ক্যাম্পাস সংবাদ / নজরুল বিশ্ববিদ্যালয়ের উনিশে পা
ত্রিশালের নামাপাড়ায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড়যুগ পেরিয়া উনিশতম বর্ষে পদার্পণ করেছে গত ৯ মে। এটি ময়মনসিংহের কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালের নামাপাড়া বটতলায় অবস্থিত। ২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির সব প্রান্তেই ছড়িয়ে আছে নজরুলের সৃষ্টি। শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে অভীষ্ট হিসেবে গ্রহণ করার ফলও পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ইউজিসি র‌্যাঙ্কিংয়ে ১৪-তে অবস্থান করছে নজরুল বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসে চলতে-ফিরতে, উঠতে-বসতে কবির নাম, ছবি আর তার অমর সাহিত্যকর্মের সঙ্গে প্রতিনিয়ত নতুন করে পরিচিত হচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নজরুলকে জানার ও বোঝার নানা সুযোগ রয়েছে। নজরুলকে নিয়ে উচ্চতর গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। কেন্দ্রীয় গ্রন্থাগারে নজরুলের বই নিয়ে আছে আলাদা কর্নার। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চলমান। শিক্ষার্থীরা এখানে আইন, নাট্যকলা, চারুকলা, সংগীত, চলচ্চিত্র নির্মাণ ও সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো পড়ার সুযোগ পান। তবে শিক্ষার্থীরা যে বিভাগেই পড়ুক, নজরুলকে জানার স্বার্থে প্রতিটি বিভাগেই ‘নজরুল স্টাডিজ’ নামে ১০০ নম্বরের বাধ্যতামূলক একটি কোর্স পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে রয়েছে নজরুলের বইয়ের জন্য আলাদা কর্নার, রয়েছে নজরুলের গল্প, উপন্যাস, জীবনীসহ বিপুল বইয়ের ভান্ডার। নজরুল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গত ৯ মে সকালে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নবনির্মিত কলা অনুষদ ভবনের সামনে পায়রা উড়িয়ে শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি ‘গাহি সাম্যের গান মুক্তমঞ্চে’ সমবেত হয়। উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘শিক্ষা, গবেষণা উন্নয়ন এক সুতায় গাঁথা। শিক্ষা-গবেষণা-উন্নয়নের এই চমৎকার ভাবনার জন্য উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ‘শান্তি নিকেতনের আদলে নজরুল বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের এই ক্যাম্পাসের খুব কাছেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি, একটু দূরে রফিজউল্লাহ দারোগার বাড়ি। এসব জায়গায় নজরুল ছিলেন। জায়গাগুলো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাদুঘর। এগুলোকে ক্যাম্পাসের সঙ্গে যুক্ত করা গেলে সঠিক সংরক্ষণ সম্ভব হবে। আবার ক্যাম্পাসের কলেবরও বাড়বে।’
৭ ঘণ্টা আগে

রিকশাচালকের পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার
সাভারে এক রিকশাচালককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের রেকার চালক মো. সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  শনিবার (১৮ মে) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৭ মে) সকাল ১১টার দিকে সাভারের গেন্ডা এলাকায় রিকশাচালক মো. ফজলু মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে রেকার চালক মো. সোহেল রানা। এ সময় আহত রিকশাচালককে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। আহত রিকশাচালকের নাম মো. ফজলু। