কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

সরকারকে বিদায়ে আন্দোলনের বিকল্প নেই : তাঁতী দল

বক্তব্য দিচ্ছেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (২৫ মার্চ) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। কিন্তু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের জেলে প্রেরণ করে ৭ জানুয়ারি আরও একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। সে কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।’

তাঁতী দলের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’

তিনি অবিলম্বে খালেদা জিয়াকে শর্তহীনভাবে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

এ ছাড়া ক্ষমতাসীনদের সমালোচনা করে আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। মানুষের কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। জনগণের মতো প্রকাশের স্বাধীনতা নেই। এ অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না।’

তিনি দাবি করে বলেন, ‘আমরা আন্দোলন করছি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্যসচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, তাঁতী দলের কেন্দ্রীয় সদস্যসচিব হাজি মজিবুর রহমান প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক এম এ হান্নান খান, মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়করা এবং দক্ষিণ তাঁতী দলের অধীন বিভিন্ন থানা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

আ.লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর

যে কারণে নির্বাচন বর্জন করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, নেতাকর্মীদের বিএনপি

জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র জমা ২১১টি, হল সংসদে ৩৮

শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনিতে অনুরণিত হলো ডিবিএল-ব্রাইট সিরামিকসের পথচলা

ধানমন্ডি ৩২-এর ঘটনায় যা বললেন ডিসি মাসুদ 

শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি : আবিদুল ইসলাম

১০

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

১১

সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার, ১৫ গ্রামের মানুষের মুখে হাসি

১৩

অস্থিরতার মধ্যে বাস করছেন, জানালেন মির্জা ফখরুল

১৪

সদরঘাটে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩ 

১৫

মুশফিকের শততম টেস্ট নিয়ে বিসিবির বিশেষ আয়োজন

১৬

আজান চলাকালে ইমামের কাঁধে লাফিয়ে উঠল বিড়াল, অতঃপর...

১৭

ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

১৮

স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

১৯

শিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্মই জাতির ভবিষ্যৎ নির্মাণ করে : ব্যারিস্টার মীর হেলাল

২০
X