অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে কমার্স ব্যাংক
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড পদের নাম : ড্রাইভার আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস অভিজ্ঞতা : বৈধ লাইসেন্সসহ দক্ষতার সাথে গাড়ি চালানোর ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলি : প্রার্থীকে অবশ্যই কার/জিপ/মাইক্রোবাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। দেশের যে কোনো স্থানে/অত্র ব্যাংকের যে কোনো শাখায়/অফিসে কাজ করার মানসিকতা থাকতে হবে। ফিল্ড/প্রাক্টিক্যাল/মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। স্বল্পসংখ্যক প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই আবেদনপত্র বাতিল করার ক্ষমতা ও অধিকার সংরক্ষণ করেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নাগরিকত্ব সনদপত্রসহ বিভাগীয় প্রধান, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-২২), ৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ছাড়াও ব্যাংকের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। ঠিকানা : হেড অফিস, ইউনুস ট্রেড সেন্টার, লেভেল-২২, ৫২-৫৩ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০
২২ ঘণ্টা আগে

১০০ জনকে নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, লাগবে না অভিজ্ঞতা
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের ‘সহকারী শাখা ব্যবস্থাপক’ পদে ১০০ জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : আদ-দ্বীন ফাউন্ডেশন (প্রধান কার্যালয়) পদের নাম : সহকারী শাখা ব্যবস্থাপক পদসংখ্যা : ১০০ জন বয়স : সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : ২০,০০০ টাকা (মাসিক)   অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৭ মে, ২০২৪ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স/স্নাতকোত্তর (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে)। অন্যান্য অভিজ্ঞতা ও যোগ্যতা : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে। অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। বি.দ্র. পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। ঠিকানা : আদ-দ্বীন কল্যাণ কেন্দ্র, পুলেরহাট, যশোর
০৭ মে, ২০২৪

জনবল নিয়োগ দেবে বিকেএসপি, আবেদন করুন দ্রুত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর। প্রতিষ্ঠানটি পৃথক চার পদে মোট ০৭ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পদ ও জনবল : ০৪টি ও ০৭ জন চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : বিকেএসপি ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৩ মে, ২০২৪  ১. উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান), ঢাকা বিকেএসপি  পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব ৫০ বেতন স্কেল : ৪৩০০০-৬৯৮৫০/- (৫ম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (১) ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/ বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীসহ সংশ্লিষ্ট ক্রীড়াবিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণির ডিপ্লোমা; অথবা (২) ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে ১ম শ্রেণির মাস্টার্স/২য় শ্রেণির সম্মান, ২য় শ্রেণির মাস্টার্সসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। ২. সহকারী প্রোগ্রামার, ঢাকা বিকেএসপি  বয়স : অনূর্ধ্ব-৩০ পদ : ১টি বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ৩. লাইব্রেরি সহকারী, ঢাকা বিকেএসপি  পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব-৩০ বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা । (গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে । ৪. অফিস সহায়ক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর (রাজস্ব, স্থায়ী) পদসংখ্যা : ০১টি বয়স : অনূর্ধ্ব-৩০ বেতন স্কেল : ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড) প্রয়োজনীয় যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্র সংগ্রহ : বিকেএসপির এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনের ঠিকানা : মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা। আবেদন ফি : ১-২নং পদের জন্য ৬০০ টাকা, ৩নং পদের জন্য ২০০ টাকা, ৪নং পদের জন্য ১০০ টাকা উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে।
০৬ মে, ২০২৪

চৌদ্দ পদে ৫১ জনকে নিয়োগ দেবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ১৪ ক্যাটাগরিতে ৫ম থেকে ৭ম গ্রেডে মোট ৫১ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২০ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২৪ এই বিশ্ববিদ্যালয়ে পঞ্চম গ্রেডে সাতজন উপরেজিস্ট্রার; তিনজন উপমাদ্রাসা পরিদর্শক; একজন উপপরীক্ষা নিয়ন্ত্রক; তিনজন উপপরিচালক (অর্থ ও হিসাব); একজন উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং দুজন উপপরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪৫ বছর। বেতন স্কেল হবে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। সপ্তম গ্রেডে ১৫ জন সহকারী রেজিস্ট্রার; চারজন সহকারী পরিদর্শক; আটজন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক; তিনজন সহকারী পরিচালক (অর্থ ও হিসাব); একজন সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); একজন সহকারী পরিচালক (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র); একজন কোর্স কারিকুলাম বিশেষজ্ঞ এবং একজন সহকারী পরিচালক (জনসংযোগ) নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। বেতন স্কেল হবে ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। পৃথক আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত তথ্যছক পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আট সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি পাঠাতে হবে। প্রার্থীর যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ১০ টাকার ডাকটিকিটসহ ২৫×১১ সেন্টিমিটার/১০×সাড়ে ৪ ইঞ্চি আকারের দুটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতিটি পদের যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এখানে ক্লিক করুন। আবেদন ফি : ‘রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়’ অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ঢাকার অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে ১,০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : রেজিস্ট্রার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নম্বর- ১২৪/২২, ব্লক- এ, সড়ক নম্বর- ৩, পশ্চিম ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা- ১২৩১
০৬ মে, ২০২৪

