ব্যালটে প্রতীক ভুল, নির্বাচন কর্মকর্তা বদলি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরের দিকে নিজের বদলির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশ।  নির্বাচন কমিশনের সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৯ মে’র মধ্যে অমিত কুমারকে কর্মস্থল ত্যাগ করতে হতে বলা হয়। বিজ্ঞপ্তিতে অমিত কুমার দাশকে মুন্সীগঞ্জ সদরে বদলির কথা উল্লেখ করা আছে। এদিকে মুন্সীগঞ্জ সদরের মো. মনিরুল ইসলামকে কসবায় পদায়ন করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বদলির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পারেন ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেলচালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এ নিয়ে তার ভোটাররা বিব্রত হচ্ছিলেন।  পরে দুপুরের দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। পরে অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।
০৭ মে, ২০২৪

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি
চাঁদপুরে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় ওই শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের (আরএম) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে পূবালী ব্যাংকের চাঁদপুরের নতুন বাজার শাখার নবাগত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন। ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও দুদুক চাঁদপুর কার্যালয় ঘটনার তদন্ত করছে। প্রসঙ্গত, নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবারে কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলছে। তিনি গত ১৪ জানুয়ারি পূর্বালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।
১৯ এপ্রিল, ২০২৪

দুই কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, প্রধান কারারক্ষীসহ বদলি ৩
গাইবান্ধা জেলা কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে প্রধান কারারক্ষী আশরাফুল ইসলামসহ তিনজনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে।  শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কারাগারের সুপার জাভেদ মেহেদী।  গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত এক অভিযোগে বলা হয়, কারারক্ষী আশরাফুল ইসলাম ও জনৈক নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় কারাগারে আটক আরেক নারী হাজতিকে আশরাফুল ও অভিযুক্ত নারী কারারক্ষীসহ কয়েকজন মিলে হাত-পা বেঁধে নির্যাতন করে। বিষয়টি জানতে পেরে নারী হাজতির মা করিমন নেছা গাইবান্ধা কারাগারে এসে তার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলে কর্তৃপক্ষ করিমন বেগমকে তার মেয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। তবে তিনি কারাগারের বিভিন্ন সূত্র থেকে ঘটনা শুনে করিমন গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।  এ বিষয়ে গাইবান্ধার জেল সুপার জাবেদ মেহেদী বলেন, প্রধান কারারক্ষী আশরাফুল ইসলাম, নারী কারারক্ষী তাহমিনা ও শাবানাসহ তিনজনের মধ্যে তহমিনাকে রংপুর কারাগারে, আশরাফুলকে দিনাজপুর জেলা কারাগারে এবং শাবানাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে বদলি করা হয়েছে। গাইবান্ধা কারাগারে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমান। তিনি বলেন, তদন্তের কাজ শুরু করেছি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানের সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলি
বান্দরবানের রুমায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) হাতে অপহরণের শিকার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। ওই শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) নারায়ণ দাশকে রুমা সোনালী ব্যাংক শাখাটির ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সোনালী ব্যাংক বান্দরবান জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওসমান গনি বলেন, রুমা শাখা থেকে অপহরণের শিকার ম্যানেজার নেজাম উদ্দীনকে কর্ণফুলী শাখার ম্যানেজার (সিনিয়র অফিসার) হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার আরও কয়েকজনকে রুটিন বদলি করা হয়েছে। জানা গেছে, গত ৯ এপ্রিল অফিসিয়ালি তাকে বদলির আদেশ দেওয়া হয়। তবে এখনো তিনি সে শাখায় যোগদান করেননি। নেজাম উদ্দীন ২০১৫ সালে অফিসার হিসেবে সোনালী ব্যাংক চকরিয়া শাখায় যোগদান করেন। এরপর স্ত্রীর চাকরির সুবাদে তিনি বদলি হয়ে বান্দরবান সোনালী ব্যাংকে আসেন। এর আগে তিনি সোনালী ব্যাংক রোয়াংছড়ি শাখায় দায়িত্ব পালন করেন।  গত ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতির সময় কেএনএফ সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ৪৬ ঘণ্টা পর র‌্যাব অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নেজাম উদ্দীন বলেন, ঘটনার পর আমাকে অন্য জায়গায় বদলি করা হবে, সেটা আমি জানতাম। তবে এক্ষেত্রে স্যাররা আমার কাছে জানতে চেয়েছেন, আমি কোথায় যাব। তখন আমি চট্টগ্রামের আশপাশে থাকার কথা বলেছিলাম। তাই আমাকে কর্ণফুলী শাখায় দিয়েছেন।
১৯ এপ্রিল, ২০২৪

