ফতুল্লা ও ভোলায় কিশোর গ্যাংয়ের হামলা নিহত ২
নারায়ণগঞ্জ ও ভোলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় দূরে গিয়ে সিগারেট খেতে বলায় সালমান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয় কুতুবপুর ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ভোলার দৌলতখানে কিশোর গ্যাংয়ের হামলায় আহত রাব্বি নামে এক কলেজ শিক্ষার্থীকে গতকাল শুক্রবার রাজধানীতে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত সালমান খুলনার জাহানাবাদের জিনারতলা গ্রামের মোফাজ্জল মিয়া ও খুকু বেগমের ছেলে। তারা সপরিবারে ফতুল্লার কুতুবপুর চিতাশাল কুসুমবাগ এলাকার ২ নম্বর গলির শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। নিহতের মা খুকু বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় ক্যানেলপাড় এলাকায় সাদ্দাম মিয়ার চায়ের দোকানের সামনে সালমান দাঁড়িয়ে ছিল। তখন জাহিদ নামে এক ছেলে সিগারেট ধরায়। এতে সালমান তাকে দূরে গিয়ে সিগারেট খেতে বলে। এজন্য দলবল নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে সালমানকে এলোপাতাড়ি মারধর করে জাহিদ। এরপর সালমান সেখান থেকে আহত অবস্থায় কোনোমতে বাসায় এসে পড়ে। রাত ৪টায় অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সালমান মারা যায়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামান বলেন, এক ছেলে ফোন করে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ক্যানেলপাড়ে পোলাপান ঝগড়া করেছে। এতে মারধরে একজন মারা গেছে। এরপর বিষয়টি নিয়ে নিহত ছেলের বাবার সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। তখন তাকে বলেছি, আপনি ইচ্ছা করলে স্থানীয়ভাবে মীমাংসা করতে পারেন, আমি সহযোগিতা করব। আর যদি তা না চান তাহলে মামলা করতে পারেন। এর চেয়ে বেশি কিছু বলিনি। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে। এদিকে, ভোলার দৌলতখানে নিহত রাব্বি জামাল মাঝির ছেলে। গত বৃহস্পতিবার দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। গতকাল রাজধানীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, রাব্বির ছোট ভাই রাজীবের সঙ্গে কিশোর গ্যাং সদস্য মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে আগে থেকে মাহিদ ও সহযোগীরা অবস্থান করছিল। তারা রাজীবের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাব্বির অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। অভিযুক্ত মাহিদ দৌলতখান বাজারের ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

১ বছরের মধ্যে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ নেবে ফতুল্লা : আকরাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. আকরাম খান (ম্যানেজমেন্ট ফেসিলিটি উপকমিটির চেয়ারম্যান) বলেছেন, আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলব। এটা এই সিজনে না হলেও পরবর্তী সিজনে আমরা করতে পারব। এক বছরের মধ্যে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ নেবে ফতুল্লা স্টেডিয়াম। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উন্নয়নমূলক সংস্কার কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, বুয়েটের একটি টিমের সঙ্গে আমরা বিগত ছয় মাস যাবৎ আলাপ-আলোচনা করছি। ওদের আইডিয়া নিয়েই আমরা কাজ করব। আপাতত আমরা মাঠটিকে খেলার উপযোগী করতে চাই। আমাদের কাজ শুরু হয়েছে। বছরখানেক পর আমরা এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে তৈরি করে ফেলব। আকরাম আরও বলেন, বিশ্বকাপে আমাদের শুরু ভালো হয়েছিল। তবে পরের তিনটি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। এখনো পাঁচটি ম্যাচ আছে। আমরা যদি দুই তিনটি বড় দলকে হারাতে পারি তাহলে কোয়ালিফাই না করতে পারলেও ভালো ফল নিয়ে আসতে পারব। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) বলেছেন, আমাদের জেলায় জেলায় খেলার মাঠ দরকার। এই মাঠটি খেলার অবস্থায় ছিল না। ক্রিকেট বোর্ডের নিজের অর্থায়নে এটা ছয় ফুট ও চার পুট উঁচু করা হবে। যেন এখানে পানি না জমে। এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। তিনি আরও বলেন, আমাদের খেলাধুলা যেন সারাবছর হয় সেজন্য এটা করা হচ্ছে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটিকে ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার করা প্রয়োজন। সেটা এনএসএ করবে। তিনি বলেন, যতদিন এ মাঠটি আন্তর্জাতিক ভেন্যু ছিল ততদিন এখানে রক্ষণাবেক্ষণ ভালোভাবেই হয়েছে। ভেন্যু বাদ হয়ে যাওয়ার পর যখন খেলাধুলা বন্ধ হয়ে যায় তখন আর রক্ষণাবেক্ষণ আগের মতো হয়নি। পাশাপাশি এটা ডিএনডি এলাকায়। ডিএনডির কাজ সেনাবাহিনী করছে, সেটা সম্পন্ন হয়ে গেলেই এ জলাবদ্ধতার সমস্যাগুলো আর থাকবে না। এখন নিয়মিত খেলা চালু হলে এটার রক্ষণাবেক্ষণ আগের মতোই নিয়মিতভাবে চলবে।
২৪ অক্টোবর, ২০২৩
X