দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নির্বাচন কমিশনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) তপশিল ঘোষণা পর পরই সাতক্ষীরার নলতায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলে সাতক্ষীরাসহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী অংশ নেন।
এ সময় ডা. রুহুল হক বলেন, ‘তপশিল ঘোষণা করায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা এখনো আশা করি সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।’
মন্তব্য করুন