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনসাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী রিকশাচালক ফজলু বলেন, আমি অটোরিকশা চালাই। আমি ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলাম। এ সময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেলযোগে রেকার চালক সোহেলসহ দুজন ধাওয়া করেন। গেন্ডা বাসস্ট্যান্ডের কাছে গেলে আমাকে ধরে ফেলে তারা। আমাকে রিকশা থামাতে বললে সাইড করে থামাতে চাই। পরে তিনি একটি লোহার রড দিয়ে প্রথমে বাঁ পায়ে আঘাত করে। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইলে তিনি ডান পায়ে সেই লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন। এরপর আমি পড়ে যাই, আর উঠে দাঁড়াতে পারিনি।  আমাকে পেটানো দেখে স্থানীয়রা এসে পুলিশকে ঘিরে ধরে। তখন তিনি সবার উদ্দেশে বলেন, আমি ভুল করেছি, এখন রিকশাচালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে দেন। পরে স্থানীয়রা চলে যায়। কিন্তু আমাকে অপর একটি রিকশায় তুলে দিয়ে সরকারি হাসপাতালে যেতে বলে তিনি চলে যান। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহযোগী রেকার চালক মোস্তফা বলেন, আমি ওই রিকশাচালককে মারিনি। আমার নাম তো মোস্তফা, আহতের কাছে জানতে চাইলেই বলবে, কে পা ভেঙে দিয়েছে। আমি তো ওর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি রেকার চালক সোহেল রানাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ মে, ২০২৪

পা দিয়ে লিখেই শাহজাহানের এসএসসি জয়
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর নেওয়াজি বিএল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরিক্ষায় পা দিয়ে লিখেই বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.৫০ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শাহজাহান। অভাব, দারিদ্র্যতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে প্রতিহত করে এবং দৃঢ় মনোবল ও ইচ্ছাশক্তিকে বুকে ধারণ করে শাহজাহান স্বপ্ন দেখে উচ্চশিক্ষিত হওয়ার। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রী মো. ফরিদুল হক ও রাশেদা বেগম দম্পত্তির ঘরে জন্ম হয় শারীরিক প্রতিবন্ধী মো. শাহজাহান শেখের। ছয় ভাইয়ের মধ্যে শাহজাহান তৃতীয়। জন্মের পর শারীরিক প্রতিবন্ধী শাহজাহানকে নিয়ে পরিবারে চিন্তার অন্ত ছিল না। দুটি হাত থাকলেও সেই হাতে ছিল না কোনো শক্তি। তবে ছোট থেকেই শাহজাহানের খেলাধুলা ও পড়ালেখার প্রতি ছিল খুব আগ্রহ। বড় ভাই মুদি দোকানদার আশরাফের সহযোগিতায় পড়ালেখার সুযোগ হয় শাহজাহানের। অনেক দুর্গম পথ অতিক্রম করে প্রাইমারির গণ্ডি পেড়িয়ে শাহজাহান ভর্তি হয় দুই কিলোমিটার দূরের স্কুল চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়ে। এত দূরের স্কুলে তার পক্ষে একা চলাচল করা সম্ভব ছিল না। তার বড় ভাই আশরাফ প্রতিদিন স্কুলে রেখে আসত এবং ছুটি হলে নিয়ে আসত। শাহজাহানের বাবা মো. ফরিদুল হক বলেন, আমাদের অভাবের সংসারে ছেলেদের পড়ালেখা করানোর কথা চিন্তাই করতে পারিনি। তার ওপর শাহজাহান ছিল জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। ওর ইচ্ছা আর ওর বড় ভাইদের প্রচেষ্টায় পড়ালেখা করানো সম্ভব হয়েছে। ওর স্যাররাও অনেক সহযোগিতা করেছে। শাহজাহানের মা রাশেদা বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলেটা ছোট থেকে অনেক কষ্টে পড়ালেখা করে ভালো রেজাল্ট করেছে। ওর বাবা কাঠ মিস্তিরির কাজ করে ওকে কীভাবে পড়ালেখা করাবে তা নিয়েই চিন্তা করেছি। এ চিন্তা শাহজাহানের মাঝেও পরিলক্ষিত হচ্ছিল।  বড় হয়ে কী হতে চায় এ প্রশ্ন করলে শাহজাহান কিছুক্ষণ নিশ্চুপ থেকে উত্তর দেয়, আমি প্রতিবন্ধী। বাইরে পড়ালেখা করার সামর্থ আমার নাই। দেখি কতদূর পর্যন্ত পড়ালেখা করতে পারি। চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আলম বলেন, দুই তিন বছর আগেও এ স্কুলে প্রতিবন্ধীদের পড়ালেখার কোনো পরিবেশ ছিল না। সেই সময়ে শাহজাহান অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। তার ভাই প্রতিদিন বাইকে করে রেখে যেত আবার স্কুল ছুটি হলে নিয়ে যেত। ছেলেটা অনেক মেধাবী। স্কুল থেকে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছি। পরিবার থেকে আরেকটু সুযোগ পেলে ছেলেটা হয়তো এ প্লাস পেত।
