দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তীর্থযাত্রী বহন করা বাসটি সেতু থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।  বাসটি খাদে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এতে চালকসহ বাসের ৪৫ যাত্রীই নিহত হন। তবে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু।   স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ইয়াহু নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মাতলাকালা ব্রিজ থেকে ছিটকে পড়ে ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। এরপর আগুনে ফেটে যায়। প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। এ সময় মাতলাকালা পর্বত গিরিপথে সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আপনাদের প্রতি আমাদের প্রার্থনা রয়েছে। পরিবহনমন্ত্রী আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।  তিনি বলেন, আমরা সব সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে বলছি। বিশেষ করে ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহের শেষ দিনগুলোতে সড়কে বেশি যানবাহন থাকায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে যাচ্ছি।
২৯ মার্চ, ২০২৪

বরিশালে বাস খাদে পড়ে নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আরও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন। ওসি আনোয়ার হোসেন জানান, এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ব্যক্তিটির পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা হাসপাতালে এবং কয়েকজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে আসছিল। বাসটি মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। 
২২ মার্চ, ২০২৪

পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষসহ ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে সকালে বাসযোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে (পাংচার) যায়। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে। নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কারও দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। 
০৪ মার্চ, ২০২৪

জম্মুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ৩৮
ভারতের জম্মু-কাশ্মীরের জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। জম্মু-কাশ্মীরের পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার জানান, বাসটি কিশতোর থেকে বাতাকোটে যাচ্ছিল। দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমেশ কুমার। দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে তাতে যোগ দেয় পুলিশও। দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে হিন্দুস্তান টাইমসকে বলেন, দুর্ঘটনার পর ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ যাত্রী ছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং এক এক্স বার্তায় জানান, হেলিকপ্টারে করে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন জম্মুর প্রধান প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘জম্মু-কাশ্মীরের দোদায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা মূল্যবান কতগুলো প্রাণ চলে যাওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।
১৬ নভেম্বর, ২০২৩

ভেনিসে পর্যটকবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২১
ইতালির ভেনিসে সেতুর ওপর থেকে খাদে পড়ে শিশুসহ ২১ বিদেশি পর্যটক নিহত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  ভেনিসের ফায়ার ব্রিগেডের কমান্ডার মাউরো লুয়োনগো জানান, বাসটি ডিগবাজি খেয়ে ১০ মিটার উঁচু থেকে পড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের পাশাপাশি অনেকে আহত হয়েছেন।  জানা গেছে, বাসটি ফ্লাইওভারের ওপর থেকে নিরাপত্তা বেষ্টনি ভেদ করে রেললাইনের ওপর পড়ে যায়। এতে সাথে সাথেই বাসটিতে আগুন ধরে যায়। তবে এভাবে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে যাওয়ার কারণ স্পষ্ট হওয়া যায়নি।  বাস অপারেটরের কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, বাসটি ছিল বিদ্যুৎচালিত। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে থাকতে পারে।  বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেন ও একজন জার্মানির নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন শিশু ও বাসচালক নিজেও রয়েছেন।  ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এটিকে একটি বড় ট্রাজেডি হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, এটি এমন একটি ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 
০৪ অক্টোবর, ২০২৩
X