ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবু্ল্লাহ এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তিবেরিয়াস শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ঘাঁটিটি লেবাননের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি দেশটি থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা।  গোষ্ঠীটি জানিয়েছে, ইলানিয়া ঘাঁটিতে এ হামলায় প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইসরায়েলি বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ঘাঁটিটির পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থার একটি অংশে এ হামলা চালানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর এ হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ হামলার লক্ষ্যও অর্জন সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।  গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের এত গভীরে এটি প্রথম হামলার। এর আগে লেবাননের ১০ কিলোমিটার ভেতরে নাহারিয়ার ঘাঁটিতে হামলা চালিয়েছিল হিজবু্ল্লাহ। ফলে এটিই ইসরায়েলের সবচেয়ে গভীরে লেবাননের হামলা।  লেবাননের এ হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি আর্মি রেডিও বুধবার সকালে জানায়, লেবানন থেকে ইসরায়েলের সীমান্তর্তী বিভিন্ন শহরে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।  এর অগে সোমবার (১৩ মে) আরব নিউজ জানিয়েছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেশটিতে এ হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর সাবেক এক যোদ্ধার নামে এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়। ২০১৫ সালে জিহাদ মুগনিয়া নামের ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, নতুন এ ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকম ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি। এর আগে লেবাননের এ সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এ ছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসে হামলা চালায় তারা।  গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
২২ ঘণ্টা আগে

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে / কোথাও আগুন জলছে কি না ড্রোন উড়িয়ে দেখছে বনবিভাগ
সুন্দরবনের আগুন ২৮ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এরপরও কোথাও আগুন জ্বলছে কি না ড্রোন উড়িয়ে দেখছে বনবিভাগ। আর বনে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরুপণসহ ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি।  সোমবার (৬ মে) বেলা ১১টায় অগ্নিকাণ্ডেরস্থল আমুরবুনিয়ায় ফায়ার সার্ভিস ঢাকা সদরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল  মো. তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। রোববার (৫ মে) সকাল ৬টা থেকে টানা ২৮ ঘণ্টা ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমানবাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবক আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন কোথাও আগুনের ফুলকি বা ধোঁয়া নেই।  ফায়ার সার্ভিসের কর্মীরা আরও দুদিন কাজ করবে কালো ছাই সাদা করার জন্য। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বন ত্যাগ করবে বলে এ কর্মকর্তা জানান। অপরদিকে, প্রধান বনসংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী রোববার বিকেলে সুন্দরবনের অগ্নিকাণ্ডেরস্থল পরিদর্শনের পরে সাংবাদিকদের বলেন, আগুনে জীববৈচিত্র্যের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো-কে প্রধান করে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সদস্য রাখা হবে বলে তিনি জানান। মিহির কুমার দো সোমবার দুপুরে বলেন, গত শনিবার দুপুরে আমুরবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ির অধীন লতিফেরছিলা এলাকায় অগ্নিকাণ্ডে ৭ দশমিক ৯৮ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কয়েকটি সুন্দরী গাছসহ বিভিন্ন লতাগুল্ম পুড়েছে। জিপিএস পরিমাপ করে এ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে। আগুনের অস্তিত্ব খোঁজার জন্য বনবিভাগ ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করছে। আগামী তিনদিন পর্যন্ত ড্রোন দিয়ে তল্লাশি চালানো হবে বলে সিএফ জানিয়েছেন।
০৬ মে, ২০২৪

ফের হুতিদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এ ঘটনা ঘটে। অবশ্য হুতিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। খবর আলজাজিরার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। মার্কিন সামরিক বাহিনী অবশ্য এ ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিবিএস নিউজ নিশ্চিত করেছে, একটি এমকিউ-৯ ড্রোন গত শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে ‘বিধ্বস্ত’ হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। এ ধরনের একটি ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বলেও জানিয়েছে সিবিএস নিউজ। আলজাজিরা বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুতি গোষ্ঠী। এর মধ্যে প্রথমটি গত বছরের নভেম্বরে ভূপাতিত করা হয়। আর হুতিদের হামলায় দ্বিতীয় মার্কিন ড্রোন ভূপাতিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না। হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপ-সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে থাকে।
২৯ এপ্রিল, ২০২৪

