ্জে কয়লাবোঝাই ট্রাক উল্টে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ মে) সকাল ৭টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম সাইদুর রহমান। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মৃত কান্দু বেপাড়ীর ছেলে। আহত হেলপার এনামুল হক ( ১৮) কুরিগ্রামের রাজিবপুর উপজেলার জহরুল মন্ডলপাড়ার এলাকার শাহজামালের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ট্রাকচালক সাইদুর ও আহত হেলপার এনামুল ঘুঘুমারি এলাকায় অবস্থিত ভাই ভাই বিকস্ -এ কয়লা নিয়ে যাচ্ছিলেন। রাতে বৃষ্টি হওয়ায় ইটভাটায় যাওয়ার কাঁচা রাস্তাটি নরম হয়ে যাওয়ায় ট্রাকটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে চালক ও হেলপারের ধাক্কা লাগলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক সাইদুর। এতে আহত হোন হেলপার এনামুল।  পরে খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন।  মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাকচালক সাইদুরের লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেই ও আহত হেলপার এনামুল চিকিৎসার জন্য মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ দুর্ঘটনায় ট্রাক ও কয়লা মিলে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতিও হয়েছে বলে জানান তিনি।
০৬ মে, ২০২৪

রাতে ভয়ংকর ট্রাক
যমদূত রূপে হাজির হয়েছে রাতের ট্রাক। গত ২৪ ঘণ্টায় দেশের ৯ স্থানে সড়কে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ছয়টি দুর্ঘটনায় ১১ জনের প্রাণ গেছে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত বেপরোয়া ট্রাক ও কাভার্ডভ্যানের সঙ্গে অন্যান্য ছোট যানবাহনের সংঘর্ষে। বাকি তিনটি ঘটনায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল ও ছোট যানবাহনের দুর্ঘটনায়। নিহতদের মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় একই পরিবারের তিনজন; নোয়াখালীর বেগমগঞ্জে এক সেনাসদস্যসহ তিনজন; গাজীপুরে দুই নির্মাণ শ্রমিক; মাদারীপুরের রাজৈরে অটোরিকশার দুই যাত্রী, সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল আরোহী যুবক, কানাইঘাটে টমটমে ওড়না পেঁচিয়ে নারী; নওগাঁর আত্রাইয়ে ট্রলির চাপায় এক এনজিও কর্মী, খুলনার মোংলায় বাইসাইকেল আরোহী ও কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল আরোহী যুবক। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর— মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের চালকসহ দুজন। শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) ও মামি রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেটকারের চালক ইব্রাহিম খলিল সুজন (৩০)। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আলমগীর হোসেনের শ্যালক সাইদ মিয়া জানান, কুয়েত প্রবাসী আলমগীর হোসেন কিছুদিন হলো দেশে এসেছেন। তিনি ঢাকার ডেমরা এলাকায় বসবাস করতেন। দেশে এসে আত্মীয়স্বজনদের বাসায় বেড়ানো শুরু করেন। শুক্রবার পরিবারের স্বজনদের নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে যান। বেড়ানো শেষে ঢাকার উদ্দেশে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রওনা হন। তাদের সঙ্গে ছিলেন আলমগীর হোসেনের মামি রাহেলা বেগম। তাকে ঢাকায় চিকিৎসক দেখানোর জন্য নিয়ে আসছিলেন। পথেই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো। থানা পুলিশ জানায়, রাতে চাঁদপুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে পৌঁছালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিয়া আফরিন বলেন, রাত আড়াইটার দিকে হাসপাতালে পাঁচ রোগী নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তিনজনকে মৃত ঘোষণা করি। নজরুল ইসলাম এবং সুজনের নামে দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোররাতে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জে যাচ্ছিল। এ সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানই সড়ক থেকে ১৫ ফুট নিচে খালে পড়ে যায়। সকাল ১১টার দিকে ট্রাকের নিচ থেকে অটোরিকশার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকের চালক-সহকারী পালিয়ে গেছে। গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। গতকাল ভোররাতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তার জামাতা আবু সুফিয়ান (২৫)। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপে করে মিকচার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে এলে পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিকচার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার এসআই মো. কুদ্দুস জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে শ্রীনদীগামী একটি ট্রাক অন্যদিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী হোসেন আলী মুন্সী ও ধলু হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। সিলেটের বিয়ানীবাজারে বালুবোঝাই ট্রাকের চাপায় শিবলু আহমেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিবলু উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিন দুপুরে জেলার কানাইঘাটে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে রুকিয়া বেগম (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের তিন বছর বয়সী মেয়ে গতকাল বাড়ির পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। ভাতিজির মৃত্যুর খবর পেয়ে ফুফু ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিমের (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী রুকিয়া বেগম বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে সড়কের বাজার এলাকায় টমটমে ওড়না পেঁচিয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ উপজেলার সাহাগোলা-শিমুলিয়া নামক স্থানের ইটভাঙা ট্রলির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম। এদিন দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের রামপালের ফয়লা এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মো. হানিফা শেখ (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার উজলকুড় গ্রামের শরিফুল শেখের ছেলে। কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন নববিবাহিত সৌদি প্রবাসী আকতার হোসেন (৩২)। মারাত্মক আহত হয়ে কুমিল্লা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী সুবর্ণা আক্তার (১৯)। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে। গত ২৭ এপ্রিল কুমিল্লার সদর উপজেলার শংকরপুর গ্রামে বিয়ে করেন তিনি। শুক্রবার মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। গতকাল স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
০৫ মে, ২০২৪

সাজেকে ট্রাক খাদে নিহত ৯ শ্রমিক
রাঙামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে মারা যান। আহত ১০ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান আরও চারজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছয়জন। আহতরা হলেন মো. লালন (১৭), মোবারক (৩২), আহির উদ্দিন (৪০), সামিউল (১৯), আহির উদ্দিন (৪০), জাহিদ হাসান (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আওয়াল চৌধুরী। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রি নামক পাহাড় থেকে নামার পথে শ্রমিকবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকে থাকা শ্রমিকরা গাজীপুর ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। তারা উদয়পুর সীমান্ত সড়কে কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদের সঙ্গে রাজমিস্ত্রির কাজের সরঞ্জামও ছিল। গাড়িতে মোট ১৫ জন ছিলেন, যার মধ্য থেকে ৫ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান, বাকিরা আহত হন। আহত ও নিহত শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করেছেন। স্থানীয় বাসিন্দা রিজেক কালা চাকমা জানান, সড়কের নব্বই ডিগ্রি উঁচু টিলায় চালক গাড়ি ঘোরানোর সময় ব্রেক ফেল করেন। এতে ট্রাকটি উল্টে গিয়ে ছড়ার মধ্যে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, উদয়পুর সীমান্ত সড়কে কাজ করার জন্য একদল শ্রমিক উদয়পুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় নব্বই ডিগ্রি পাহাড় থেকে নামার পথে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন মারা যান, বাকিরা গুরুতর আহত হন। প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে জায়গাটি দুর্গম। দুর্ঘটনাস্থলের আশপাশে ঘরবাড়ি নেই। যার কারণে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে শ্রমিকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত ও নিহতদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
২৫ এপ্রিল, ২০২৪
X