রাজকুমার নন্দী
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বহিষ্কার হলেও বিএনপি ছাড়বেন না পরাজিতরা

উপজেলা নির্বাচন
বহিষ্কার হলেও বিএনপি ছাড়বেন না পরাজিতরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অংশ নেন বিএনপির প্রায় ৮০ জন নেতা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পরই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের এই প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগই দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হয়েছেন। এর মধ্য দিয়ে এসব নেতা দুই কূল হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করতে গিয়ে বহিষ্কৃত নেতাদের বিষয়ে বিএনপির হাইকমান্ড অত্যন্ত কঠোর। আবার দল থেকে বহিষ্কার হওয়ায় তারা স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে ধ্বংসের মুখে পড়েছে তাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। তবে এমন পরিস্থিতিতেও বিএনপির সঙ্গেই থাকতে চান উপজেলা ভোটে পরাজিত এ প্রার্থীরা।

বেশ কয়েকজন পরাজিত প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পদ থেকে বহিষ্কার হলেও তারা বিএনপি ছাড়বেন না। উপজেলা নির্বাচনের সব ধাপ শেষ হলে নিজেদের ভুল স্বীকার করে দলের কাছে আবেদন করবেন তারা। হাইকমান্ড যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তা মেনে নিয়েই তারা দলের সঙ্গেই থাকবেন। পদ না থাকলেও দলীয় কর্মসূচিও পালন করবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্যকারী এই নেতাদের জন্য বিএনপির দরজা সহসাই খুলছে না বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কালবেলাকে বলেন, ‘উপজেলা নির্বাচনের বিষয়ে দল তার সিদ্ধান্তে অনড় রয়েছে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেছেন, গঠনতন্ত্র মোতাবেক দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে কী হবে, সেটা পরের ব্যাপার। তবে এটা (বহিষ্কারাদেশ প্রত্যাহার) নিয়ে আমরা এখন ভাবছি না।’

গত বুধবার প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচন হয়। এর মধ্যে ৩৪টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে বিএনপির ৮০ জন নেতা অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়। ভোটের ফলে দেখা গেছে, বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে।

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনে ২৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলিয়ে অন্তত ৬৪ জন বিএনপি নেতা প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এরই মধ্যে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপেও দলের অনেকে প্রার্থী হয়েছেন। এ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে। চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ ধাপেও অনেক উপজেলায় বিএনপি নেতারা ভোটে রয়েছেন। চতুর্থ বা শেষ ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে।

বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন, প্রথম ধাপের নির্বাচন-পরবর্তী ধাপের প্রার্থীদের জন্য এক ধরনের বার্তা। প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ালে দলে ফেরার এখনো সুযোগ আছে। নইলে দলের পদও হারাবেন, আবার ভোটেও পরাজিত হবেন। কারণ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনই যে নিরপেক্ষ ও অবাধ-সুষ্ঠু হয় না, প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচন তার সর্বশেষ প্রমাণ। তা ছাড়া স্থানীয়ভাবে দুই-একজন নেতা প্রার্থী হলেও বিএনপির সাধারণ নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন না। প্রথম পর্বের নির্বাচনে এর প্রমাণ পাওয়া গেছে। আর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যারা কেন্দ্রে যাবেন, তারা বিএনপির কাউকে ভোট দেবেন—এটা আশা করা যায় না।

এ কারণে বিএনপি নেতাদের ধারণা, তৃতীয় ও চতুর্থ ধাপে বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা ভোটে থাকলেও নির্বাচন ইস্যুতে দলের কঠোর অবস্থান এবং প্রথম ধাপের ফল বিবেচনায় অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। কারণ দলের সমর্থন ছাড়া যে মাঠে টিকে থাকা যায় না, এই বাস্তবতা তারা অনুধাবন করতে পারবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ধাপের ভোটে গিয়ে দুকূল হারিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। দলীয় সিদ্ধান্ত না মেনে ভোটে অংশ নেওয়া ভুল ছিল বলেও কেউ কেউ বলতে শুরু করেছেন।

প্রথম ধাপে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। বিএনপির বহিষ্কৃত এই নেতা কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি। যতদিন বেঁচে থাকব বিএনপিকে ভালোবাসব। অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা বা মনমানসিকতা নেই। দল বহিষ্কার করলেও আমি বিএনপিরই লোক। দলে ফিরতে যথাসময়ে আবেদন করব।’

নিজেকে জিয়াউর রহমানের সৈনিক ও আফরোজা খান রিতার কর্মী উল্লেখ করে তুষার বলেন, ‘আশা করি, বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে যাবে।’

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া। দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হন তিনি। এমন অবস্থায় আগামীতে কী করতে চান—এমন প্রশ্নে গোলাপ মিয়া বলেন, ‘রাজনীতি তো বাদ দেওয়া যাবে না। যেহেতু জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে আছি, অন্য কিছু করার চিন্তা করি না। চেষ্টা করব, বহিষ্কারাদেশ যাতে প্রত্যাহার হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রতীকে ভোট না করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির বিভিন্ন মহল থেকে শুনছিলাম, উপজেলা নির্বাচনের ব্যাপারে দল ইতিবাচক হতে পারে। সেজন্য নির্বাচনের ব্যাপারে লোকজনের সঙ্গে কথা বলেছি, যোগাযোগ করেছি। দল শেষ মুহূর্তে যখন বর্জনের সিদ্ধান্ত নিল, পারিপার্শ্বিক নানা কারণে তখন আর ফেরার মতো অবস্থা ছিল না। কারণ তখন অনেকে মনে করত, টাকার বিনিময়ে বসে গেছি।’

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা তাঁতী দলের সভাপতি জাহাদুল হুদা। তিনি কালবেলাকে বলেন, দল থেকে বহিষ্কার করা হলেও তিনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এখনো জিয়ার আদর্শ ধারণ করেন। তাই অবশ্যই দলে ফিরতে যথাসময়ে আবেদন করবেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন, বিএনপির সব কর্মসূচিতেও সক্রিয় থাকবেন।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম বেলী। ভোট করায় সংগঠন থেকে বহিষ্কৃতও হন তিনি। বেলী কালবেলাকে বলেন, বহিষ্কার হলেও তিনি বিএনপি ও মহিলা দলের সঙ্গেই থাকবেন। কারণ তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেন। ফলে দলীয় সব কর্মসূচিতেও সক্রিয় হবেন এবং দলে ফিরতে আবেদনও করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ‘ক্ষমা’ চাইবে, জানালেন ফাওজুল কবির

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

বৃষ্টিপাত-তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

১০

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

১১

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

১২

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

১৩

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১৪

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

১৫

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

১৬

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

১৭

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১৮

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১৯

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

২০
X