নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দিনমজুরকে খুঁটিতে বেঁধে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা, ভিডিও ভাইরাল

দিনমজুরকে বেঁধে বেধড়ক পিটুনি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
দিনমজুরকে বেঁধে বেধড়ক পিটুনি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির নেতৃত্বে আক্তার হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে তুলে এনে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্তরা হলেন, দৌলখাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সফিকুর রহমান, দেলু মিয়ার ছেলে আবুল হোসেন, কাসেমের ছেলে রাব্বি, ইমন আলীর ছেলে দেলু মিয়া, কান্তর আলীর ছেলে আক্কাছ।

মঙ্গলবার (৭মে) সকালে মারধরের এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা সফিকুর রহমানসহ অভিযুক্তরা আক্তার হোসেনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে।

ভুক্তভোগী সোন্দাইল গ্রামের দিনমজুর আক্তার হোসেন জানান, সকালে দোকানে নাশতা করতে যান তিনি। ওই সময় অভিযুক্তরা তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান তার মা আনোয়ারা বেগম। তাকেও মারধর করেন আওয়ামী লীগ নেতা।

আনোয়ারা বেগম জানান, আক্তার চোর নয়। তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গেলে সফিক তার গালে ও কানে থাপ্পড় মারে। এখন তিনি কানে কম শোনেন।

প্রত্যক্ষদর্শী চা দোকানি কামাল হোসেন বলেন, ওইদিন সকালে আক্তার হোসেন তার দোকানে নাশতা করছিল। হঠাৎ অশ্বদিয়া গ্রামের আক্কাছ ও আবুল হোসেন গিয়ে আক্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করতে করতে নিয়ে যায়।

অভিযুক্ত অশ্বদিয়া গ্রামের অটোরিকশাচালক আলী আক্কাছ জানান, তার ও আবুল হোসেনের অটোরিকশার ব্যাটারি চুরি হয়। সন্দেহজনকভাবে আক্তারকে তুলে এনে খুঁটির সঙ্গে বেঁধে জিজ্ঞাসা করা হয়েছে।

আরেক অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সফিকুর রহমান বলেন, ঘর থেকে বের হয়ে দেখতে পাই আক্তারকে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা। তবে চুরির কোনো প্রমাণ তাদের কাছে নেই। আক্তারের মা আনোয়ারা বেগমকে থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করেন।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষকে উদ্ধার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন নিয়ে যে কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

হোয়াটসঅ্যাপে এই ৪ ভুল করছেন? স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প।

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

বাংলাদেশের অনাগ্রহ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতের রপ্তানিকারকরা

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

কাজেই আসছে না ৫৭ লাখ টাকার সেতু

কমলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

কারেন্ট পোকার আক্রমণ, রোপা আমনে কৃষকের স্বপ্ন ভঙ্গ

১০

রাবির দেয়ালগুলোয় ঝুলছে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র

১১

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

নির্বাচন দিতে গড়িমসি করলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে : মিন্টু

১৩

ইউক্রেন নিয়ে তুরস্কের নতুন পরিকল্পনা

১৪

ইন্টারনেট ছাড়াই খুব সহজে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

১৫

অর্থোপেডিক সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন রোববার

১৬

অভিনব উপায়ে মাদক নিয়ে যাচ্ছিলেন ননদ-ভাবি

১৭

থানার অদূরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা বিক্রেতা খুন

১৮

সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

১৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভেদরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

২০
X