বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু
যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের সদস্য জিএম মশিউর রহমান (৪৩) মারা গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে  উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মোবারকপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। জানা গেছে, মোবারকপুর গ্রামে বাড়ির পাশে মশিউর রহমানের একটি মাছের ঘের রয়েছে। রাতে ঘের পাড়ে লাগানো ফলদ গাছে পানি দেওয়া সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমানকে মৃত ঘোষণা করেন। চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিএম মশিউর রহমান মোবারকপুর ১ নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রকিব উজ্জামান বলেন, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিউর রহমান নামে একজন ইউপি সদস্য মারা গেছেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানান যাবে।
২০ এপ্রিল, ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে উপজেলার জয়গঞ্জ এলাকার উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৌশিক ওই এলাকার রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির ওয়াশরুম থেকে বেরনোর সময় নির্মাণাধীন বাড়ির টিনের দরজায় অসাবধানতাবশত হাত পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ কালবেলাকে বলেন, তার সাথে মিছিল-মিটিংয়ে আর দেখা হবে না। সে খুব ভাল ছেলে, ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ ছিলো। তাকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম কালবেলাকে জানান, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়। সবাই সাবধানতা অবলম্বন করবেন।
১৫ মার্চ, ২০২৪

ভারতে শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ শিশু বিদ্যুৎস্পৃষ্ট
ভারতের রাজস্থানের কোটায় মহা শিবরাত্রির শোভাযাত্রায় ১৪ জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৮ মার্চ) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির। ভারতীয় পুলিশ বলছে, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নগর বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। দুজন শিশু গুরুতর আহত হয়েছে। একজন ১০০ শতাংশ পুড়ে গেছে। সম্ভাব্য সব ধরনের চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, দুজন গুরুতর শিশুর মধ্যে একজনের ৫০ শতাংশ এবং অন্যজনের ১০০ শতাংশ শরীর পুড়ে গেছে। বাকিরা ৫০ শতাংশের কম পুড়েছে। উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
০৮ মার্চ, ২০২৪

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মধুরাম রায় (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেওয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মধুরাম।  এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তি বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানাযন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
২২ ডিসেম্বর, ২০২৩

রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভবন নির্মাণের কাজ করাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক ইউনুস আলী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আতাউর রহমানের ছেলে। ভবন নির্মাণ প্রকল্পের সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, ১০ তলায় পানি তোলার জন্য মটরের সুইস দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন ইউনুস আলী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে শুনেছি। এ ধরনের মৃত্যু অবশ্যই দুঃখজনক। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ প্রসঙ্গত রাবির উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল ও ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ পায় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ওই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৭ অক্টোবর, ২০২৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত
মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। এসময় আহতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আরও একজন যুবক। এতে করে এই ঘটনায় সর্বমোট প্রাণ হারায় ৪ জন। প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে ৪ জন মারা যান।   নিহতরা হলেন, মো: মিজান (৩০), তার স্ত্রী  মুক্তা বেগম (২৫), মেয়ে  লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া, মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (৭ মাস) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন কালবেলাকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও ২জন পুরুষ। চারজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি শিশুকে পানি থেকে তোলা হচ্ছে। এ ছাড়া অন্য এক জায়গায় ৩ জন পড়ে আছে। সন্ধ্যার পর থেকেই বৃষ্টিতে নাকাল রাজধানী ঢাকা। আর এতে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। যার পরিণতি ভয়াবহ যানজট। আর এতে ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরা মানুষজন। লম্বা সময় ধরে একই স্থানে আটকে আছে অসংখ্য যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থাকবে আরও দুই দিন। আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্র ও শনিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের ভাষায় এটি অতিভারী বর্ষণ। সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে জানিয়ে আগামী দুদিন এমন বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক কালবেলাকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের গড় বৃষ্টিপাত ছিল ৯ মিলিমিটার। তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ মিলিমিটার-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
২২ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীতে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
রাজধানীর মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তিতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন কালবেলাকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও ২জন পুরুষ। চারজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ মৃতরা হলেন- নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক মো: মিজান (৩০), তার স্ত্রী  মুক্তা বেগম (২৫), মেয়ে  লিমা (৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া, মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (০৭ মাস) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। জানা যায়, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুস্পৃষ্টে ৫ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে ৪ জন মারা যান। এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি শিশুকে পানি থেকে তোলা হচ্ছে। এ ছাড়া অন্য এক জায়গায় ৩ জন পড়ে আছে। সন্ধ্যার পর থেকেই বৃষ্টিতে নাকাল রাজধানী ঢাকা। আর এতে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। যার পরিণতি ভয়াবহ যানজট। আর এতে ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরা মানুষজন। লম্বা সময় ধরে একই স্থানে আটকে আছে অসংখ্য যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থাকবে আরও দুই দিন। আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্র ও শনিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের ভাষায় এটি অতিভারী বর্ষণ। সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে জানিয়ে আগামী দুদিন এমন বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক কালবেলাকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের গড় বৃষ্টিপাত ছিল ৯ মিলিমিটার। তবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ মিলিমিটার-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
২২ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এবং সকালে পৃথক দুটি ঘটনা ঘটে। গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ ও পাগলা থানার ওসি মো. রাজু আহাম্মদ পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পৌর শহরের ইমামবাড়ি এলাকায় মো. মোখলেছ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৭) এবং মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে জাহিদ মিয়া(১৪)। নিহত সাজ্জাদ হোসেন স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং জাহিন মিয়া ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, বিকালে সাজ্জাদ হোসেন বাড়ির পাশে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  অপরদিকে সকালে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে সাজনি গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে স্কুল ছাত্র জাহিদ হোসেন। আশঙ্কা জনক অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।  ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু সরকার বলেন, জাহিদ বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে স্কুলের ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী আমরা সবাই শোকাহত।
১৮ সেপ্টেম্বর, ২০২৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারির মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছাদুল গাইন (৩২) নামে এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছাদুল গাইন ওই গ্রামের কেসমত গাইনের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আছাদুল নিজ মুরগির খামারে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানো মাত্রই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরুজ্জামান জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
০৮ সেপ্টেম্বর, ২০২৩
X