এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েল বিশ্ব মঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ডানপন্থি সংবাদপত্র ইসরায়েল হায়মকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার। ট্রাম্প বলেন, ‘তোমাদের যুদ্ধ শেষ করতে হবে। এটি শেষ করতে হবে। তোমাদের এটি সম্পন্ন করতে হবে।’ গত রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্রটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে খুব সতর্ক থাকতে হবে। কারণ বিশ্ব মঞ্চে তারা অনেক কিছু হারাচ্ছে। তারা অনেক সমর্থন হারাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী ১০ সদস্য। ভোটাভুটিতে চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং ১০ অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। গত ৭ অক্টোব থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইতিমধ্যে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। এ ছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন গাজাবাসী। এত কিছুর পরও গাজায় যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি গাজার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা চালালোন ঘোষণা দিয়েছে দেশটি। এই শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছেন। রাফায় অভিযান নিয়ে বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল একটি উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধিদলের। কিন্তু সেই সফর বাতিল করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২৬ মার্চ, ২০২৪

সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে ডোনাল্ড ট্রাম্প
সম্পদ বাড়িয়ে দেখানো নিয়ে জালিয়াতির একটি মামলায় নিউইয়র্কের এক আদালত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা করেছিলেন। গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বলেন, এই বিপুল পরিমাণ জরিমানা পরিশোধ করার মতো নগদ অর্থ তাদের মক্কেলের নেই। এমন অবস্থায় সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে আছেন এ রিপাবলিকান নেতা। খবর দ্য গার্ডিয়ানের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি এখন অনেকটা নিশ্চিত। জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের একটি আদালত ট্রাম্পকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেন। সঙ্গে সুদও পরিশোধ করতে হবে। সব মিলে তাকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা গুনতে হবে। আদালতের বিচারপতি বলেন, মোটা অঙ্কের ঋণ পেতে ট্রাম্প ব্যাংকারদের কাছে তার নিজের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে আপিল করতে চান। এর আগে তাকে অবশ্যই আপিল আদালতের অ্যাকাউন্টে জরিমানা পরিশোধ করতে হবে অথবা তার পক্ষে কোনো কোম্পানিকে ওই পরিমাণ অর্থ পরিশোধের বন্ডে স্বাক্ষর করতে হবে। তবে ট্রাম্পের আইনজীবীরা বলেন, তাদের মক্কেল এ বিষয়ে ৩০ জনের কাছে সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু তারা কেউ রাজি হননি। সোমবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তাকে ফাঁসানোর জন্য মামলাটি করা হয়েছে। এদিকে ট্রাম্প যদি জরিমানা পরিশোধে ব্যর্থ হন, তবে আগামী সোমবারই নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তার সম্পদ জব্দের কাজ শুরু করতে পারে। শুধু ‘ফাস্ট ডিপার্টমেন্ট অব দ্য অ্যাপিলেট ডিভিশন’ নামে পরিচিত আদালত যদি এ প্রক্রিয়াটি বিলম্বিত করতে সম্মত হন, তবেই এ ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে।
২০ মার্চ, ২০২৪

ইসরায়েলের পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে নীরবতা ভেঙেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এ যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্পষ্ট করেন। বুধবার (০৬ মার্চ) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ইসরায়েলের পক্ষে কি না এমন প্রশ্নের জবাবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ। সাক্ষাৎকার গ্রহণকারী এরপর জানতে চান, ইসরায়েল যে কায়দার অভিযান চালাচ্ছে তা তিনি সমর্থন করেন কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনাকে সমস্যাটা শেষ করতে হবে।  গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য যখন মার্কিন চাপ বাড়ছে ঠিক তেমন মুহূর্তে এসে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।  গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে।  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেয়ে শিশুরা মারা যাচ্ছে বলেন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত রোববার আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালের পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল। গত অক্টোবরের শুরুর পর এবারই প্রথমবারের মতো হাসপাতাল দুটি পরিদর্শনের অনুমতি পেয়েছে সংস্থাটি। খাবার না পেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মাঝে গুরুতর মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। গত রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে অন্তত ১৫ শিশু মারা গেছে। সোমবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি হাসপাতালে রোববার ১৬তম শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালালি খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।
০৬ মার্চ, ২০২৪

এবার রাষ্ট্রীয় গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়ার পর রাষ্ট্রীয় গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিধিবহির্ভূতভাবে সরকারি গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়াসহ ট্রাম্প (৭৬) সাতটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ নিয়ে দ্বিতীয় মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প। আর এটি যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের এ ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রথম ঘটনা। এদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এ প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার তিনি এ দাবি করেন। খবর বিবিসি ও সিএনএনের। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা এই ফৌজদারি মামলাটি আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ট্রাম্পের জন্য আরেকটি আইনি ধাক্কা। তিনি ইতোমধ্যে নিউইয়র্কে আরেকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আছেন, যার বিচার আগামী মার্চে শুরু হওয়ার কথা। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, আগামী মঙ্গলবার বিকেলে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছে। সেখানে তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হতে পারে। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে এ ধরনের কিছু হতে পারে। প্রকৃতপক্ষে আমেরিকার যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অন্ধকার দিন। আমাদের দেশ গুরুতর ও দ্রুত পতনের মধ্যে আছে; কিন্তু আমরা সবাই মিলে আমেরিকাকে আবার মহান করে তুলব!’ ট্রাম্পের আইনজীবী জিম ট্রাস্টি সিএনএনকে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট একটি সমন পেয়েছেন, তাতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিবরণ আছে। এসব অভিযোগের মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, বিচারে বাধা এবং গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অবৈধভাবে গোপনীয় নথি ধরে রাখা আছে বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগের মূল নথিটি এখনো সিল করা অবস্থায় আছে। এতে কী বলা হয়েছে, তা ট্রাম্প নিজেও এখন পর্যন্ত দেখেননি। এতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ আছে। ট্রাম্পকে আদালতে হাজির হওয়ার জন্য যে সমন পাঠানো হয়েছে, তাতে তার বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের বিষয়ে তার আইনি টিমকে অবহিত করা হয়েছে বলে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করাও হয়নি। উল্লেখ্য, গত বছর ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-আ-লাগোতে অভিযান চালানো হয়। সেই অভিযানে সেখান থেকে ১১ হাজার রাষ্ট্রীয় নথি জব্দ করে দেশটির সরকারি কর্তৃপক্ষ। জব্দ হওয়া এসব নথির প্রায় ১০০টি ছিল ‘গোপনীয়’। এর মধ্যে কিছু ‘অতি গোপনীয়’ নথিও ছিল।
১০ জুন, ২০২৩
X