ইয়েমেনিদের হাতে ভূপাতিত মার্কিন ড্রোন
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সোচ্চার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এরই ধারাবাহিকতায় আরও একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। রোববার (২৮ এপ্রিল) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  হুতিরা জানিয়েছে, আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার দেশের মধেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।    সংবাদমাধ্যম জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।  প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাংকারে হামলা করেছে। এ ছাড়া তারা মার্কিন  এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এমনকি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি।  হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে এক ভিডিওতে বলেন, লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।  তিনি আরও বলেন, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষাবাহিনী একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন ভূপাতিত করেছে।  ড্রোনটি হামলার সময়ে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল।  নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান।  সিবিএস নিউজ জানিয়েছে, একটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়র মার্কিন ডলার।  আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে হুতিদের হাতে ভূপাতিত তৃতীয় মার্কিন ড্রোন এটি। গত বছরের নভেম্বরে প্রথম মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে  গোষ্ঠীটি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।  গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে সাড়ে ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৫০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থি যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।
২৮ এপ্রিল, ২০২৪

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে কঠিন বার্তা হিজবুল্লাহর
ইসরায়েলের ছোড়া পাঁচটি ড্রোন সম্প্রতি ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন একটি খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।   ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে উঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থি এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বাচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন। অন্যথায় পাল্টা হামলা চালাবে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হানি আল-দালি আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সরকারের ওপর তাদের হামলার রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে সংগঠনটি। রাজনৈতিক এই বিশেষজ্ঞের মতে, বর্তমানে সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যায় যে হিজবুল্লাহর হাতে ড্রোনেরে মতো আকাশযান শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা সহজে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে।  এ ছাড়া আকাশে ইসরায়েল এত দিন যে শ্রেষ্ঠত্ব উপভোগ করে আসছিল এই অগ্রগতির কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে বিভিন্ন দেশ ইসরায়েলের পাশ থেকে সরে গেছে সেটিও বেশ পরিষ্কার।  ইরানের দূতাবাসে হামলা চালিয়ে যার খেসারত দিতে হয়েছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালিয়ে ফের হুমকি দিয়ে রেখেছে নতুন করে হামলা চালালে দাঁতভাঙা জবাব দেবে ইরানও। যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েও খুব একটা লাভ হয়নি ইসরায়েলের। পশ্চিমারা ইসরায়েলের পাশে থাকবে বলেও শেষ পর্যন্ত দেখা যায়নি বিপদের দিনে।  উল্টো কূটনৈতিক শক্তি বাড়াতে দেখো গেছে ইরানকে। সম্প্রতি তিন দিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশে বিমানে চড়তে দেখা যায় রাইসিকে। যদিও মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। তবে কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।
২৫ এপ্রিল, ২০২৪

এবার ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা
ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা হলো। অবশ্য এ হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুটি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে বলে ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা সোমবার জানান। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে তথা গত প্রায় তিন মাসের মধ্যে এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা। একজন মার্কিন কর্মকর্তা বলেন, পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল-আসাদ বিমান ঘাঁটির কাছে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব হয়। এর আগে গত রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে, গত রোববার উত্তর-পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থানের দিকে উত্তর ইরাক থেকে পাঁচটি রকেট ছোড়া হয়েছে। হামলায় হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
২৪ এপ্রিল, ২০২৪

হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুঁড়িয়ে দিল ইরান
ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহর ইস্ফাহানে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে ইরান দাবি করছে, ইস্ফাহানে ইসরায়েলের তিনটি ড্রোন পর্যবেক্ষণ করছিল যা গুঁড়িয়ে দেওয়া হয়। দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে।  ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।  গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেহতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো। শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেলআবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইস্ফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্ফাহাস, সিরাজসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইস্ফাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ ছাড়া নিকটবর্তী নাতাঞ্জ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক কষছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছে- ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইসরায়েল অবশ্য ইতোমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করে।
১৯ এপ্রিল, ২০২৪

