সাতক্ষীরায় বিএনপির সমন্বিত মতবিনিময় সভা
সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রোববার (৫ মে) বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ন আহ্বায়ক মৃণাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ। প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একপেশে ভূমিকার জন্য এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই বাংলাদেশের বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন উপজেলা পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের সব নেতা-কর্মীদের নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কেন্দ্রীয় নির্দেশিত আন্দোলন সংগ্রাম সফল করার আহ্বান জানান তিনি।  
০৫ মে, ২০২৪

ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্ববহ। কিন্তু দুষ্টচক্র এ নির্বাচন বানচালের জন্য বহুমাত্রিক চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশব্যাপী চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা দৃশ্যমান হচ্ছে, যা আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কম্বিং অপারেশন চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অধ্যক্ষ জুবাইর আসন্ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ঢাকাসহ সারাদেশের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে স্ব-স্ব এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, সব প্রার্থীদের জনঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে ভোটারদের চেয়ার প্রতীকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে হবে।  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, আব্দুল খালেক, এসএম তারেক হোসাইন, এমএ বাছির, আবু নোমান ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসেন ফয়সাল ও আবু সায়িদ সাফিন প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২৩

জালালাবাদ গ্যাসে মতবিনিময় সভা পেট্রোবাংলা চেয়ারম্যানের
সিলেটের জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শনিবার মতবিনিময় করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। মতবিনিময় সভায় জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পেট্রোবাংলার চেয়ারম্যান অফিসের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, সব ধরনের গ্রাহকসেবা নিশ্চিতকরণ, সিস্টেম-লস সীমিত পর্যায়ে রাখার লক্ষ্যে বাস্তব ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন। সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের (সিবিএ) নেতৃবৃন্দ এবং জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
০৫ নভেম্বর, ২০২৩

গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
শ্রম আইনে এখনো গৃহকর্মীদের স্বীকৃতি দেয়নি। ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি প্রণয়ন হলেও এই পর্যন্ত তা আইনে পরিণত হয়নি। গৃহশ্রমিকের প্রতি মর্যাদাপূর্ণ সামাজিক আচরণ, তাদের উন্নত জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নীতিগত উদ্যোগ, নাগরিক সমাজের সংশ্লিষ্টতা এবং গণসচেতনা বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া দরকার। ‘সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি, শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তির’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) সকালে ‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব মন্তব্য করেন। দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) ও ইউসেপ বাংলাদেশের আয়োজনে সুনীতি প্রকল্পের সহযোগিতায় রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে ইউসেপ বাংলাদেশের প্রোগাম অ্যান্ড ইনোভেশনসের পরিচালক মোহা. আব্দুল মান্নান বলেন, ‘সুনীতি’ প্রশিক্ষণের মাধ্যমে গৃহকর্মীদের জীবন দক্ষতা বাড়াতে ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করায় ভূমিকা রাখবে। ডিএসকের যুগ্ম পরিচালক-প্রকল্প ফজিলা খানমের সঞ্চালনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, একাত্তর টেলিভিশনের ফারজানা রূপা, রেডিও স্বাধীনের হেড অব প্রোগামের শাকিল আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নাজমুন নাহার, ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, অক্সফাম কানাডার মিল অফিসার রিচা সরমা, অক্সফাম বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী তারেক আজিজ। সুনীতি প্রকল্পবিষয়ক উপস্থাপনা করেন ডিএসকের অ্যাডভোকেসি অফিসার রাজশ্রী গায়েন। তিনি বলেন, ১৭ হাজার ৩২০ জন গৃহকর্মীকে নিবন্ধন করা হয়েছে। ৮৬৭টি গৃহকর্মীর দল গঠন করা হয়েছে। ১১ হাজারের বেশি গৃহকর্মীকে জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত দুজন গৃহকর্মী মোহাম্মদপুরের কুলসুম ও হাজারীবাগের নুসরাত জাহান আলো তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কুলসুম বলেন, গৃহকর্তা, গৃহকর্ত্রী আগে বুয়া ডাকত, এখন নাম বলে সম্বোধন করে। আগে সাপ্তাহিক ছুটি ছিল না। এখন ছুটি পাই, স্বাস্থ্যসেবার অধিকার পাচ্ছি। গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়ন হলে আমরা আমাদের অধিকার পাব। শোভন কাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা : বাংলাদেশের নারী গৃহশ্রমিকদের ওপর একটি গবেষণা’ ওঠে এসেছে, ৬৭ শতাংশ গৃহকর্মী মানসিক, ৬১ শতাংশ মৌখিক, ২১ শতাংশ শারীরিক এবং ৪ শতাংশ কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের সম্মুখীন হয়েছে। সমাপনী বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।
০২ অক্টোবর, ২০২৩