১৫ মে, ২০২৪

পা দিয়ে লিখেই এসএসসি পাস করল সিয়াম
জন্ম থেকেই দুই হাত নেই সিয়ামের। পা দিয়েই সব কাজ করতে হয় তাকে। তার অদম্য ইচ্ছা ছিল পড়ালেখা করে সে সরকারি চাকরি করবে। তাই সে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবেই উত্তীর্ণ হয়েছে। সিয়াম অভাব, দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ইচ্ছা আর মনোবল নিয়েই এগুতে চায়। তার মনে নেই বিন্দুমাত্র কোনো হতাশার ছাপ। অদম্য এই মেধাবী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখেই জিপিএ ৩.৮৩ পেয়েছে।  সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সব বিষয়ে সে সাফল্যের সঙ্গে ভালো নম্বর পেয়ে পাস করে। তার এ ফলের জন্য তার বাবা-মা ও শিক্ষকেরা খুব খুশি। বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নাহ মিয়া ও জোসনা বেগমের ছেলে সিয়াম। তাদের তিন সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকেই তার দুটি হাত নেই। কিন্তু থেমে নেই তার পড়ালেখা ও খেলাধুলা। তবে পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে প্রাথমিকের মাঝ পথে বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। বিদ্যালয় থেকে বেতন মওকুফ করলে পুনরায় পড়ালেখা শুরু করে সিয়াম। ২০১৮ সালে ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে একই ইউনিয়নের চাপারকোনা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সে। এর পর কৃতিত্বের সঙ্গে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সিয়াম। সে এবার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় পাশ করে।  পরীক্ষায় উত্তীর্ণের বিষয়ে জানতে চাইলে সিয়াম কালবেলাকে জানায়, জন্ম থেকেই আমার দুই হাত নেই। পা দিয়ে লিখতে লিখতে আমার অভ্যাস হয়ে গেছে। পা দিয়ে লিখেই প্রাথমিক ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সিয়ামের মা জোসনা বেগম বলেন, লেখাপড়ার জন্য সিয়ামকে কখনো বলতে হয় না। নিজের ইচ্ছায় সব সময় পড়ালেখা করে। কিছু কিছু কাজ ছাড়া সব কাজ নিজেই করতে পারে। আল্লাহর রহমতে সে এসএসসি পরীক্ষায় পাস করেছে। লেখাপড়া করতে চায় ছেলে। তবে অভাবের সংসারে সামনের দিনগুলোতে ছেলেকে কীভাবে কলেজে পড়াশোনা করাব সেই চিন্তায় খুশিও ম্লান হয়ে গেছে তাদের। সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেন তিনি। চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলীমুর রাজি শিবলু কালবেলাকে বলেন, আর দশটা ছেলে মেয়েদের চেয়ে সব সময় পরীক্ষায় ভালো রেজাল্ট করত সিয়াম। এবার পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে। একাদশ শ্রেণিতে অত্র কলেজে যদি সে ভর্তি হয়, কলেজের সকল বেতন মওকুফ করে দেওয়া হবে বলে জানান তিনি।
১২ মে, ২০২৪

মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা
মা শব্দটির মধ্যে আছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি। মায়ের কোল যে কত বিশাল একটি আশ্রয় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বোঝে না। মায়ের প্রতি সম্মান প্রদর্শন আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই মহৎ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। আয়োজকরা বলেন, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই ক্ষুদ্র প্রয়াস। কেননা মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও অক্লান্ত পরিশ্রমে সন্তানদের গড়ে তোলেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।
