জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণা : জাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষিত তপশিল অবিলম্বে বাতিল করার দাবি জানান। অন্যথায় যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।

এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দলীয় নির্বাচন কমিশনের অবৈধ তপশিল মানি না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, তামাশার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জনগন এ তপশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন থেকে এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ না হয় কারাগার।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, ‘এরা পূর্বের মতো একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তপশিল বাতিল না হলে যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।’

এদিকে রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ঘোষণাকৃত তপশিলকে স্বাগত জানাই। আশা করি, বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগন স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আশা করি, শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে বিরোধী দল যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে ছাত্রলীগ প্রতিহত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

‘ছাত্রশিবিরের বিজয় ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

১০

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১২

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

১৫

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১৭

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১৮

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

১৯

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০
X