নাম পরিবর্তন করেও ধরা খেলেন মিজানুর
কুমিল্লার চৌদ্দগ্রামে দুলাভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩ মে) রাতে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের বাসিন্দা। জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর থানা এলাকায় আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ইকবাল আহাম্মদ ভুঁইয়া স্ত্রী সুফিয়া আক্তার রিয়া ও শ্যালক মিজানুর রহমানসহ পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করতেন। ইকবাল পেশায় গাড়িচালক ছিলেন। তার জমানো অর্থগুলো স্ত্রী ও শ্যালকের কাছে জমা ছিল। ২০০৮ সালে ইকবাল গ্রামের বাড়িতে ঘর নির্মাণের উদ্যোগ নিয়ে তার জমানো অর্থ স্ত্রী ও শ্যালকের কাছে চাইলে এ নিয়ে বিরোধ শুরু হয়। ওই বছরের ৩ অক্টোবর ইকবালের ভাড়া বাসায় স্ত্রী রিয়া ও শ্যালক মিজানুর রহমান কৌশলে হত্যা করে পরের দিন ৪ অক্টোবর সকালে লাশ গ্রামের বাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ইকবালের ভাই একরাম হোসেন বাদী হয়ে স্ত্রী সুফিয়া আক্তার রিয়া ও শ্যালক মিজানুর রহমানকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে। ২০০৯ সালে মিজানুর রহমান গ্রেপ্তার হন। ২০১২ সালে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। ২০১৭ সালে ৭ আগস্ট আদালত বিজ্ঞ আদালত মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি নিজের নাম মিজানুর রহমান থেকে আবদুল কাদের পরিচয় দিয়ে আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে তাকে ফেনী সদর থেকে গ্রেপ্তার করা হয়। ওসি ত্রিনাথ সাহা বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানা থানায় আসার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি নিজের নাম ও ঠিকানা পরিবর্তন বসবাস করে আসছিলেন। থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা শুক্রবার গভীর রাতে তাকে ফেনী এলাকা থেকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আসামিকে।
০৪ মে, ২০২৪

আড়াইশ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ এপ্রিল) নাম পরিবর্তন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের লালপুর উপজেলার গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এভাবে দেশের বিভিন্ন জেলার ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শ্রুতিমধুর ও যৌক্তিক নাম করা হয়। এর আগে ২০২২ সালে দেশের বিভিন্ন জেলা-উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে সরকার। এসব বিদ্যালয়ের নাম উচ্চারণে কিংবা বলতে বা শুনতেও অনেকেই বিব্রতবোধ করেন। 
০৩ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের জেনারেল ও ক্যাশ পদের নাম পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইড ও ক্যাশ সাইডের পদের নামে পরিবর্তন আনা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনার ফলে এখন থেকে কারেন্সি অফিসারের নতুন পদের নাম হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) হবে যুগ্ম পরিচালক (ক্যাশ), উপমহাব্যবস্থাপক হবে উপপরিচালক, সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) হবে সহকারী পরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক পদ নাম হবে সহকারী পরিচালক। এ ছাড়া এমএলএসএস-প্রথম মান হবে অফিস সহায়ক-প্রথম মান এবং এমএলএসএস-দ্বিতীয় মান পদটির এখন থেকে নতুন নাম হবে অফিস সহায়ক-দ্বিতীয় মান। কার্যালয়ের সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে পত্র/ই-মেলসহ সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