১২ মে, ২০২৪

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি
পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে রাব্বি। সে স্বাভাবিক জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পর্শে তার দুটি হাত কাটা যায়।  রাব্বি ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। সে হাজী তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।  স্থানীয়রা বলেন, শুধু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এনে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই সাফল্য। পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পাওয়াতে বাবা-মা, শিক্ষকসহ স্থানীয়দের মুখ উজ্জ্বল করেছে রাব্বি।  রাব্বির বাবা বজলুর রহমান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কৃতিত্ব। অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।  রাব্বি বলে, ‘আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন রাব্বি। ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। সে জীবনে অনেক বড় হোক এই প্রত্যাশাই করি। রাব্বির মনোবল দেখে কখনো মনে হতো না সে শারীরিক প্রতিবন্ধী। সে অত্যন্ত মেধাবী। তার মেধা, মনোবল ও মানুষের দোয়ার কারণে আজ সে এ প্লাস পেয়েছে। তাই আমি বিত্তবানদের অনুরোধ করব রাব্বির পড়ালেখায় সহযোগিতা যেন তারা এগিয়ে আসেন।
১২ মে, ২০২৪

অর্ধযুগে পা রাখল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
‘ঐক্যে মোরা, সত্যের পথে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পাচঁ বছর পূর্ণ ও ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কেটে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান। এরপর দুপুরে আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) শেখ মো. শহীদুল ইসলাম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার। ২০১৯ সালের ৯ মে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
১০ মে, ২০২৪

চিকিৎসকের পা ধরে মাফ চাইলেন সেই আ.লীগ নেতা
রোগীকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে বেধড়ক পেটানো সেই আওয়ামী লীগ নেতা এলিম পাহাড় এবার পা ধরে মাফ চেয়েছেন। রোববার (৫ মে) শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর উপস্থিতিতে চিকিৎসকের পা ধরে মাফ চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাফ চাওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এলিম পাহাড় শরীয়তপুর জেলা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি। ভুক্তভোগীরা হলেন, চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শেহরিয়ার ইয়াছিন ও তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান।  ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবনে হামলার শিকার চিকিৎসকরাসহ কয়েকজন চিকিৎসক বসে আছেন।  এলিম পাহাড়কে তাদের পায়ে ধরে মাফ চাইতে বলছেন এমপি। তখন এলিম দুই চিকিৎসকের মধ্যে প্রথমে ডাক্তার শেহরিয়ারের পায়ে এবং পরে তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে পা ধরে ক্ষমা চান। এ সময় তাকে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পায়ে ধরতেও দেখা যায়।  