জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা : জাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত তপশিল অবিলম্বে বাতিল করার দাবি জানান। অন্যথায় যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দলীয় নির্বাচন কমিশনের অবৈধ তপশিল মানি না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, তামাশার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগন এ তপশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন থেকে এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, ‘এরা পূর্বের মতো একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তপশিল বাতিল না হলে যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।’

এদিকে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তপশিলকে স্বাগত জানাই। আশা করি, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগন স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আশা করি, শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিরোধী দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১০

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

১১

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১২

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

১৩

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

১৪

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

১৫

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

অপহরণ মামলায় টাকা নেওয়ার অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

১৭

ইন্দোনেশিয়ার উত্তাল পরিস্থিতিতেই সব আরোহী নিয়ে নিখোঁজ হেলিকপ্টার

১৮

মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

১৯

১০ বিচারকের বদলির আদেশ

২০
X