কাট্টলীর ‘প্রাণহরি দাশ’ রোডের নাম পরিবর্তন চেষ্টার প্রতিবাদ
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর শত বছরের ঐতিহ্যবাহী প্রাণহরি দাশ রোডের নামাকরণ পরিবর্তন করে লোহারপুল মেইন রোড নামে নামাকরণের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোবাবার (১১ ফেব্রুয়ারি) পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কাট্টলীর জমিদার প্রাণহরি দাশ তার জীবদ্দশায় স্থানীয় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে নিজ উদ্যোগে এ সড়কটি তৈরি করেন। যা বর্তমানে দক্ষিণ কাট্টলীর সাগরপাড়ের বারুনী স্নানঘাট ও জেলেঘাট থেকে পাহাড়তলি বাজারকে সংযুক্ত করেছে। সম্প্রতি লক্ষ্য করা গেছে, দক্ষিণ কাট্টলীর ছদু চৌধুরী মাজারের দক্ষিণ পাশে প্রাণহরি দাশ রোডে কে বা কারা সড়ক উন্নয়নের নামে এলাকাবাসীর সম্পূর্ণ অজান্তে লোহারপুল মেইন রোডের নামে উদ্বোধনী ফলক স্থাপন করেছে। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল ও সংরক্ষিত মহিলা আসন-১০-এর মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটির নাম লেখা রয়েছে। অথচ এহেন উদ্বোধনের বিষয়ে এলাকাবাসী সম্পূর্ণ অজ্ঞাত এবং ক্ষুব্ধ। অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে রেকর্ড বহির্ভূত তথাকথিত ‘লোহারপুল মেইন রোড’ নামীয় ফলক অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণের জন্যে স্থানীয় সাংসদ মহিউদ্দিন বাচ্চু ও চট্টগ্রাম সিটি মেয়রের প্রতি দাবি জানিয়েছেন এবং এ ব্যাপারে দ্রুত এগিয়ে আসার জন্যে স্থানীয় নাগরিকদের উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

এবার পদ্মা ব্যাংকের নাম পরিবর্তন
এবার পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুসারে ২ জানুয়ারি থেকে দেশের তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘পদ্মা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ২ জানুয়ারি থেকে দেশের তপশিলভুক্ত ‘পদ্মা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে, গত ১৪ ডিসেম্বর রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘রূপালী ব্যাংক পিএলসি’ করা হয়। গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।
০২ জানুয়ারি, ২০২৪

শ্রুতিকটু ১১ প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন
শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলে—এমন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এগুলোর মধ্যে চুয়াডাঙ্গা জেলার ৯টি এবং নরসিংদী জেলার দুটি বিদ্যালয় রয়েছে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবীর উদ্দিন (বিদ্যালয়-২) স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়। সেখানে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী ১১টি সরকারি প্রাথমিকের নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, নরসিংদীর বেলাব উপজেলার কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুরা উপজেলার আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়; বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়ের নাম আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নাম ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়; হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়; জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
০২ জানুয়ারি, ২০২৪

শ্রুতিকটু ১১ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলে এমন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নাম পরিবর্তন হওয়া এসব বিদ্যালয়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলার ৯টি এবং নরসিংদী জেলার দুটি বিদ্যালয় রয়েছে। সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবীর উদ্দিন (বিদ্যালয়-২) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা ২০২৩ অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক, শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলে এমন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর বেলাবো উপজেলার কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ ছাড়াও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়; বটিয়াপাড়া শিয়ালমারি এজি বালিকা বিদ্যালয়ের বদলে আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের নাম বদলে ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলে বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলে ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়; হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়; কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলে দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়; জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলে জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়; আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
০১ জানুয়ারি, ২০২৪

অগ্রণী ব্যাংকের নাম পরিবর্তন
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি। আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী তপশিলি ব্যাংকের তালিকায় ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’র নাম ‘অগ্রণী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Agrani Bank PLC.’)  হিসেবে পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। এজন্য অগ্রণী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক পিএলসি করা হয়েছে।
০৪ অক্টোবর, ২০২৩

