কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

সরকারকে বিদায়ে আন্দোলনের বিকল্প নেই : তাঁতী দল

বক্তব্য দিচ্ছেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (২৫ মার্চ) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়। কিন্তু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের জেলে প্রেরণ করে ৭ জানুয়ারি আরও একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। সে কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।’

তাঁতী দলের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না।’

তিনি অবিলম্বে খালেদা জিয়াকে শর্তহীনভাবে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

এ ছাড়া ক্ষমতাসীনদের সমালোচনা করে আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। মানুষের কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। জনগণের মতো প্রকাশের স্বাধীনতা নেই। এ অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না।’

তিনি দাবি করে বলেন, ‘আমরা আন্দোলন করছি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্যসচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, তাঁতী দলের কেন্দ্রীয় সদস্যসচিব হাজি মজিবুর রহমান প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক এম এ হান্নান খান, মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়করা এবং দক্ষিণ তাঁতী দলের অধীন বিভিন্ন থানা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

পেটব্যথা? হতে পারে এই ৬ রোগ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল 

‘অভিশপ্ত নীলকুঠি’ এখন অবহেলায় জরাজীর্ণ

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্প

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

এই রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম মজুমদার

রিটার্ন দাখিলে সময় বাকি ১০ দিন, অনলাইনে জমা দেবেন যেভাবে

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

১০

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

১১

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

১২

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

১৩

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

১৪

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

১৫

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে আরও একটি সেশন বাংলাদেশের

১৬

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

১৭

যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়

১৮

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

১৯

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

২০
X