দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে উপজেলার জয়গঞ্জ এলাকার উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৌশিক ওই এলাকার রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির ওয়াশরুম থেকে বেরনোর সময় নির্মাণাধীন বাড়ির টিনের দরজায় অসাবধানতাবশত হাত পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ কালবেলাকে বলেন, তার সাথে মিছিল-মিটিংয়ে আর দেখা হবে না। সে খুব ভাল ছেলে, ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ ছিলো। তাকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম কালবেলাকে জানান, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়। সবাই সাবধানতা অবলম্বন করবেন।
মন্তব্য করুন