গাজীপুরে পিকআপচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় পিকআপভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।  শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর থানার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮), বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। নিহত মনজুর গাজীপুরের কোনাবাড়ীর এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনায়। তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বলেন, রাতে কোনাবাড়ী থেকে ঝুট গুদাম ব্যবসায়ী মঞ্জুর হোসেন, হাসানসহ তিনজন একটি মোটরসাইকেলে চড়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল ব্রিজ এলাকায় ময়লার ভাগাড়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ সজোরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জূর হোসেন ও হাসান নিহত হন আর গুরুতর আহত হন হামিদ মিয়া। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া আহত হামিদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা কোনাবাড়ী এলাকায় ঝুট গুদামের ব্যবসা করতেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
১০ মে, ২০২৪

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মো. শহিদ নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রামমুখী জোনাকি পরিবহনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হাফেজ মো. সাইফুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের মো. নুর আহমদের ছেলে। তিনি খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। আহত শহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পরিচয় পাওয়া যায়নি।  স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জোনাকি পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থাকা হাফেজ মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বাসের ধাক্কায় নিহত সাইফুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। নিহতের পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০ মে, ২০২৪

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালী সমবায় ক্লাব বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহত সাদ্দাম উপজেলার পশ্চিম পটুয়াখালী খায়েরহাট গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে। সাদ্দাম স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। তিনি এক পুত্রসন্তানের জনক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদ্দাম মোটরসাইকেল চালিয়ে রাজাপুর থেকে বাড়ি যাচ্ছিল পথে ক্লাব স্ট্যান্ডে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির ইসলাম পরিবহন চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের চাচাতো ভাই ইমন বলেন, সাদ্দাম ভাই কাজ শেষ করে প্রতিদিনের মতো বাড়িতে যাচ্ছিল পথে তাকে ইসলাম পরিবহন চাপা দিয়ে শেষ করে দিল। তার এক বছরের রহমত নামে একটা শিশুসন্তান রয়েছে। নিহতের ছোট ভাই আবুল কালাম বলেন, কে যেন কল দিয়ে বলে ক্লাব স্ট্যান্ডে চলে আসো তোমার ভাই এক্সিডেন্ট করেছে। এসে দেখি ভাই আমার দুনিয়াতে নাই। ইসলাম পরিবহন এমনভাবে চাপা দিয়ে গেল আমার ভাইয়ের মুখটাও দেখা যায় না। মাথার ঘিলু ও বাম হাত আলাদা হয়ে গেছে। পুটিয়াখালী ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কালাম সিকদার বলেন, সাদ্দাম অনেক শান্ত ও ভালো মনের মানুষ ছিল। ক্লাব স্টান্ডে মেসার্স ফরাজী স’মিল ও রাইস মিলের সামনে রাস্তায় ভ্যান গাড়ি রেখে গাছ নামানোর কারণে সাদ্দাম মোটরসাইকেল চালিয়ে যেতে পারেননি। যার জন্য ইসলাম পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। রাস্তায় এই ভ্যানগাড়িটি না থাকলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার পরিদর্শক ফিরোজ আলম জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেল ও ভ্যান গাড়িটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ সুরতহাল করার পরে পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯ এপ্রিল, ২০২৪

সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন। নিহতরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ওই তিনজন। পথে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।  অপরদিকে চিকিৎসার জন্য দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৮ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত
কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়। নিহতরা হলেন বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম (২০)। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। প্রত্যক্ষদর্শী জুয়েল মিয়া বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অনন্যা নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। রাস্তা ফাঁকা থাকায় বাসচাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। বিন্নাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বকুল মিয়া জানান, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের মৃত দেখতে পাই। লাশ দুটি রাস্তার দুই পাশে পড়েছিল। পরে পুলিশের খবর দিলে লাশ উদ্ধার করে। এ স্থানটিতে প্রতিবছর চার থেকে ৫টি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। বিন্নাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনার সঙ্গে সঙ্গে এখানে আসেন। এই স্থানটি অধিক ঝুঁকিপূর্ণ প্রতি বছর এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। এখানে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১৮ এপ্রিল, ২০২৪

নাটোরে ট্রাকচাপায় নারী নিহত
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তৃষা রানী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালক মেয়েটির বাবা তাপস কুমার আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত তৃষা রানী (১৪) বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার বাসিন্দা। সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, সকালে সিংড়া থেকে নিজ বাড়ি বাগাতিপাড়ায় যাওয়ার সময় সড়কে খানাখন্দ থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী তৃষা রানী। স্থানীরা উদ্ধার করে মোটরসাইকেল চালক তাপস কুমারকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
০৪ মার্চ, ২০২৪

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধূলন্ডী বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব ।  নিহতরা হলেন উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের
জামালপুর সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শাহবাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কাচারি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। নিহত সিনাথ ও কাকন দুই বন্ধু। সিনাথ উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেলা পিঙ্গলহাটি গ্রামের সুমন ঠিকাদারের ছেলে, সে হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আর নিহত কাকন একই উপজেলার শাহবাজপুর কাচারি পাড়ার সোহেল রানার ছেলে। সে শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার এসআই নজরুল ইসলাম বলেন, দুই পরিবারের কারও কোনো অভিযোগ নেই। জানা গেছে, সিনাথ তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুকে নিয়ে ঘুরতে শাহবাজপুর বাজারের দিকে যায়। জুমার নামাজের সময় হয়ে গেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। কাকনের বাড়ির একেবারে কাছাকাছি এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনেই ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪
X