ফসলের ক্ষতি নিরূপণে ড্রোন প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি
প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন রোগের কারণে ফসলের ক্ষতি শনাক্ত করতে ড্রোন প্রযুক্তি প্রবর্তনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ফসলের ক্ষতির মূল্যায়ন এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর সরকারি কর্মসূচি গ্রহণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শিখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শস্য পর্যবেক্ষণ এবং ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এডিবির ঢাকা অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাপান সরকারের অনুদানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৭ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রায় ২০ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।
১৮ এপ্রিল, ২০২৪

ড্রোন উড়িয়ে মুচলেকা সাবেক এমপির ছেলের
সংসদ ভবনের স্পর্শকাতর এলাকায় অনুমতি না নিয়ে ড্রোন উড়িয়ে বিপাকে পড়েছেন জাতীয় সংসদের সাবেক এমপি এইচএম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ। ড্রোন উড়ানোর অপরাধে পুলিশ আটক করলেও পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। নববর্ষ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়কে আঁকা আল্পনার ছবি ও ভিডিও করতে গত ১৫ এপ্রিল স্পর্শকাতর এ এলাকায় ড্রোন ওড়ান এমপিপুত্র মায়াজ। জানা যায়, সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর, চন্দ্রিমা উদ্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, বঙ্গভবনসহ রাজধানীর ভিভিআইপি ও স্পর্শকাতর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ হওয়ায় পুলিশ তাকে আটক করে। এ প্রসঙ্গে হোসেন মোহাম্মদ মায়াজ বলেন, বালা নববর্ষে আঁকা আলপনার ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য পূর্ব অনুমতি ছাড়া ব্যক্তিগত ড্রোন MAVIC AIR-3 ব্যবহার করি, যা অনিচ্ছাকৃত ভুল। এলাকাটি সংরক্ষিত ও নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা উচিত ছিল জানিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবেন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলেও অঙ্গীকার করেন। রেড জোনে ড্রোন উড্ডয়ন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত বলেন, নিরাপত্তার জন্য পৃথিবীর সব দেশেই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আছে। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তার জন্য জরুরি।
১৮ এপ্রিল, ২০২৪

ফসল রক্ষণাবেক্ষণে ড্রোন প্রযুক্তি আনছে বাংলাদেশ
ফসলের ক্ষয়ক্ষতি কমাতে বা রোগ শনাক্ত করতে রিমোট সেন্সিং ও ড্রোন আনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আর এসব অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শেখার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রায় ২০ জন কর্মকর্তাকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় ‘শস্য পর্যবেক্ষণ এবং ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার’ শীর্ষক ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এডিবি যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। প্রশিক্ষণটি পরিচালনা করবেন ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি-অ্যারিড ট্রপিকসের (আইসিআরআইএসএটি) প্রখ্যাত ভূ-স্থানিক বিশেষজ্ঞরা। প্রশিক্ষণার্থীরা ফসলের ক্ষয়ক্ষতি শনাক্তকরণের জন্য ভৌগোলিক তথ্য সিস্টেম (জিআইএস) এবং রিমোট সেন্সিং বিশ্লেষণের ওপর চার দিনের প্রশিক্ষণ পাবে। এরপর মোবাইল ডিভাইস ব্যবহার করে গ্রাউন্ড ডাটা সংগ্রহের পদ্ধতি শিখতে সিলেটে তিন দিনের মাঠ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেবে। ২০২২ সালের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সিলেটে প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে এডিবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে যৌথ প্রতিবেদন তৈরি করবে। এ ছাড়াও গোপালগঞ্জ এলাকায় এডিবির সহায়তায় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মূল্যায়ন সমীক্ষা পরিচালনা করা হবে। 
১৭ এপ্রিল, ২০২৪
X