ইন্ডিয়া মুছে ফেললেন মোদি!
হঠাৎ বদলে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ভারতের নাম। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় নথিতে লেখা হলো ‘প্রাইম মিনিস্টার অব ভারত’। চিরাচরিতভাবে এতদিন ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ শব্দটি লেখা হতো আনুষ্ঠানিকভাবে। মঙ্গলবার প্রথম ‘দ্য প্রেসিডেন্ট অব ভারত’ শব্দটির ব্যবহার দেখা যায়। জি-২০ সম্মেলনে বিদেশি অতিথিদের রাষ্ট্রপতির সৌজন্যে নৈশভোজে আমন্ত্রণ জানানো একটি আনুষ্ঠানিক চিঠিতে লেখা হয় ‘দ্য প্রেসিডেন্ট অব ভারত’।  এ নিয়ে দেশজুড়ে চলছে নানা জল্পনা। নাম বদলের এই জল্পনার মধ্যেই নতুন মোড যোগ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয় লেখা একটি নথিতে।  মঙ্গলবার জি২০ শীর্ষ বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়, লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ‘ভারত’ করতে চলেছে মোদি সরকার। এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাসের জন্যই আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনার দানা বেঁধেছে।   ‘The Prime Minister Of Bharat’ pic.twitter.com/lHozUHSoC4 — Sambit Patra (@sambitswaraj) September 5, 2023 সংবাদমাধ্যম টাইমস নাও জানায়, আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের নৈশভোজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে আয়োজক দেশটির কর্মকর্তারা। ওই নিমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ভারতের’ পক্ষে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ধরনের নিমন্ত্রণপত্রে আগে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখা হতো। এ নথি প্রকাশ করে ক্ষমতাসীন বিজেপির প্রতি তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।  তিনি লিখেছেন, ‘দেখুন মোদি সরকার কতটা বিভ্রান্ত! ২০তম আশিয়ান শীর্ষ সম্মেলনে ‘ভারতের প্রধানমন্ত্রী’। এসব নাটক শুধু বিরোধী জোটের নামকরণ ‘ইন্ডিয়া’ করা হয়েছে তাই।’ ১২ সেপ্টেম্বর আসিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন নরেন্দ্র মোদি। এই সফরের আগে সম্বিত পাত্র সেই আমন্ত্রণ পত্র টুইট করেন।  বিজেপি নেতা সম্বিত পাত্র মঙ্গলবার তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী মোদির আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণাসংক্রান্ত একটি সরকারি নথি প্রকাশ করেছেন। সেখানে মোদির পদ লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। যদিও সরকারি প্রথা অনুযায়ী তার পদটিকে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ লেখা হয়। এদিকে, দেশটির আনুষ্ঠানিক নাম পরিবর্তনের পক্ষে সরব হচ্ছেন ক্ষমতাসীন বিজেপির নেতারা। আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশের নাম শুধু ‘ভারত’ করার পক্ষে যুক্ত তুলে ধরেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘রিপাবলিক অব ভারত, আমাদের লোকেরা সাহসিকতার সঙ্গে অমৃতকালের দিকে এগিয়ে যাচ্ছে জেনে আমি খুশি ও গর্বিত।’ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রাজীবচন্দ্র শেখর বলেন, ‘আমাদের দেশের নাম ভারত, এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। কংগ্রেস সবকিছুতেই সমস্যা দেখে।’ ভারতের প্রধান হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান রাজীব শেখর আরও বলেন, ‘যুগ যুগ থেকেই এই দেশের নাম ভারত। আমাদের সে দিকেই যেতে হবে। ভাষা যাই হোক না কেন, নাম একই থাকে।’ বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে কথা বলেছিলেন বিজেপির আইনপ্রণেতা নারেশ বানসাল। অধিবেশনে নাম পরিবর্তনের প্রস্তাবটি তুলে ধরে তিনি বলেছিলেন, ‘ইন্ডিয়া নামটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক। সংবিধান থেকে নামটি মুছে ফেলা উচিত।’ বিজেপি সরকারের দেশের নাম পরিবর্তনের সম্ভাব্য প্রস্তাবনার বিরোধিতা করছে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরিবিন্দ কেজরিওয়াল। বিজেপির সমালোচনা করে তিনি বলেন, ‘যদি ইন্ডিয়া জোট নিজেদের নাম পরিবর্তন করে, তাহলে কি বিজেপি ভারতের নাম আবারও পরিবর্তন করবে? কয়েকটি রাজনৈতিক দলের জোটের কারণে কি দেশের নাম পরিবর্তন হবে? এটি ১৪০ কোটি মানুষের দেশ, কোনো রাজনৈতিক দলের না। বিজেপির ভয় ইন্ডিয়া জোট নামের কারণে তাদের কিছু ভোট কমে যাবে।’ দেশের নাম বদল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ধন-ধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?’ তিনি আরও বলেন, ‘ইংরেজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কী হলো?’ এখানেই থেমে না থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে চড়া সুরে আক্রমণ শানিয়ে মমতা বলেছেন, ‘আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে রবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।’  
০৬ সেপ্টেম্বর, ২০২৩
X