চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। মো. জাহাংগীর বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে। এর আগে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তপশিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২টি উপজেলার নির্বাচন আগামী ২৯ মে হবে।
২৩ এপ্রিল, ২০২৪

তৃতীয় ধাপের উপজেলা ভোটের তপশিল ঘোষণা
উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তপশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে  নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। আর ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।  প্রথম ধাপের তপশিল অনুযায়ী, আগামী ৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় ধাপের ঘোষিত তপশিল অনুযায়ী ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল পর্যন্ত।  আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে।
১৭ এপ্রিল, ২০২৪

১৬১ উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা
দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির কমিশন সভা শেষে সচিব মো. জাহাংগীর আলম এ তপশিল ঘোষণা করেন। তপশিল অনুযায়ী, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের এ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবেন। একই সঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তিনি আরও বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে।
০২ এপ্রিল, ২০২৪

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলার তপশিল ঘোষণা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১৬১টি উপজেলার তপশিল ঘোষণা হয়েছে, ভোটগ্রহণ আগামী ২১ মে। সোমবার (০১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তপশিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে। এবার চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে।
০১ এপ্রিল, ২০২৪

সংরক্ষিত নারী আসনের তপশিল ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংরক্ষিত ৫০টি মহিলা আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানান, আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থীর জোট করে দিয়েছে। জাতীয় পার্টি তাদের ১১টি আসনে এককভাবে নির্বাচন করবে। ফলে আইন অনুযায়ী জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। এই বিভাজন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদেরই মনোনয়ন দিয়ে থাকে বলে সাধারণত সংরক্ষিত আসনে নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরেই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

সিটি করপোরেশনসহ ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা
ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তারিখ ঘোষণা করেন।  তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে।  ভোট হবে আগামী ৯ মার্চ।  তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি যে ভোট আছে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে। 
২৪ জানুয়ারি, ২০২৪

ইসিকে ভয় দেখিয়ে তপশিল ঘোষণা করা হয়েছে : রিজভী
নির্বাচন কমিশনকে (ইসি) সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘এমনও শোনা যাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের বলা হয়েছে আপনারা যদি আমাদের কথা ও সরকারের কথা না শোনেন তাহলে আপনাদের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পরিণতি হবে। এই ভয় দেখিয়েই তপশিল ঘোষণা করা হয়েছে। সর্ব মহলে এই কথা প্রচারিত আজকে।’ রিজভী বলেন, ‘সরকার মরিয়া হয়ে উঠেছে নিজের সিংহাসন ধরে রাখার জন্য। জুলুম নির্যাতনের এমন কোনো মাত্রা নেই যেটা তারা গণতন্ত্রকামী মানুষের ওপর নামিয়ে আনছে না। অত্যাচার নির্যাতনের পৈশাচিকতা দিনকে দিন নতুন মাত্রায় যোগ হচ্ছে। নিষ্পাপ কিশোর তরুণদের ধরে নিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে। এ কোন রাষ্ট্র? আমরা কোন দেশে বসবাস করছি? একাত্তরে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রের সন্তানদেরই তারা অদৃশ্য করে আনন্দ লাভ করছে। তারা মনে করছে এদের অদৃশ্য করে দিলে এই যে আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি এগুলো সফল হবে না। কিন্তু এই বিপুল জনতরঙ্গের মধ্যে আপনারা কয়জনকে গ্রেপ্তার করবেন কয়জনকে অদৃশ্য করে দিবেন?’ নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্ত্বা, স্বাধীনতা বলতে কিছু নেই। তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। সরকারের চাপে পড়ে তারা নির্বাচনের সিডিউল ঘোষণা করেছেন। এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের দাবিকে উপেক্ষা করে আপনারা কী করে একতরফা নির্বাচনের সিডিউল ঘোষণা করলেন? এই তপশিল ঘোষণার জন্য কি আপনি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি? আপনার চাকরি রক্ষা করাটাই কি সবচেয়ে বড় বিষয়? মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে এই তপশিল ঘোষণা করার জন্য। মানুষ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এই তপশিলকে।’ রিজভী বলেন, ‘সবাই মনে করছে এই নির্বাচন কমিশন একটি পা-ও ফেলতে পারবে না শেখ হাসিনার কথার বাইরে গিয়ে। শেখ হাসিনার চোখ রাঙানিতে তাদের কাজ করতে হবে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনারদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’ তিনি বলেন, ‘দেশে যে গণতন্ত্র নেই সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই-সংগ্রাম করছি এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।’ রিজভী আরও বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধ কর্মসূচি পালন করার জন্য জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। এই আধিপত্যবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ। জনগণ এখন বিজয়ের দ্বার প্রান্তে। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার করা হয়েছে ৪৯০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা হয়েছে ১২টি, মোট আসামি করা হয়েছে ১৩৭০ জনের অধিক নেতাকর্মীকে এবং মোট আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।’
১৬ নভেম্বর, ২০২৩

তপশিল ঘোষণা করায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নির্বাচন কমিশনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) তপশিল ঘোষণা পর পরই সাতক্ষীরার নলতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলে সাতক্ষীরাসহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ডা. রুহুল হক বলেন, ‘তপশিল ঘোষণা করায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা এখনো আশা করি সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’
১৬ নভেম্বর, ২০২৩

তপশিল ঘোষণা : জাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত তপশিল অবিলম্বে বাতিল করার দাবি জানান। অন্যথায় যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা। এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দলীয় নির্বাচন কমিশনের অবৈধ তপশিল মানি না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, তামাশার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না।’ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগন এ তপশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন থেকে এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।’ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, ‘এরা পূর্বের মতো একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তপশিল বাতিল না হলে যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।’ এদিকে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তপশিলকে স্বাগত জানাই। আশা করি, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগন স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করবে।’ শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আশা করি, শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিরোধী দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে।’
১৬ নভেম্বর, ২০২৩

তপশিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি : চুন্নু
তপশিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়েনি বিরোধী দল জাতীয় পার্টি। আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কালবেলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখনো সমঝোতার সুযোগ আছে। তাই আশা আছে, রাজনৈতিক সংকটের সমাধান হয়তো হবে। চুন্নু বলেন, আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। তবে তপশিল ঘোষণা হলেও এখনো সময় আছে। সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে এমন অভিমত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। তারা চাইলে সমঝোতার জন্য তপশিল পেছাতে পারে। নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের পটভূমিতে সমঝোতার কথা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আলোচনা-সমঝোতার বিষয়ে এখনো আশা ছাড়িনি। সরকার ও ইসি চাইলে সমাধান হতে পারে। এর মধ্য দিয়ে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে। গণতন্ত্র ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ কাজটি করা কঠিন কিছু নয়।
১৫ নভেম্বর, ২০২৩
X