ভিডিওতে পালং মডেল থানার ওসি মেজবাউদ্দিন আহমেদ, যুবলীগ নেতা বাচ্চু বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক পাহাড় ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা. মনিরুল ইসলামসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে দেখা যায়।  মীমাংসার বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি। ঘটনাটি না বাড়িয়ে মীমাংসা করার জন্য তিনি অনুরোধ করেছেন। তাই তার উপস্থিতিতে ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন। তাই তার প্রতি সম্মান দেখিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক ডাক্তার শেহরিয়ার ইয়াছিন বলেন, স্থানীয় সংসদ সদস্য অনুরোধ করায় আমি মামলা প্রত্যাহারের আবেদন করতে বাধ্য হয়েছি। আমার কানের পর্দা ও কণ্ঠনালিতে আঘাত লেগেছে। এ বিষয়ে আওয়ামী লীগ ও শ্রমিক ইউনিয়ন নেতা এলিম পাহাড়, মোবাইল ফোনে বলেন, সংসদ সদস্য আমাদের মুরব্বি। উনি বলেছেন, তাই মীমাংসা করেছি। আমার ছেলেরে অন্য জায়গায় চিকিৎসা করাচ্ছি। এ বিষয়ে শরীয়তপুরের জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম (পিপিএম) বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকে লাঞ্ছিতের ঘটনায় ভুক্তভোগী জেলা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সঙ্গে সঙ্গেই এলিম পাহাড়কে আটক করে পুলিশ। কিন্তু আসামি গ্রেপ্তারের পর ভুক্তভোগী তার অভিযোগপত্রটি তুলে নেন। যার কারণে কোনো মামলা গ্রহণ করা সম্ভব হয়নি।  এর আগে শনিবার (৪ মে) দুপুরে সাড়ে ১২টার দিকে মারামারিতে আহত ছেলেকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডা. শেহরিয়ারকে বেধড়ক পেটান এলিম পাহাড়। এই সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানকেও লাঞ্ছিত করা হয়। পরে ডা. শাহরিয়ার বাদী হয়ে দুপুরে সদরের পালং মডেল থানায় একটি মামলার আবেদন করলে পুলিশ এলিম পাহাড়কে আটক করে।
০৬ মে, ২০২৪

ফাইনালে এক পা লেভারকুসেনের
সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল বায়ার লেভারকুসেন। এ নিয়ে সব প্রতিযোগিতায় ৪৭ ম্যাচ অপরাজিত লেভারকুসেন। দলটির জয় সংখ্যা ৩৯; বাকি আট ম্যাচ ড্র হয়েছে। গত কয়েক ম্যাচে জয় কিংবা ড্রয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জার্মান ক্লাবটিকে। কিন্তু রোমার বিপক্ষে দুই অর্ধে দুটি গোল করে আয়েশি জয়ে জার্মানিতে ফিরেছে দলটি। এরই মধ্যে বুন্দেস লিগা নিশ্চিত করেছে লেভারকুসেন। জার্মান কাপের ফাইনালে উঠেছে দলটি। ইউরোপা লিগের ফাইনালে এক পা দেওয়ার মাধ্যমে ট্রেবল জয়ের স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে আলোনসোর অধীনে বিস্ময়কর ফুটবল খেলা জার্মান এ ক্লাব। প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয়ের পরও আগামী সপ্তাহে ঘরের মাঠের ম্যাচ নিয়ে সতর্ক জাবি আলোনসো। ‘লড়াইটা কঠিন ছিল। আমরা গোছালো এবং অনেক ভালো ফুটবল খেলেছি। এ জয় আমাদের কাছে বিশেষ। কিন্তু এখনো অনেক কিছু করার আছে আমাদের’—ম্যাচের পর বলছিলেন লেভারকুসেন কোচ জাবি আলোনসো। ম্যাচ সম্পর্কে সাবেক এ মিডফিল্ডার বলেছেন, ‘তৃতীয় গোল করার বেশকিছু সুযোগ এসেছিল আমাদের সামনে। শেষদিকে রোমাও ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। ম্যাচের ফল নিয়ে আমরা খুশি।’ ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে লেভারকুসেনের শুরুটা ছিল খানিক অগোছালো। ম্যাচের লাগামটা ধরতে অবশ্য মোটেও সময় নেয়নি দলটি। ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেছিল রোমাই। বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো বিদালার জোড়ালো শট অবশ্য লেভারকুসেন গোলরক্ষক কোভারকে পরাস্ত করার জন্য যথেষ্ট ছিল না। ১৯ মিনিট পর ২১ মিনিটে রোমেলু লুকাকুর দুটি প্রচেষ্টা স্বাগতিক সমর্থকদের হতাশা দীর্ঘ করেছে। এল শারাউইর পাস ধরতে না পারায় প্রথমটি নষ্ট হয়েছে। বক্সের সামনে থেকে বেলজিয়ান এ ফরোয়ার্ডের হেড ক্রসবারে প্রতিহত হওয়ায় পরের প্রচেষ্টা বিফলে যায়। ২৮ মিনিটে রিক কারসডর্পের ভুলের মাশুল দিয়ে গোল হজম করে রোমা। ডাচ রাইটব্যাকের পাস সতীর্থের কাছে পৌঁছার আগে ধরে নেন গ্রিমালদো; তার স্কয়ার পাস গোলে পরিণত করতে একদম ভুল করেননি ২১ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরেইন ভির্টজ। মাঝবিরতির পর দানিয়েল ডি রসির এএস রোমা খেলায় কিছুটা উন্নতি করেছে বটে, প্রাপ্ত সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে আরেক গোল হজম করে ঘরের মাঠে হারটা নিশ্চিত করে ফেলে দলটি। গ্রিমালদোর লম্বা পাস ধরে বক্সের মধ্য থেকে রবার্ট এনড্রিখ স্কোরলাইন ২-০ করেছেন। ইউরোপা লিগের আরেক সেমিফাইনালে ফরাসি ক্লাব মার্শেইয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছে আরেক ইতালিয়ান ক্লাব আটালান্টা। ১১ মিনিটে জিয়ানলুকা স্কামাকার গোলে লিড নিয়েছিল অতিথি দল। চানসেল এমবাম্বার ২০ মিনিটে করা গোলে সমতায় আসে মার্শেই।
০৪ মে, ২০২৪

এবার চাঁদের বুকে পা রাখবে পাকিস্তান
গেল বছর চাঁদের বুকে পা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এবার সেই পথ অনুসরণ করে পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে পা ফেলতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। আগামী শুক্রবার চীনের সহায়তায় মহাকাশের পথে যাত্রা করবে পাকিস্তানের পতাকাখচিত প্রথম কোনো মহাকাশযান।  পাকিস্তানের দ্য ইনিস্টিটিউট অব স্পেস টেকনোলজি মঙ্গলবার জানিয়েছে চীনের হাইনান প্রদেশের একটি মহাকাশ স্টেশন থেকে তাদের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।  দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আগামী ৩ মে চীনের হাইনানে অবস্থিত মহাকাশ স্টেশনে চ্যাং-৬ চন্দ্রানুসন্ধান মহাকাশযানে করে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে যাত্রা করবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ। নিজস্ব নকশা ও উন্নয়ন প্রযুক্তির মাধ্যমে আইকিউব-কিউ মহাকাশ অরবিটারটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সহায়তায় ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি  করেছে বলে জানানো হয়। এতে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।  কারিগরি যোগ্যতা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আইকিউব-কিউ চীনের চ্যাং-৬ মিশনের সঙ্গে একীভূত করা হয়েছে। চ্যাং-৬ চীনের চন্দ্রানুসন্ধানের জন্য পরিচালিত মিশনের ষষ্ঠ মিশন। আইএসটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেলগুলোতে এই উৎক্ষেপণের ভিডিও সরাসরি সম্প্রচার করবে বলে জানায়।  চীনের এ চন্দ্রাভিযান চাঁদের দূরবর্তী পৃষ্ঠে অবতরণ করবে এবং সেখানকার নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য পৃথিবীতে ফিরে আসবে বলে জানানো হয়। চীনের এ মিশনটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবস্যাট স্যাটেলাইট আইকিউব-কিউ বহন করছে। কিউবস্যাট হল ক্ষুদ্রাকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকার এবং মানসম্পন্ন নকশায় তৈরি করা হয়। গেল বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে উপমহাদেশের প্রথম দেশ এবং একই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে চন্দ্রাভিযান সম্পন্ন করে দিল্লি। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান। যদিও ভারতের চন্দ্র মিশন দেশটির একক প্রকল্প থাকলেও পাকিস্তানের চন্দ্র মিশনে সহায়তা করছে চীন।  
০১ মে, ২০২৪
X