বহিষ্কার হলেও বিএনপি ছাড়বেন না পরাজিতরা
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অংশ নেন বিএনপির প্রায় ৮০ জন নেতা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পরই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের এই প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগই দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হয়েছেন। এর মধ্য দিয়ে এসব নেতা দুই কূল হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করতে গিয়ে বহিষ্কৃত নেতাদের বিষয়ে বিএনপির হাইকমান্ড অত্যন্ত কঠোর। আবার দল থেকে বহিষ্কার হওয়ায় তারা স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে ধ্বংসের মুখে পড়েছে তাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। তবে এমন পরিস্থিতিতেও বিএনপির সঙ্গেই থাকতে চান উপজেলা ভোটে পরাজিত এ প্রার্থীরা। বেশ কয়েকজন পরাজিত প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পদ থেকে বহিষ্কার হলেও তারা বিএনপি ছাড়বেন না। উপজেলা নির্বাচনের সব ধাপ শেষ হলে নিজেদের ভুল স্বীকার করে দলের কাছে আবেদন করবেন তারা। হাইকমান্ড যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তা মেনে নিয়েই তারা দলের সঙ্গেই থাকবেন। পদ না থাকলেও দলীয় কর্মসূচিও পালন করবেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারী এই নেতাদের জন্য বিএনপির দরজা সহসাই খুলছে না বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কালবেলাকে বলেন, ‘উপজেলা নির্বাচনের বিষয়ে দল তার সিদ্ধান্তে অনড় রয়েছে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেছেন, গঠনতন্ত্র মোতাবেক দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে কী হবে, সেটা পরের ব্যাপার। তবে এটা (বহিষ্কারাদেশ প্রত্যাহার) নিয়ে আমরা এখন ভাবছি না।’ গত বুধবার প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচন হয়। এর মধ্যে ৩৪টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে বিএনপির ৮০ জন নেতা অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়। ভোটের ফলে দেখা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলিয়ে অন্তত ৬৪ জন বিএনপি নেতা প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এরই মধ্যে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপেও দলের অনেকে প্রার্থী হয়েছেন। এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ ধাপেও অনেক উপজেলায় বিএনপি নেতারা ভোটে রয়েছেন। চতুর্থ বা শেষ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন, প্রথম ধাপের নির্বাচন-পরবর্তী ধাপের প্রার্থীদের জন্য এক ধরনের বার্তা। প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ালে দলে ফেরার এখনো সুযোগ আছে। নইলে দলের পদও হারাবেন, আবার ভোটেও পরাজিত হবেন। কারণ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনই যে নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু হয় না, প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন তার সর্বশেষ প্রমাণ। তা ছাড়া স্থানীয়ভাবে দুই-একজন নেতা প্রার্থী হলেও বিএনপির সাধারণ নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন না। প্রথম পর্বের নির্বাচনে এর প্রমাণ পাওয়া গেছে। আর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যারা কেন্দ্রে যাবেন, তারা বিএনপির কাউকে ভোট দেবেন—এটা আশা করা যায় না। এ কারণে বিএনপি নেতাদের ধারণা, তৃতীয় ও চতুর্থ ধাপে বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা ভোটে থাকলেও নির্বাচন ইস্যুতে দলের কঠোর অবস্থান এবং প্রথম ধাপের ফল বিবেচনায় অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। কারণ দলের সমর্থন ছাড়া যে মাঠে টিকে থাকা যায় না, এই বাস্তবতা তারা অনুধাবন করতে পারবেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ধাপের ভোটে গিয়ে দুকূল হারিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। দলীয় সিদ্ধান্ত না মেনে ভোটে অংশ নেওয়া ভুল ছিল বলেও কেউ কেউ বলতে শুরু করেছেন। প্রথম ধাপে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। বিএনপির বহিষ্কৃত এই নেতা কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। যতদিন বেঁচে থাকব বিএনপিকে ভালোবাসব। অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা বা মনমানসিকতা নেই। দল বহিষ্কার করলেও আমি বিএনপিরই লোক। দলে ফিরতে যথাসময়ে আবেদন করব।’ নিজেকে জিয়াউর রহমানের সৈনিক ও আফরোজা খান রিতার কর্মী উল্লেখ করে তুষার বলেন, ‘আশা করি, বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে যাবে।’ সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া। দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হন তিনি। এমন অবস্থায় আগামীতে কী করতে চান—এমন প্রশ্নে গোলাপ মিয়া বলেন, ‘রাজনীতি তো বাদ দেওয়া যাবে না। যেহেতু জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে আছি, অন্য কিছু করার চিন্তা করি না। চেষ্টা করব, বহিষ্কারাদেশ যাতে প্রত্যাহার হয়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রতীকে ভোট না করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির বিভিন্ন মহল থেকে শুনছিলাম, উপজেলা নির্বাচনের ব্যাপারে দল ইতিবাচক হতে পারে। সেজন্য নির্বাচনের ব্যাপারে লোকজনের সঙ্গে কথা বলেছি, যোগাযোগ করেছি। দল শেষ মুহূর্তে যখন বর্জনের সিদ্ধান্ত নিল, পারিপার্শ্বিক নানা কারণে তখন আর ফেরার মতো অবস্থা ছিল না। কারণ তখন অনেকে মনে করত, টাকার বিনিময়ে বসে গেছি।’ কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা তাঁতী দলের সভাপতি জাহাদুল হুদা। তিনি কালবেলাকে বলেন, দল থেকে বহিষ্কার করা হলেও তিনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এখনো জিয়ার আদর্শ ধারণ করেন। তাই অবশ্যই দলে ফিরতে যথাসময়ে আবেদন করবেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন, বিএনপির সব কর্মসূচিতেও সক্রিয় থাকবেন। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম বেলী। ভোট করায় সংগঠন থেকে বহিষ্কৃতও হন তিনি। বেলী কালবেলাকে বলেন, বহিষ্কার হলেও তিনি বিএনপি ও মহিলা দলের সঙ্গেই থাকবেন। কারণ তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেন। ফলে দলীয় সব কর্মসূচিতেও সক্রিয় হবেন এবং দলে ফিরতে আবেদনও করবেন।
১১ মে, ২০২৪

