শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
১১ ঘণ্টা পর বিধ্বস্ত বিমান উদ্ধার
দীর্ঘ ১১ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘বলবান’। বৃহস্পতিবার (৯ মে) রাত ১০টার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল। বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল এ দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হয় বিমানটি।  বিমানটি পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে বিমানটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর। এজন্য এটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় নৌবাহিনীকে। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটত বলে জানিয়েছে নৌবাহিনী। এ ছাড়াও এ পথেই দেশি-বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।  এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। আইএসপিআর তখন জানায়, বিমান বাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়।  বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ অসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের আগে নিরাপদেই প্যারাসুট দিয়ে নেমে পড়েন পাইলট স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ। কিন্তু সাহসী এই বীরকে বাঁচানো যায় না। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে আসেন।
৫৩ মিনিট আগে

বিধ্বস্ত বিমান শনাক্ত
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমান শনাক্ত হয়েছে। বিমানটি শনাক্তের পর উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে নদীর তলদেশে বিমানটি শনাক্ত করা হয়। এর আগে কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনীর ডুবুরি দল। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজ করা হয় বিমানটি। বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর। এজন্য বেশ বেগ পেতে হয় নৌবাহিনীকে। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটত বলে জানিয়েছে নৌবাহিনী। এ ছাড়াও এই পথেই দেশি-বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।  বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। আইএসপিআর তখন জানায়, বিমানবাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান
চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এ ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে । বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নৌ-বাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এদিকে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাহাজ চলাচল।
১২ ঘণ্টা আগে

১১৬ ফ্লাইটে প্রায় ৪৪ হাজার হজযাত্রী নিয়ে যাবে বিমান
সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছে। যাত্রীরা যাতে ন্যূনতম হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে এবার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান। এজন্য হজযাত্রীদের পরিবহনের ক্ষেত্রে থাকছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজরদারি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রম-২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রমের উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের জন্য তাদের কাছে দোয়া চেয়েছেন তিনি। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি (বিজি-৩৩০১) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এর আগে বিমানবন্দরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশে সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের আনুষ্ঠানিক বিদায় জানাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার প্রি-হজে (সৌদির উদ্দেশে) মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট চালাবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দা ১৭টি, সিলেট থেকে জেদ্দা ৫টি, ঢাকা থেকে মদিনা ৯টি, চট্টগ্রাম থেকে মদিনা ২টি এবং সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট চালানো হবে। এ ছাড়া হজ শেষে পোস্ট হজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫টি ডেডিকেটেড হজ ফ্লাইটে হাজিদের দেশে ফিরিয়ে আনবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকায় ৭৩, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫, জেদ্দা থেকে সিলেটে ২ এবং মদিনা থেকে ঢাকায় ২২, মদিনা থেকে চট্টগ্রামে ৯ এবং মদিনা থেকে সিলেটে ৪টি ফ্লাইটে হাজিদের দেশে ফিরিয়ে আনা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম কালবেলাকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পবিত্র হজ-২০২৪-এর সম্মানিত হজযাত্রীদের পরিবহন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। হজযাত্রীদের সুবিধার জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। এজন্য জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। তিনি বলেন, সম্মানিত হজযাত্রীদের সুবিধার্থে ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টার এ ব্যালটি হজযাত্রীদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হজযাত্রীদের টিকিট সংক্রান্ত সমস্যা সমাধানের সুবিধা রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (জনসংযোগ) আল মাসুদ খান কালবেলাকে বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ব্যালটি (সরকারি ব্যবস্থাপনা) রয়েছেন ৪ হাজার ৬০৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩ হাজার ৮৯৯ জন হজযাত্রী অর্থাৎ ৫০ শতাংশ হজযাত্রী বহন করবে। প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগেজে ২৩ কেজি করে মোট ৪৬ কেজি মালপত্র উভয় দিক থেকে পরিবহন করতে পারবেন বলে বিমান কর্মকর্তারা জানিয়েছেন। বিমান সূত্র জানায়, চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইটটি ১৪ মে যাত্রা করার কথা রয়েছে। সেখানে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্তুতি রয়েছে বিমানের। ২২টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং ২টি ফ্লাইট মদিনা যাবে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট শুরু হবে ২২ মে। সিলেট থেকে সরাসরি ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে।
২১ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত
সিঙ্গাপুরে অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (০৮ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এটি সিঙ্গাপুরের টেঙ্গাই বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়।  বিবৃতিতে বলা হয়েছে, পাইলটের এখনো জ্ঞান রয়েছে। তিনি হাঁটতে পারছেন। তবে তার চিকিৎসা চলছে। তিনি ছাড়া অন্য কেউ দুর্ঘটনায় আহত হননি।  মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর পাইলট জরুরি পদ্ধতি অবলম্বন করে পদক্ষেপ নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।   দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নত বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল।  এর আগে ২০১০ সালে দেশটির একটি সামরিক হেলিকপ্টার ইঞ্জিনের সমস্যার কারণে একটি আবাসিক এলাকার কাছে খোলা মাঠে জরুরি অবতরণ করেছিল।
০৮ মে, ২০২৪

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-উজবেকিস্তান বিমান চলাচল
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে প্রায় দুই দশক পর উজবেকিস্তানের সঙ্গে পুনরায় বাংলাদেশের বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।  সোমবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর উদ্যোক্তা ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই চুক্তির আওতায় উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হবে।  তিনি জানান, ৯৩ সালে একটা চুক্তির মাধ্যমে এর জার্নিটা শুরু হয়েছিল। ২০০৫ সালে এসে এটি বন্ধ হয়ে যায়। এখন নতুনভাবে শুরু করার জন্য উজবেকিস্তানের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে দুই পক্ষ মিলে খসড়াটির চুক্তি হয়। এখন সর্বশেষ আন্তর্জাতিক বিমান চলাচল মানদণ্ড অনুযায়ী এটি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।
০৬ মে, ২০২৪

শাহজালালে ৩ দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকছে বিমান ওঠানামা
রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন দিন ৩ ঘণ্টা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে। আজ সোমবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত এবং মঙ্গল ও বুধবার একই সময়ে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানানো হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম কালবেলাকে বলেন, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে ব্যবস্থাপনা। এ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৬ থেকে ৮ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ১ মিনিট থেকে ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয়ের জন্য এয়ারলাইন্সকে এরই মধ্যে অনুরোধ করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে ব্যবস্থাপনার জন্য ওই তিন দিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট শিডিউল পরিবর্তন করতে বলা হয়েছে। তাদের এ তিন দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।
০৬ মে, ২০২৪

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান 
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রোববার (৫ মে) সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রবার্ট চিপম্যানের আমন্ত্রণে ৬ থেকে ৯ মে অস্ট্রেলিয়া সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করবেন। সরকারি সফর শেষে আগামী  ১১ মে দেশে ফিরবেন বিমান বাহিনী প্রধান।
০৫ মে, ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল সূত্র ১৩ জন নিহতের খবর জানালেও ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।  চিকিৎসকরা জানিয়েছেন, রাফাহতে তিনটি বসতবাড়িতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছেন।  রাফাহ ছাড়াও গাজায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।  গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা কয়েকশ ইসরায়েলিকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না। নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাহসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।
২৯ এপ্রিল, ২০২৪
X