স্বামীর সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে বোমা হামলা
স্বামী-স্ত্রীর অশান্তি নিত্যদিনের। দাম্পত্য কলহ এমনই পর্যায়ে পৌঁছয় যে, স্বামী-স্ত্রীর চিৎকারে অতিষ্ঠ প্রতিবেশীরাও। সেই পারিবারিক অশান্তিতে বোমা হামলার অভিযোগ উঠছে ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে।  বুধবার (১৭ এপ্রিল) আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, মেয়ের সঙ্গে ঝগড়া করার জন্য জামাইয়ের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার   অভিযোগ উঠছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হয়েছেন কমপক্ষে চার জন। আহতদের প্রত্যেককে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। স্থানীয় সূত্রে আনন্দবাজার জানায়, মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের তিন পাকুরিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকার বাসিন্দা রেহেনা খাতুন ও মেহেদী হাসানের বিয়ে হয় বছরখানেক আগে। প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি শুরু হয় তাদের। মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি মাত্রা ছাড়িয়ে যেত। মঙ্গলবার মাঝরাতেই হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়েও পড়েন স্থানীয়েরা। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, রেহানার পরিবারের লোকজনই জামাইয়ের বাড়িতে বোমা হামলা করেছেন। বোমার আঘাতে রেহানার পরিবারের চার সদস্য জখম হন। যাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। মেহেদীর পরিবারের সদস্য দিলরুবা বেওয়ার বলেন,  রাত ১২টার দিকে হঠাৎ বোমার শব্দে ঘুম ভেঙে যায় আমাদের। আমাদের বাড়ির লোকজনকে খুন করার উদ্দেশে বোমা হামলা হয়। বৌয়ের বাপের বাড়ির লোকজন এই কাণ্ড ঘটিয়েছে। এদিকে, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রেহানার বাপের বাড়ির লোকেরা।
১৭ এপ্রিল, ২০২৪

যেভাবে ইরান থেকে ছোড়া মিসাইল ধ্বংস করছে আয়রন ডোম
ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দেশটি। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান। খবর রয়টার্স ও এনডিটিভির। ইরানের হামলার পরপর ইসরায়েলি ভূখণ্ডের ভেতের ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সারা দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। ইরানি হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে। Israelis reality in the last hours: pic.twitter.com/VXeHM8WqJi — Israel Defense Forces (@IDF) April 14, 2024 ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম তাদের আকাশসীমায় শত শত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে রুখে দিচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্পপাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম এটি। হিব্রু ভাষায় এর নাম কিপাট বারলজেল। কার্যকারিতার কারণেই ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ। এর সাফল্যের হার ৯৫ শতাংশেরও বেশি। ২০১১ সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। এটি অনেকবার নতুন করে আধুনিকায়ন করা হয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া স্বল্প-পাল্লার মিসাইল ও রকেটকে মাঝপথে নাস্তানাবুদ করে ইসরায়েলি নাগরিকদের বাঁচাতে এটি তৈরি করা হয়েছে। ইসরায়েলেই রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করেছে ওয়াশিংটন। এখনো মার্কিনিরা এ আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করে চলেছে।
১৪ এপ্রিল, ২০২৪