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আরও তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. নুর সালাম সরকার (ভাইস চেয়ারম্যান), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া (ভাইস চেয়ারম্যান) এবং গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডল সুমন (চেয়ারম্যান)। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৫ মে দল ও অঙ্গ সংগঠনের ৬১ নেতাকে বহিষ্কার করে বিএনপি।
০৬ মে, ২০২৪

উপজেলা নির্বাচন / শোকজের জবাব না দেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরে ২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতরা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন‌। নেতারা দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়। তারা দুজনেই ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন জনগণের সেবা করে আসছি। এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে মেনে নেবে না। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের  বহিষ্কার করা হয়েছে।
০৫ মে, ২০২৪

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃতরা ঝিনাইদহের হরিণাকুণ্ডু  উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও ফলসী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রহমান। শনিবার (৪ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ২ মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল দলটি সূত্রে জানা যায়। এদিকে আমিরুল ইসলাম ও গোলাম রহমান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের প্রচার চালাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত (খুলনা বিভাগ) সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও ঝিনাইদহ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি দেওয়া হয়েছে। এর আগে কারণ দর্শানোর নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তার উত্তর দিতে বলা হয়েছিল। ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম রহমান বলেন, আমি অনেকদিন ধরে নির্বাচনী প্রচার চালাচ্ছি। দল থেকে কোনো বাধা দেওয়া হয়নি। হঠাৎ বলা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। কিন্তু আমার জনপ্রিয়তা বেশি থাকায় আমি দলীয় সিদ্ধান্ত অমান্য করেই নির্বাচন করব। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ হবে।
০৪ মে, ২০২৪

নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির ৫ নেতা বহিষ্কার
কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের পঞ্চগড়ের বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৪ মে) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া পাঁচ নেতাকর্মী হলেন, পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলার বিএনপির সদস্য সচিব এবং বোদা উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম, একই উপজেলার বড়শশী ইউনিয়নের বিএনপির সদস্য ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, বোদা ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল। ওই নোটিশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু জানান, কেন্দ্রীয় কমিটি ও সকল নেতাকর্মী বর্তমান সরকারের সকল নির্বাচনকে বর্জন করেছে। এ বিষয়ে আমাদের আন্দোলন চলমান। কিন্তু এর মাঝে যারা কেন্দ্রীয় সিদ্ধান্তকে না মেনে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের বহিষ্কার করেছে এবং তা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
০৪ মে, ২০২৪

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার
৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় আরও ৬১ জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। শনিবার (৪ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা গেছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ার শুরুতে ৭৩ জনসহ সবমিলিয়ে ৮০ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বৃহস্পতিবার (২ মে) তাদের কারণ দর্শানো (শোকজ) নোটিশ পাঠানো হয়েছিলো। পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়। এদিকে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করায় দলটির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রথম ধাপের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছেন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে যদি ভোট সুষ্ঠু হয় এবং বিএনপির বহিষ্কৃত নেতারা বিজয়ী হন তাহলে তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনেও বিএনপি থেকে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে বিএনপিতেই এমন আলোচনা চলছে। তবে তৃণমূলের বাস্তবতা আসলে কতটা বিবেচনায় নিয়েছে বিএনপির হাইকমান্ড, সেই আলোচনাও রয়েছে দলটির ভেতরে। সেইসঙ্গে গণহারে দল থেকে এই বহিষ্কার তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে কী ধরনের প্রভাব ফেলবে; এতে দল আরও দুর্বল হচ্ছে কি না, এসব প্রশ্নও রয়েছে বিএনপিতে। তবে কঠোর অবস্থানেই থাকছেন দলটির নেতৃত্ব। জানা গেছে, এ মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা, প্রথম ধাপের ফলাফল যদি বিএনপির চিন্তা-ভাবনার হিতে বিপরীত হয়। তখন বহিষ্কার বার্তাও পদধারী ও সাবেক নেতাকর্মীদের ভোটে অংশ নেওয়া থেকে কতটা বিরত রাখতে পারবে? একদিকে ভোটে অংশ নেওয়া নেতাকর্মীর তালিকা বড় হবে, অন্যদিকে বহিষ্কার সংখ্যাও বাড়বে। তবে হাইকমান্ড শেষ পর্যন্ত কঠোর অবস্থানেই থাকছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী এবার কমবেশি ৪৮০ উপজেলা পরিষদে চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ মে। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে, ২৯ মে তৃতীয় ও ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন হবে। ইতোমধ্যে সব ধাপের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, উপজেলা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপেও বিএনপি নেতাদের অনেকে প্রার্থী হতে আগ্রহী। ফলে উপজেলা নির্বাচন বর্জনের অবস্থানে থাকা দলটির বহিষ্কারের সংখ্যা দীর্ঘ হবে। নেতাদের ধারণা, উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা আড়াই-তিনশত হতে পারে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কিছু নেতা বহিষ্কার হলেও তাতে তাদের দলের কোনো ক্ষতি হবে না। বহিষ্কৃত নেতাদের তালিকা
০৪ মে, ২০২৪

