জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা : জাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত তপশিল অবিলম্বে বাতিল করার দাবি জানান। অন্যথায় যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দলীয় নির্বাচন কমিশনের অবৈধ তপশিল মানি না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, তামাশার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগন এ তপশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন থেকে এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, ‘এরা পূর্বের মতো একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তপশিল বাতিল না হলে যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।’

এদিকে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তপশিলকে স্বাগত জানাই। আশা করি, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগন স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আশা করি, শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিরোধী দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১০

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১১

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১২

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৪

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৫

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৬

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৭

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৮

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৯

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

২০
X