দীর্ঘদিন পর রংপুরের মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় রংপুর জেলা নেতৃবৃন্দ। এবার তার অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সব ভাতৃপ্রতিম, সহযোগী ও অঙ্গসংগঠনের মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর ) মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ নতুন সভাকক্ষে এ আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। এ ছাড়াও নবগঠিত কমিটিসহ বাংলাদেশ কৃষক লীগে রংপুর জেলা সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুখু মিয়া উপস্থিত ছিলেন।
এ সময় রাশেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে ছবি হাজারো কথা বলে। জামায়াত-বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক কখনোই তারা সফল হবে না।’
মন্তব্য করুন