স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি.। প্রতিষ্ঠানটি ক্যাশ এরিয়া বিভাগ ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি. পদ ও বিভাগের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : ২৮,০০০ টাকা  (মাসিক) অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটারে দক্ষতা ও শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : ইবিএল নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন । পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর ইবিএল স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন। বি.দ্র. প্রার্থীদের ওপরে উল্লিখিত যোগ্যতা এবং কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং যে কোনো ধরনের প্ররোচনা অযোগ্যতার কারণ হবে। ইবিএল কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ১০০ গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২
০৬ মে, ২০২৪

এবার ইউনিয়ন পরিষদেও নিয়োগ হচ্ছে প্রশাসক
সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো এবার ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান করা হচ্ছে। এ লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪’ সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনে বিরোধিতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। গণতন্ত্রের ধারণার বিপরীতে এ সংশোধনী আনা হচ্ছে অভিযোগ করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, স্থানীয় সরকার ধারণা নস্যাৎ করাই নয়, স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিন আমরা কার্যকর হতে দিইনি। জাতীয়ভাবে আমরা এখনো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে পারিনি। এজন্য যেখানেই কোনো সংকট দেখি, সেখানেই প্রশাসক নিয়োগ করতে দেখি। বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। তবে প্রশাসক নিয়োগ হবেন কেবল একবারের জন্য এবং ১২০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে পারবে। অতিমারি, মহামারি ইত্যাদি বিশেষ ক্ষেত্রে সরকার এই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে। বিলে আরও বলা হয়েছে, কোনো চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য বা প্রশাসক যদি নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হন, তাহলে ৫০ হাজার টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে এটি ১০ হাজার টাকা। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
০৬ মে, ২০২৪

