আ.লীগ সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না : তাঁতী দল
জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হবে না, সংবাদপত্রের স্বাধীনতা আসবে না, বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না। তাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) মুগদার সাবেক কমিশনার নুরুল হুদার বাসভবনে তাঁতী দল মুগদা থানার আয়োজনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে তাঁতী দলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি আছে। এসব মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। তাঁতী দলের এই আহ্বায়ক বলেন, ঘরে বসে ডিজিটাল মোবাইলের মাধ্যমে আন্দোলন করা যাবে না। এই সরকারকে বিদায় করতে হলে সরাসরি রাজপথে আন্দোলনে থাকতে হবে। আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমাদের আন্দোলন দেশকে বাঁচানোর জন্য, দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের মুখে হাসি ফুটানোর জন্য এবং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও মুগদা থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী চায়না, তাঁতী দল মুগদা থানার সদস্য মোহাম্মদ মূসা মিয়া।   মুগদা থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগদা থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফখরুল, মোহাম্মদ জীবন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ মুকলেছ উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
১০ এপ্রিল, ২০২৪

আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে : তাঁতী দল
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ। বুধবার (৩ এপ্রিল) বিকেলে সাতক্ষীরার নিউমার্কেটের লাবনী মোড়ে জেলা তাঁতী দল আয়োজিত এক দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই অনুষ্ঠান হয়। আবুল কালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।  তিনি আরও বলেন, ঘরে বসে থেকে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করলে হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে। আসুন, সকলে মিলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলি, এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। সাতক্ষীরা জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহরিয়ার রীপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শেখ তরিকুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়ক ওয়াদুদ খানসহ সাতক্ষীরা জেলা বিএনপি ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বুধবার রাতে কেন্দ্রীয় তাঁতী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৪ এপ্রিল, ২০২৪

সরকারকে বিদায়ে আন্দোলনের বিকল্প নেই : তাঁতী দল
জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই। সোমবার (২৫ মার্চ) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। কিন্তু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই।’ তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের জেলে প্রেরণ করে ৭ জানুয়ারি আরও একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। সে কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।’ তাঁতী দলের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’ তিনি অবিলম্বে খালেদা জিয়াকে শর্তহীনভাবে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান। এ ছাড়া ক্ষমতাসীনদের সমালোচনা করে আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। মানুষের কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। জনগণের মতো প্রকাশের স্বাধীনতা নেই। এ অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না।’ তিনি দাবি করে বলেন, ‘আমরা আন্দোলন করছি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।’  তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।  তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্যসচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, তাঁতী দলের কেন্দ্রীয় সদস্যসচিব হাজি মজিবুর রহমান প্রমুখ।  ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক এম এ হান্নান খান, মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়করা এবং দক্ষিণ তাঁতী দলের অধীন বিভিন্ন থানা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৭ মার্চ, ২০২৪

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা : তাঁতী দল
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, এই সরকার আবারও একতরফা, ডামি নির্বাচন করে জোরপূর্বক ক্ষমতায় বসেছে। বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে পড়বে। এ জন্য দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে। শনিবার (২৩ মার্চ) বিকেলে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে জেলা তাঁতী দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা তাঁতী দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাতে কেন্দ্রীয় তাঁতী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মুঈদ খানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সদস্য মিলন ইসলাম।  এতে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম, হাজী মাজহারুল, অ্যাডভোকেট আবুল কালাম, সদস্য জিয়া, বাবুল, খোকন, মিলন, মহানগর তাঁতী দলের সদস্য মোশারফ হোসেন, বিএনপি নেতা হাসানুজ্জামান সেতু ও পবা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল লতিব মুকুল, গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আজীজ, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন ও হামিম, পবা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব জাহিদ হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক সাদনান সাকিব, বিপ্লব, পান্না, মোবারক হোসেন, কাঁটাখালী পৌর তাঁতী দলের সদস্য সচিব আল আমিন ও নওহাটা পৌর তাঁতী দল নেতা আলাউদ্দিন প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে বিদেশে যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এভাবে আর চলতে দেয়া যাবে না। বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় আগামীর আন্দোলন সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে রাজশাহী জেলা তাঁতী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার কথা বলেন সংগঠনের এই কেন্দ্রীয় আহ্বায়ক।  
২৩ মার্চ, ২০২৪
X