চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নাম পরিবর্তন করেও ধরা খেলেন মিজানুর

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান। ছবি : কালবেলা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে দুলাভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩ মে) রাতে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর থানা এলাকায় আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ইকবাল আহাম্মদ ভুঁইয়া স্ত্রী সুফিয়া আক্তার রিয়া ও শ্যালক মিজানুর রহমানসহ পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করতেন। ইকবাল পেশায় গাড়িচালক ছিলেন। তার জমানো অর্থগুলো স্ত্রী ও শ্যালকের কাছে জমা ছিল। ২০০৮ সালে ইকবাল গ্রামের বাড়িতে ঘর নির্মাণের উদ্যোগ নিয়ে তার জমানো অর্থ স্ত্রী ও শ্যালকের কাছে চাইলে এ নিয়ে বিরোধ শুরু হয়।

ওই বছরের ৩ অক্টোবর ইকবালের ভাড়া বাসায় স্ত্রী রিয়া ও শ্যালক মিজানুর রহমান কৌশলে হত্যা করে পরের দিন ৪ অক্টোবর সকালে লাশ গ্রামের বাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ইকবালের ভাই একরাম হোসেন বাদী হয়ে স্ত্রী সুফিয়া আক্তার রিয়া ও শ্যালক মিজানুর রহমানকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে। ২০০৯ সালে মিজানুর রহমান গ্রেপ্তার হন। ২০১২ সালে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।

২০১৭ সালে ৭ আগস্ট আদালত বিজ্ঞ আদালত মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি নিজের নাম মিজানুর রহমান থেকে আবদুল কাদের পরিচয় দিয়ে আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে তাকে ফেনী সদর থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি ত্রিনাথ সাহা বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানা থানায় আসার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি নিজের নাম ও ঠিকানা পরিবর্তন বসবাস করে আসছিলেন। থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা শুক্রবার গভীর রাতে তাকে ফেনী এলাকা থেকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আসামিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার

সিজিএসের সংলাপ / দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর দাবি

সৌরভ গাঙ্গুলী কি আসলেও ভারতের কোচ হচ্ছেন?

এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারক নিয়োগ

শিক্ষা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন

আর্জেন্টাইন গায়িকার প্রেমে ভালোই মজেছেন ইয়ামাল

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : ড. ফরিদুজ্জামান

রাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১৬ প্রার্থী

১০

দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

১১

৭ জেলায় নতুন পুলিশ সুপার

১২

ডাকসু নির্বাচন / লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের 

১৩

ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদেই ধরা যুক্তরাষ্ট্র!

১৪

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

১৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

১৬

সরকারি নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 

১৭

প্রাণ ফিরছে সাদাপাথরে, বাড়ছে পর্যটকের ভিড়

১৮

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

১৯

নির্বাচনে নয়, দায়িত্বে থাকতে চান বিসিবি সভাপতি বুলবুল

২০
X