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর মিছিলে হাতবোমা হামলা হয়েছে। এতে ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়ার (গোলাপ) লোকজন এ হামলা করেছে বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের। এদিকে আরও অন্তত ৭ স্থানে হামলা, ভাঙচুর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মারধর, পোস্টার ছিঁড়ে ফেলা ও নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৬ কর্মী আহত; মুন্সীগঞ্জ সদরে নৌকার এক কর্মীকে কুপিয়ে জখম; চট্টগ্রামের সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা; সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর; জামালপুর সদরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা; রাজশাহীর দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর; বগুড়ার আদমদীঘিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর করে পোস্টার কেড়ে নেওয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে নৌকার এক কর্মীকে মারধরের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারির লোকজন মিছিলে বাধা দেয়। একপর্যায়ে তারা মিছিলে অন্তত অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজী, গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী, আতিবর সরদারের স্ত্রী আকলিমা বেগম কহিনুর, হাবিবুর রহমান সরদারের ছেলে কাঞ্চন সরদার, মো. খোকন সরদারের ছেলে সোহলে সরদার ও হাতেম সরদারের ছেলে ইয়াদুল সরদার। এ বিষয়ে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এদিকে গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপার রয়েড়া বাজার ও সদরের গোয়ালপাড়া বাজারে পৃথক ঘটনায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৬ কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা গোয়ালপাড়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। অন্য ঘটনায় ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রার্থীর একটি মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দুই সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া হামলার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, কে কোন প্রতীকের প্রার্থী, সেটা আমাদের দেখার সময় না। যে ব্যক্তিই সহিংসতায় লিপ্ত হবে তাকেই কঠোর হাতে দমন করা হবে। বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সামাদ রাঢ়িপাড়া এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের পোস্টার লাগাচ্ছিলেন তার সমর্থক আধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সামাদ মোল্লা। এ সময় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক কয়েকজন হঠাৎ করে তার ওপর হামলা চালায়। এ সময় সামাদ মোল্লাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর হাসপাতালে আহত ব্যক্তির কাছে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশার চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে গুলি ও দুটি গাড়ি ভঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া তার নির্বাচনী অফিস ভাঙচুরের খবর পাওয়া গেছে। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন রিদুয়ানুল ইসলাম সুমন। নৌকার পক্ষে কাজ করতে অস্বীকার করায় সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কর্মী চান মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সমর্থক শহিদুল ইসলামের বিরুদ্ধে। গতকাল দুপুরে এনায়েতপুর থানার বেতিল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের বিষেয় থানায় অভিযোগ করেছেন চান মিয়া। জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। জামালপুর সদর থানার এসআই মাজাহার ইসলাম বলেন, নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১১টার দিকে কাঁঠালবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে এই ভাঙচুর হয় বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। অভিযোগ প্রসঙ্গে ওয়াদুদ দারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গাজীপুরের কালিয়াকৈরে একটি দোকানে নৌকা প্রতীকের পোস্টার লাগাতে বলায় স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীর হাতে মার খেয়েছেন নৌকার সমর্থক শান্ত রাজবংশী। গতকাল দুপুরে গাজীপুর-১ আসন কালিয়াকৈর উপজেলার টান বড়ইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রউফ খান বলেন, কিছু যুবক তাকে মারধর করছিল। আমি গিয়ে থামিয়েছি। (ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে)
২২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সহায়তায় দেশের ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা হয়েছিল : খালিদ মাহমুদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে নির্বাচনের সাড়া পড়ে গেছে। মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বপ্নের জায়গায় নিয়ে যাবেন। তাই একটি জাগরণ তৈরি হয়েছে। মুখরিত প্রচারণা চলছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চট্টগ্রামের সন্দ্বীপে জেটি ও টার্মিনাল ভবন নির্মাণের লক্ষ্যে বিআইডব্লিউটিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০১ সালে দেশে ভয়াবহ দুঃশাসন এসেছিল একথা উল্লেখ করে তিনি বলেন, তখন যোগাযোগ তো দূরের কথা, মানুষের নিরাপত্তা ছিল না। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বিভীষিকাময় অবস্থা তৈরি করেছিল। আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সহায়তায় সারা দেশে ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা করেছিল। দেশের অর্থনীতি লুটেরাদের হাতে চলে গিয়েছিল। দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি। কিছু ব্যক্তির উন্নয়ন হয়েছিল । নতুন জেটি ও টার্মিনাল ভবনের মাধ্যমে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট গুছে যাবে জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের পর্যটন ও অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চারিত হবে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ এস এম আশরাফুজ্জামান এবং ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ।  এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। সন্দ্বীপে জেটি ও টার্মিনাল ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের চট্টগ্রামের সন্দ্বীপ অংশে আরসিসি জেটি ও টার্মিনাল ভবনসহ আনুষঙ্গিক সুবিধা নির্মাণ করা হবে। সন্দ্বীপ অংশে আরসিসি জেটিসহ ও টার্মিনাল ভবনসহ আনুষঙ্গিক সুবিধা নির্মাণে ৩৫৬ কোটি টাকা ব্যয় হবে। ২০২৫ সালের জুনের মধ্যে আরসিসি জেটি ও টার্মিনাল ভবন এর পাশাপাশি বাউন্ডারি ওয়াল, পার্কিং ইয়ার্ড, তীর রক্ষাসহ অন্যান্য কাজ সম্পন্ন হবে। ৩.৫ কিলোমিটার দীর্ঘ ও ৯.৫ মিটার প্রস্থের জেটি নির্মিত হবে। সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণের জন্য ২৫. ৮৬ একর ভূমি অধিগ্রহণের সংস্থান রয়েছে। দোতলা বিশিষ্ট একটি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। ভবনের প্রতিটি ফ্লোর হবে ২৭ হাজার ৭৭২ বর্গমিটারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশের জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২১ ডিসেম্বর, ২০২৩

জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রাথী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে পুঠিয়ার বানেশ্বর ভুবন নগর এলাকায় তার গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। জাপা প্রার্থী অধ্যাপক আবুল হোসেন জানান, রাতে কয়েক দুর্বৃত্ত তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। তিনি রাজশাহী শহরের বাসায় অবস্থান করছেন। বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের নজরে পড়লে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় কেউ আহত হননি। পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বিষয়টি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ডিসেম্বর, ২০২৩

এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা
উত্তর গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় হিসেবে পরিচিত জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিভিন্ন ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন,  জাতিসংঘের  রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) দ্বারা পরিচালিত একটি স্কুল শতাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। রোববার এই স্কুলটিকেই হামলার লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ানো ভিডিওতে দেখা যায়, স্কুলের আঙিনায় রক্ত লেপ্টে আছে। এ সময় সেখানকার মূল ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অন্য একটি ক্লিপে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, ‘স্কুলের একটি শ্রেণিকক্ষে (যেটিতে বাস্তুচ্যুত লোক ছিল) ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ৬৬তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রোববারও গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে একইসাথে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। এর মধ্যে গত ছয় সপ্তাহ ধরে হামাসকে নির্মূলের জন্য উত্তর গাজায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এমন অভিযানে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে গাজার উত্তরাঞ্চল।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা টেলিফোনে জানান, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাড়ে ৫০০ ফিলিস্তিনি।  তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনে নিগতের সংখ্যা বেড়ে ১৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এ সময়ে নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।  এদিকে তুরস্কের গণমাধ্যম আনাদোলু জানায়, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে একটি শর্ত দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের এক মুখপাত্র বলেন, হামাস যদি আত্মসমর্পণ করে এবং সব বন্দিকে মুক্তি দেয় তবেই যুদ্ধ শেষ হতে পারে। ওফির গেন্ডেলম্যান নামের বেনিয়ামিন নেতানিয়াহুর এ মুখপাত্র বলেন, শুধু একটি শর্তে যুদ্ধ শেষ হতে পারে তা হচ্ছে- হামাস নেতাদের আত্মসমর্পণ এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি। তিনি আরও বলেন, আমাদের সৈন্যরা ইয়াহিয়া সিনওয়ার নামের হামাস নেতার বাসা ঘিরে ফেলেছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করাই আমাদের লক্ষ্য। গেন্ডেলম্যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনীয় গুতেরেসের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ করে দেন। এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হয়। এই প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য ভোট দেয়। তবে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত। স্থায়ী পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। তাদের কেউ কোনো প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে তা নিরাপত্তা পরিষদে আর পাস হয় না।
১১ ডিসেম্বর, ২০২৩

