টানা তিনদিন ধরে উপুর্যুপরি যানবাহনের চাপ কমে গিয়ে ফাঁকা হতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল রুট।
আজ বুধবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় একদমই কমে আসে গাড়ির চাপ। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত গাড়ির চাপে এ মহাসড়কে ধীরগতি দেখা যায়। তবে এবারের ঈদযাত্রায় বড় কোন যানজট সৃষ্টি হয়নি সিরাজগঞ্জের কোন রুটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গত তিনদিন ধরেই গাড়ির চাপ রয়েছে। শেষ মুহূর্তে আজ বিকেল পর্যন্তও ব্যাপক যানবাহন চলাচল করেছে। সন্ধ্যা থেকে গাড়ির চাপ কমে ফাঁকা হতে থাকে এ মহাসড়ক।
মন্তব্য করুন