ঝালকাঠিতে আ.লীগের তিন নেতা বহিষ্কার
ঝালকাঠিতে আওয়ামী লীগের পাচ নেতাকে বহিষ্কার  করা হয়েছে। শুক্রবার (৩ মে) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের এসব নেতাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বাবুলের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন ৫ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব হাওলাদার। ৪ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক সুজিত ঘরামী এবং  ৯ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন খান।  এছাড়া আলাদা আলাদা চিঠিতে প্রত্যেকের উদ্দেশ্য বলা হয়, ‘আপনি গত কয়েক মাস ধরে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। যা বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং কীর্তিপাশা ইউনিয়নকে প্রশ্নের সম্মুখীন করেছে। তাই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থেকে অস্থায়ী ভিত্তিতে বহিষ্কার করা হলো। পরবর্তীতে সঠিকভাবে সাংগঠনিক  কর্মকাণ্ডে মনোনিবেশ না করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
০৪ মে, ২০২৪

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে (একাডেমিক ভবন-১) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করে। পরীক্ষা নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা যায়, ওই পরীক্ষার্থী তার এডমিট কার্ডের অপর পৃষ্ঠায় কালি ছাড়া কলমের নিব দ্বারা চাপ দিয়ে লিখে এনেছিল। যাতে কলমের কালি বোঝা না গেলেও কী লেখা আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেখানে বিভিন্ন সাল, তারিখ ও অন্যান্য লেখা পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পরিদর্শকগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, আমরা জিএসটি ভর্তি পরীক্ষার নির্দেশনা মোতাবেক যে কোনো প্রকার জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছি। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে হাবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
০৩ মে, ২০২৪

ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার
কানাডার তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা। এরপর তুমুল বিপাকে পড়েছেন তিনি। সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। বুধবার (০১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কনজারভেটিভ লিডার পিয়েরে পোইলিভরেকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিনি উন্মাদ বলে আখ্যা দেন। এরপর বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে তাকে দিনের বাকি অংশের জন্য সংসদ থেকে বের করে দেওয়া হয়।  বিবিসি জানিয়েছে, কানাডায় আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ট্রুডো ও পিয়েরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা রয়েছে। মঙ্গলবার তাকে পার্লামেন্টের হাউস অব কমন্স থেকে বহিষ্কার করা হয়।  রয়টার্স জানিয়েছে, নির্বাচনী জরিপে কনজারভেটিভরা এগিয়ে রয়েছেন। পিয়েরে ক্ষমতাসীন দল লিবারেল সরকারকে নিয়মিত কার্বন ট্যাক্সের জন্য আক্রমণ করে চলেছেন। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে বলেও দাবি তার।  মঙ্গলবার এই বিরোধী নেতা হাউস অব কমন্সে ভাষণ দেওয়ার সময় ট্রুডোকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, ‘এই উন্মাদ প্রধানমন্ত্রীর এই উন্মাদ নীতির অবসান কবে হবে?’ এমন বক্তব্যের পর স্পিকার গ্রেগ ফার্গাস তাকে মন্তব্য প্রত্যাহার করতে চারবার অনুরোধ করেন। তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন।  স্পিকারের আহ্বানে সাড়া না দেওয়ায় তিনি পিয়েরেকে বলেন, পিয়েরে স্পিকারের কর্তৃত্বকে উপেক্ষা করেছেন। এরপর তিনি তাকে দিনের বাকি অংশের জন্য হাউস থেকে বের হয়ে যাওয়ার কথা নির্দেশ দেন। ফরে পিয়েরে এবং তার দলের বেশিরভাগ আইনপ্রণেতা সংসদ থেকে চলে যান।  উল্লেখ্য, কানাডার পার্লামেন্ট থেকে এভাবে কেনো সদস্যকে বের করে দেওয়ার ঘটনা বিরল। 
০১ মে, ২০২৪

বিএনপির আরও ৪ জন বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও চারজনকে বহিষ্কার করেছে বিএনপি। এ নিয়ে মোট ৭৯ জনকে বহিষ্কার করা হলো। গতকাল মঙ্গলবার বহিষ্কৃত নেতারা হলেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি মোসা. সাবিরা বেগম, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমান। এরা সবাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০১ মে, ২০২৪
X