নকলার সেই এসিল্যান্ডকে বদলি
সাংবাদিককে কারাদণ্ড দেওয়া শেরপুর নকলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. শিহাবুল আরিফকে জামালপুর সদরে বদলি করা হয়েছে। গত ৫ মার্চ উপজেলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে এসিল্যান্ড শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ৬ মাসের কারাদণ্ডের দেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে শেরপুর নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে বদলি করা হয়। বদলির আদেশে বদলিকৃত কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করা হয়নি।  শেরপুর জেলা প্রশাসক বলেছেন, রিলিজ দিলেই তিনি জামালপুরে যোগদান করতে পারবেন। জানা গেছে, গত ২০২২ সালের ২১ জুন নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. শিহাবুল আরিফ। যোগদানের পর থেকেই তিনি উপজেলার অনেক সরকারি খাস সম্পত্তি বিভিন্ন ব্যক্তির নামে খারিজ করে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।  এরপর চলতি বছরের ৫ মার্চ সাংবাদিক শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেয় ঐ সাংবাদিককে।  পরে সাংবাদিকের সাজার ঘটনায় সারাদেশের সাংবাদিকরা আন্দোলন শুরু করলে ১২ মার্চ ওই সাংবাদিককে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।  বদলির বিষয়ে এসিল্যান্ড শিহাবুল আরিফকে ফোন করে পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে এসিল্যান্ড শিহাবুল আরিফের বদলির বিষয়ে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, তার বদলির আদেশ হয়েছে কিন্তু তাকে এখনো রিলিজ দেওয়া হয়নি। তাকে রিলিজ দিলে তিনি জামালপুরে চলে যাবেন।  তবে কবে তাকে রিলিজ দেওয়া হবে এই ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলেননি। অতি দ্রুতই রিলিজ দেওয়া হবে বলে তিনি জানান। জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, শিহাবুল আরিফের বদলির আদেশ হয়েছে। তিনি এই সপ্তাহেই জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করবেন।
১৬ এপ্রিল, ২০২৪

কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে বদলি
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিষ্ঠাতা ও সংগঠনের বর্তমান প্রধান নাথান বমের স্ত্রীকে বান্দরবানের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল লালমনিরহাটের ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দিপালী বাড়ইকেও বদলি করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে আরও বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্সদের ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। নতুন কর্মস্থলে যোগদান না করলে ৯ এপ্রিল বিকেলে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। তবে বদলির পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, নাথানের স্ত্রীর নাম লেলসমকিম বম। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন। উল্লেখ্য, নাথানের নেতৃত্বাধীন কেএনএফ গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করে। এ ঘটনার এক দিন পরই থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় ১৮ লাখ টাকা লুট করে তারা। এসব ঘটনার পর বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।
১১ এপ্রিল, ২০২৪