রাতে মোমবাতি জ্বালিয়ে নিয়োগ পরীক্ষা
টাঙ্গাইলের সখীপুরে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নিয়োগ কমিটি কার্যক্রম শুরু করে। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পরীক্ষা স্থগিত করে নিয়োগ কমিটি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়োগ পরীক্ষা শুরু হয়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ। প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও তা আমলে নেওয়া হয়নি। রাতে পরীক্ষা নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে পাঁচ মিনিটের মাথায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন।
০৫ মে, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঝুলে গেছে প্রো-ভিসির নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে দুপুরে নিয়োগ দিয়ে রাতেই তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিতের কারণ জানানো না হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা এর পেছনে কলকাঠি নেড়েছেন বলে জানা গেছে। ঈদুল ফিতরের আগে নিয়োগ ও স্থগিতের এ ঘটনা ঘটে। সেসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন, ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে; কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। জানতে চাইলে শিক্ষা সচিব সোলেমান খান কালবেলাকে বলেন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামারি (সারসংক্ষেপ) পাঠানো হয়। এরপর সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। সেখান থেকে নিয়োগের আদেশ পেলে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে এই নিয়োগ স্থগিত হওয়ার পর নতুন করে কোনো আলোচনা হয়নি। জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার; কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে আরেকটি প্রজ্ঞাপন দিয়ে তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক ঘণ্টার ব্যবধানে নিয়োগ স্থগিত হওয়ার পেছন থেকে কলকাঠি নেড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য ও বর্তমান প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পালন করা একজন ব্যক্তি। এমনকি অধ্যাপক মিজান যোগদান করলে সেই শীর্ষ পদের ব্যক্তি পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই ব্যক্তির সঙ্গে সরকারের গত মেয়াদে দায়িত্ব পালন করা একজন মন্ত্রীর বেশ সখ্য রয়েছে। নিয়োগ স্থগিত হওয়ার পেছনে তারও সম্পৃক্ততা ছিল। অধ্যাপক মিজানের বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ আনা হয়। এক. তিনি ঢাবি অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের সময় নারী সহকর্মীকে হেনস্তা ও যৌন হয়রানি করেছেন এবং দুই. তিনি ঢাবির বিএনপি-জামাতপন্থি সাদা দলের সঙ্গে যুক্ত। খোঁজ নিয়ে জানা গেছে, নিটার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালে অধ্যাপক মিজানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। যদিও তদন্ত কমিটির প্রতিবেদনে তার সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততারও কোনো তথ্য পাওয়া যায়নি। জানতে চাইলে অধ্যাপক ড. মিজানুর রহমান কালবেলাকে বলেন, আমি ঢাবির আওয়ামী লীগপন্থি নীল দলের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সদস্য, আহ্বায়ক এবং কেন্দ্রীয় কনভেনিং কমিটির সদস্য ছিলাম। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলাম। নীল দল থেকে সিনেট নির্বাচন করেছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এ ছাড়া সর্বশেষ দুটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের আইটিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। যৌন হয়রানির অভিযোগ যে উদ্দেশ্যপ্রণোদিত, এরই মধ্যে তদন্তে তা প্রমাণিত হয়েছে। নিয়োগের আগে গোয়েন্দা সংস্থাও সবকিছু তদন্ত করে দেখেছে। তবুও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বিষয়কে সামনে আনা হয়েছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করলে অনেকের অনিয়ম, দুর্নীতিতে লাগাম টেনে ধরব, একটি নির্দিষ্ট অঞ্চলের আঞ্চলিক প্রভাব কমে যাবে। তাই তারা এ নিয়োগ স্থগিত করতে উঠেপড়ে লাগে। সরকার নিয়োগ দেওয়ার পরও নতুন উপ-উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং গণমাধ্যমে খোলামেলা বক্তব্য দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ঢাবিতে যখন নীল দল করতাম, তখন তাকে (অধ্যাপক মিজান) খুব কমই দেখেছি। সে কারণে তার মতাদর্শ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নিয়োগের প্রজ্ঞাপনের পরপরই তিনি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রজ্ঞাপনের আগে বা পরে তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেননি। তার নিয়োগের পরে কিছু বিষয় আলোচনায় এসেছে। অনেক সহকর্মী বেশ কিছু নিউজ লিঙ্ক পাঠিয়েছে। এরপর তার নিয়োগ স্থগিত হয়। তখন অনেকে তার সম্পর্কে জানতে চেয়েছে। আমি ওই লিঙ্কগুলোই পাঠিয়েছি। নিজ উদ্যোগে কিছু করিনি। নতুন উপ-উপাচার্য নিয়োগে তার থেকে কোনো প্রস্তাব বা পরামর্শ গ্রহণ করা হয়নি জানিয়ে অধ্যাপক মশিউর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও একজন উপ-উপাচার্য রয়েছেন। তার নিয়োগের প্যানেল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গেছে। মন্ত্রণালয় সেখান থেকে একজনকে নিয়োগ দিয়েছে; কিন্তু এবার আমাদের দিক থেকে কোনো প্যানেল যায়নি। নিয়োগের আগেও এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ন রাখতেই কলকাঠি: অধ্যাপক মশিউরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর দায়িত্বে রয়েছেন। অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, একজন ডিনসহ একাধিক শীর্ষ কর্মকর্তার বাড়ি একই অঞ্চলের। তাই বিশ্ববিদ্যালয়ে সেই অঞ্চলের প্রভাব বেশি বলে অভিযোগ রয়েছে। একজন কর্মকর্তা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন অনেকেই একটি বিশেষ অঞ্চলের। সে কারণে ওই অঞ্চলের প্রভাব অনেক বেশি। নতুন উপ-উপাচার্য সেই এলাকার না হওয়ায় উপাচার্যসহ অনেকেই তাকে চাই না। এ কারণেই যৌন হয়রানির মীমাংমিত ইস্যুকেও সামনে নিয়ে আসা হয়েছে।
০৫ মে, ২০২৪

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে নিয়োগ পরীক্ষা
টাংগাইলের সখীপুরে বিএলএসচাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) সন্ধ্যায় নিয়োগ কমিটি এ কার্যক্রম শুরু করে। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে পরীক্ষা স্থগিত করেন নিয়োগ কমিটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন কয়েকজন প্রার্থী। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরু হয় রাত ৮টায়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শুরু করেন কর্তৃপক্ষ। প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যান কর্তৃপক্ষ। রাতে পরীক্ষা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে পাঁচ মিনিটের মাথায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন। বিদ্যালয়ের জমিদাতা আব্দুর রশিদ বলেন, রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা হচ্ছে কিন্তু আমরা এলাকাবাসী জানি না। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাই, তার বোন জামাই পরীক্ষা দিচ্ছেন। তাহলে বোঝেন পরীক্ষা কেমন হবে। প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমার ভাই এবং বোন জামাই পরীক্ষা দিচ্ছেন তাই এ নিয়োগ পরীক্ষায় আমি কোনো দায়িত্ব পালন করছি না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে নিয়োগ পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সব প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আবুবকর সরকার বলেন, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি। প্রার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
০৪ মে, ২০২৪

স্নাতক পাসে একাধিক পদে চাকরি দেবে হুয়াওয়ে
সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সল্যুশন ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড পদ ও বিভাগের নাম : সল্যুশন ম্যানেজার (ডেটাকম) পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৪ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : সিএসই/ইইই/ইসিই/ইটিই ব্যাকগ্রাউন্ডে ন্যূনতম স্নাতক ডিগ্রি।  অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : লোটাস কামাল টাওয়ার- ২, লেভেল ৯, ৫৯ ও ৬১ গুলশান এভিনিউ (দক্ষিণ), সার্কেল-১, ঢাকা-১২১২
০৩ মে, ২০২৪
X