মসজিদে ফজরের আজান চলাকালীন ইসরায়েলের বোমা হামলা (ভিডিও)
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদরিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করেছে ইসরায়েলি সেনারা।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, একজন ইজরায়েলি সৈন্য আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ করছেন। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে- মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর। ভেতর থেকে মুয়াজ্জিনের আজান-ধ্বনি শোনা যাচ্ছে। তখন চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে।  মসজিদে হামলার বিষয়ে বুদরিস গ্রামের প্রধান নাসির মীরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়। মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।  
১৮ নভেম্বর, ২০২৩

ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে : মাখোঁ
ইসরায়েলকে অবরুদ্ধ গাজা উপত্যাকায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। এটি অবশ্যই বন্ধ করতে হবে। শনিবার (১১ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  মাখোঁ বলেন, ইসরায়েলের বোমা হামলার কোনো যুক্তি নেই। এছাড়া যুদ্ধবিরতি হলে ইসরায়েলই উপকৃত হবে।  তিনি বলেন, ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে তাদের গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। এ সময় তিনি হামাসের হামলারও নিন্দা জানান।  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যরা যুদ্ধবিরতির আহ্বানে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি চায় তারাও যোগ দিক।  এর আগে শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য বলে মনে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। শুক্রবার (১০ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপের সময় এই কথা বলেছেন তিনি।  ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।  
১১ নভেম্বর, ২০২৩

ইসরায়েলের বিরুদ্ধে ৯ দেশের কূটনৈতিক ব্যবস্থা
ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে হিসাব-নিকাশ কষতে বসেছে বিভিন্ন দেশ। এসব দেশের তালিকায় যেমন বিভিন্ন আরব দেশ রয়েছে, তেমনি রয়েছে অনারব দেশও। গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে এখন পর্যন্ত বিশ্বের ৯টি দেশ তেলআবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এমনকি একটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যন্ত ছেদ করেছে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজা টানা ৩১ দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের প্রায় অর্ধেশই শিশু। সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ২২ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ২৫ হাজারের বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় গাজায় ১৮টি হামলা করেছে ইসরায়েল। এসব হামলায় ২৫২ জন মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এখনো অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই সংখ্যা দুই হাজারের মতো হতে পারে। ভারী যন্ত্রপাতি না থাকায় তাদের লাশ উদ্ধার করা যাচ্ছে না। এ ছাড়া যুদ্ধ শুরুর পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এর ফলে সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির দাবি চড়াও হলেও তাতে কর্ণপাত করছে নেয়ানিয়াহু সরকার। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ৯টি দেশ। এই ৯ দেশ হলো—বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এদের মধ্যে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।  
০৭ নভেম্বর, ২০২৩

গাজাকে দ্বিখণ্ডিত করল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের মধ্যে উপত্যকাটিকে দুই ভাগে ভাগ করে ফেলার দাবি করেছে তেলআবিব। এমনকি গাজার রাজধানী গাজা সিটিকে চারদিক থেকে ঘিরে রাখার দাবিও করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রোববার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি রোববার জানান, গাজাকে এখন থেকে উত্তর গাজা ও দক্ষিণ গাজা হিসেবে চিহ্নিত করা হবে। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এটিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রোববার রাত থেকেই গাজার ওপর নির্বিচারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এদিন উত্তর গাজায় শতাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তবে উপত্যকাটিতে ইন্টারনেট ও মোবাইল টেলিকম সেবা বন্ধ থাকায় হামলার পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হতে পারেনি গণমাধ্যমগুলো। ইসরায়েলি বিমানবাহিনী রোববার রাতে গাজার দুটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে আসে। এ দিন মাগাজি শরণার্থী শিবিরে এবং বুরেজি শরণার্থী শিবিরের একটি স্কুলের কাছে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক। যদিও গাজায় সামরিক অভিযান শুরুর পর বেসামরিক নাগরিকদের সেখানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। এর আগে শনিবার আরব বিশ্বের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে আরব বিশ্বের মন্ত্রীরা গাজায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। হামাসের সদস্যরা পুনর্গঠিত হয়ে পুনরায় ৭ অক্টোবরের মতো হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।
০৬ নভেম্বর, ২০২৩
X