২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় সাড়ে তিন কোটি টাকা
স্বজন-পরিজনদের সঙ্গে ঈদ উৎসব উদযাপনে নাড়ির টানে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে। ফলে বঙ্গবন্ধু সেতুতে দিগুণ বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় এ সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে দিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। টোল আদায় হয়েছে তিন কোটি টাকারও বেশি।  মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৭ হাজার ২৩২ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৬ হাজার ১৯৫টি গাড়ি চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে তিন কোটি তিন লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯শ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাভেল এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দিগুণেরও গাড়ি পারাপার হয়েছে। আজকেও প্রচুর যানবাহন পার হচ্ছে। 
০৯ এপ্রিল, ২০২৪

চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে, পুলিশের ড্রোন উড়বে কাল
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। সড়কে মানুষ ও গাড়ির সংখ্যা বাড়লেও কোনো চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে। সিরাজগঞ্জের অপর তিন রুটেও নেই চাপ। এ ছাড়া সোমবার (৮ এপ্রিল) সড়কের পরিস্থিতি নজরদারি করতে পুলিশের ড্রোন ক্যামেরা উড়বে।    রোববার (৭ এপ্রিল) সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। মহাসড়কের মুলিবাড়ি, কড্ডার মোড় ও নলকা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা বেশি থাকলেও গতি ছিল স্বাভাবিক। কোথাও যানজট বা ধীরগতি তৈরি হয়নি।  বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঈদে ঘরে ফেরা গাড়ির সংখ্যা বাড়তেছে। কিন্তু এ রুটে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। পূর্ণ গতিতেই গাড়ি চলছে।    সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, গাড়ির চাপ কিছুটা বাড়তে থাকলেও সিরাজগঞ্জের সকল মহাসড়ক একদম স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) গার্মেন্টস ছুটি হলে চাপ কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল থেকেই ঝাঐল ওভার ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বরে ড্রোন ক্যামেরা ওড়ানো হবে। ড্রোন ক্যামেরার ভিডিও সরাসরি সিরাজগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে লাইভ করা হবে।   সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. আরিফুর রহমান মন্ডল কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি গাড়ি চলাচল করেছে। টোল আদায় হয়েছে দুই কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।
০৭ এপ্রিল, ২০২৪

অবরোধেও বঙ্গবন্ধু সেতু পার হয়েছে ১৫ হাজার যান 
একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সত্ত্বেও বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী পরিবহনের সংখ্যাই বেশি। তবে যাত্রীবাহী বাস চলেছে স্বাভাবিকের চেয়ে একটু কম।  সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, মুলিবাড়ী, নলকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়- অবরোধ উপেক্ষা করেই চলছে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন। কিছু কিছু দূরপাল্লার যাত্রীবাহী ও লোকাল বাসও চলাচল করতে দেখা গেছে।  বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) রাত ১২টা থেকে রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ১৫ হাজার ৪৩টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্বপ্রান্তে ৮ হাজার ৩৮টি ও পশ্চিম প্রান্ত দিয়ে ৭ হাজার ৫টি গাড়ি চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯২হাজার ৫০ টাকা।  বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দিনে গাড়ির পরিমাণ কম চলাচল করলেও রাতে সম্পূর্ণ স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করে। প্রতি রাতে আমরা প্রচুর সংখ্যক যানবাহন পার করে দেই। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী পরিহবনের সংখ্যা বেশি হলেও যাত্রীবাহী বাসও চলাচল করে।  বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। অবরোধ থাকলেও রাতে প্রচুর পরিমাণে পণ্যবাহী গাড়ি পার হয়। যাত্রীবাহী বাসও চলে, তবে সেটা তুলণামূলক কম। 
১৩ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বাড়ছে
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের অন্যান্য রুটে ক্রমেই যান চলাচল বাড়ছে।  সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল বাড়তে থাকে। দুপুর গড়াতে দু-একটি যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা যায়। তবে আজও জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।  এদিকে জেলা ও উপজেলা শহরগুলোতে তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। আগের তুলনায় বাড়ছে লোক সমাগমও। অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে না পাওয়া গেলেও জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।  হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, গত দিনগুলোর চেয়ে যানবাহন চলাচল বেড়েছে। আজকে দুপুরের পর থেকে যাত্রীবাহী লোকাল বাসও চলাচল করছে।   সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু জাফর বলেন, সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, পিকআপ, লরি, কাভার্ডভ্যান চলাচল করছে। এরপর ধীরে ধরে বাস চলাচলও শুরু করেছে। পুলিশ স্কোয়াড দিয়ে গাড়িগুলো পার করে দিচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার রয়েছে।
০৬ নভেম্বর, ২০২৩
X