সরকারি অফিসে চুরি; ঘটনার সুরাহা না করেই বদলি নিলেন কর্মকর্তা
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কার্যালয় থেকে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে উঠেছে। চুরির ঘটনা সুরাহা না করেই বদলি নিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের তৎকালীন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান এর কার্যালয় থেকে চুরি হয় নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাসকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও বীজ উৎপাদন কেন্দ্রের বিভিন্ন কাজের চাপের কথা বলে মৌখিকভাবে সময় বাড়িয়ে নেয় তদন্ত কমিটি।  এদিকে তদন্ত কমিটি গঠনের দুই মাস ১০ দিন পর ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামানের বদলির ঠিক এক দিন আগে গত ৩০ মার্চ তড়িঘড়ি করে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। দীর্ঘ সময় নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও কত টাকা ও কী ধরনের নথি চুরি হয়েছে এ বিষয়ে জানেন না ঘটনা উন্মোচনে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। এতে করে ধোঁয়াশায় রয়ে গেছে পুরো তদন্ত প্রতিবেদন। তদন্তের বিষয়ে জানতে চাইলে কমিটির অন্যতম সদস্য ও দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান রাহি বলেন, আমরা তদন্ত করে দেখতে পাই জানালার গ্রিল ভাঙা ছিল এবং ড্রয়ার ও আলমারির দরজা খোলা ছিল। তবে কত টাকা এবং কী ধরনের নথি চুরি হয়েছে তা তৎকালীন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার আমাদের অবগত করেনি। তাই, ওই অবস্থায় তদন্ত প্রতিবেদন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়। অনুসন্ধানে আরও জানা যায়, প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার কার্যালয় থেকে টাকা চুরির আগে কার্যালয়ের হিসাবরক্ষকের কাছ থেকে দাপ্তরিক কাজে ব্যয়ের কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা নেন ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান।  এ বিষয়ে তৎকালীন দায়িত্বে থাকা হিসাবরক্ষক আজাহারুল ইসলাম বলেন, অফিসের নিয়ম অনুযায়ী আর্থিক সংশ্লিষ্ট হিসাব অফিসের হিসাব রক্ষকের কাছে থাকার কথা থাকলেও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খোরশেদুজ্জামান অফিসিয়াল কাজে ব্যয়ের কথা বলে ৩ লাখ ৬০ হাজার টাকা আমার কাছ থেকে নেন। আমি এই টাকার রিসিভ করে তাকে বুঝিয়ে দেই। এখন এই টাকা চুরি হয়েছে নাকি অন্য কোনো টাকা তা আমি জানি না। এদিকে বীজ উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান এর দেবীগঞ্জ অফিস থেকে রংপুর বুড়িরহাট অফিসে বদলি হওয়ার খবর নিশ্চিত হলে চুরির বিষয়টি গত ৩১ মার্চ প্রকাশ পায়। এ নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে চুরির ঘটনা সুরাহা না করেই বদলি নেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান। সরকারি অফিসে চুরির ঘটনা ঘটলেও থানায় কোনো ধরনের অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি করেননি তিনি। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির বিষয়ে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে ব্যবস্থা গ্রহণ করবেন। দোষ যিনিই করুক না কেন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক কর্মচারী জানান, ঘটনার কয়েক মাস আগে থেকে অফিসের সিসি ক্যামেরা নষ্ট ছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো, যে কক্ষে চুরি হয়েছিল সে কক্ষের দরজার তালা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। এ সময় অফিসের ড্রয়ার ও আলমারির তালা খোলা থাকলেও অফিসের কম্পিউটারসহ অন্য কোনো দামি সরঞ্জাম চুরি হয়নি। আসল ঘটনাকে ধামাচাপা দিতে চুরির নাটক সাজানো হয়েছে বলে অনেকে মনে করছেন। চুরির ঘটনায় কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাওয়া হলে দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের বর্তমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাস বলেন, কক্ষের ভেতরের অবস্থা দেখে কোনোভাবে মনে হয়নি যে বাইরের কেউ ঢুকে চুরি করেছে। কারণ সে সময় কর্মকর্তা কক্ষের কাজ শেষে বের হবার পর ওই কক্ষ তালাবন্ধ ছিল। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযোগ বা মামলা করতে নির্দেশ না দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের অর্থ এবং গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার জানান, এই বিষয়ে ইতোপূর্বে কেউ আমাদের অবগত করেনি।
০৭ এপ্রিল, ২০২৪

স্কুলের শিক্ষকদের বদলি আবেদন অক্টোবরে
সরকারি মাধ্যমিক শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তা বদলি নীতিমালা-২০২৪’ প্রকাশ করে। এর আওতায় শিক্ষক ও কর্মকর্তা প্রতি বছর অক্টোবরে বদলির আবেদন করতে পারবেন। তবে অন্য সময় এ আবেদন করা যাবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৬২৭টি ও স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৪টি। এগুলোতে শিক্ষক রয়েছেন প্রায় সাড়ে ১৭ হাজার। ১৯৯৪ সালে একটি পরিপত্র এবং ২০০৫ সালে একটি অফিস আদেশ অনুযায়ী বদলি/পদায়ন করা হতো। ২০২২ সালের ২৪ মে বদলির জন্য খসড়া নীতিমালা করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। নীতিমালায় বলা হয়েছে, তবে অনিবার্য পরিস্থিতিতে শুধু সিনিয়র সচিব বা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর আবেদন করা যাবে। প্রতি বছরের অক্টোবরে শিক্ষকদের যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত শর্তে সরাসরি (অনলাইনে) আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বর্তমান কর্মস্থলে চাকরিকাল তিন বছর পূর্ণ হতে হবে এবং বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে।
০৭ এপ্রিল, ২০২৪

ডিএমপির চার কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন উপকমিশনার (ডিসি) পদমর্যাদার ও দুজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিনকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট বিভাগে এবং সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট বিভাগের মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়াকে ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। তারা দুজন উপকমিশনার (ডিসি) পদমর্যাদার। এ ছাড়া প্রসিকিউশন বিভাগের মো. ফেরদাউছ হোসাইনকে ট্রাফিক উত্তরা বিভাগের পশ্চিম জোনে এবং ডিএমপির মো. সাজিদুর রহমানকে সিটি ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে। তারা দুজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।
০৬ এপ্রিল, ২০২৪
X