শৈলকুপায় দুলাল বিশ্বাসের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম বিশ্বাস দুলালের নির্বাচনী অফিস উদ্বোধন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে এই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এ সময় ঝিনাইদহের জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে নজরুল ইসলাম দুলালের আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শৈলকুপা আসনে নজরুল ইসলাম দুলালকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।  তারা বলেন, শৈলকুপাকে আধুনিক এবং উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সহিংসতামুক্ত, খুনের রাজনীতি প্রত্যাহার করে নিরাপদ আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে  নজরুল ইসলাম দুলালের কোনো বিকল্প নাই। তাই উন্নয়ন থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলাম দুলালকেই এমপি হিসেবে প্রয়োজন।  এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার এমডি নজরুল ইসলাম দুলাল বলেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৈলকুপার আওয়ামী লীগকে একসঙ্গে  কাজ করতে হবে। কোনো হানাহানি, সহিংসতা, খুন-জখম করে এই জনপদের উন্নয়ন সম্ভব নয়।  তিনি বলেন, যারা নিজেদের ব্যক্তি সুবিধার জন্য শৈলকুপার প্রতিটা এলাকাতে সামাজিক দ্বন্দ্ব বাধিয়ে নিজ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন তাদের দ্বারা শৈলকুপাবাসীর সামগ্রিক কোনো উপকার হয়নি। শুধু একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। কাজেই শৈলকুপাকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সুশৃঙ্খল বাসযোগ্য আবাসভূমি গড়ার লক্ষ্যে  নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নজরুল ইসলাম দুলাল মির্জাপুর ইউনিয়নের রানী নগর গ্রামে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  এ সময় তিনি বিয়ে ভোজে অংশগ্রহণসহ এলাকার সর্ব সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি শাহরিয়ার রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল বিশ্বাস, কাচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দার, ধরহলাচন্দ্র ইউনিয়নের আওয়ামী লীগের নেতা চাদ আলী মোল্লা, ১০নং বগুড়া ইউনিয়নের যুগ্ম  সাধারণ সম্পাদক মো. মোকাব্বির হোসেনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
১৮ সেপ্টেম্বর, ২০২৩

মিঠাপুকুরে রাশেক রহমানের মতবিনিময় সভা
দীর্ঘদিন পর মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের নবগঠিত কমিটির আংশিক অনুমোদন দেয় রংপুর জেলা ছাত্রলীগ ও কৃষক লীগ। তার অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সব ভ্রাতৃপ্রতিম, সহযোগী ও অঙ্গসংগঠনের মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। এ ছাড়াও নবগঠিত কমিটিসহ বাংলাদেশ কৃষক লীগে রংপুর জেলা সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুখু মিয়া উপস্থিত ছিলেন। এ সময় রাশেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গিয়েছিলেন। সেখানের ছবি হাজারো কথা বলে। জামায়াত-বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক কখনোই তোমরা সফল হবা না।’
১১ সেপ্টেম্বর, ২০২৩

আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে রাশেক রহমানের আলোচনা ও মতবিনিময় সভা
দীর্ঘদিন পর রংপুরের মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় রংপুর জেলা নেতৃবৃন্দ। এবার তার অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সব ভাতৃপ্রতিম, সহযোগী ও অঙ্গসংগঠনের মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর ) মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ নতুন সভাকক্ষে এ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। এ ছাড়াও নবগঠিত কমিটিসহ বাংলাদেশ কৃষক লীগে রংপুর জেলা সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুখু মিয়া উপস্থিত ছিলেন। এ সময় রাশেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে ছবি হাজারো কথা বলে। জামায়াত-বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক কখনোই তারা সফল হবে না।’
১০ সেপ্টেম্বর, ২০২৩
X