মার্তিনেজকে মনে করালেন ম্যানসিটি গোলকিপার
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টটেনহাম হটস্পারের বিপক্ষে গোলকিপার স্টেফান ওরতেগার বীরত্বের কথা বহুদিন মনে রাখবেন ম্যানচেস্টার সিটির সমর্থকরা। যেমন এমিলিয়ানো মার্তিনেজকে মনে রেখেছেন আর্জেন্টাইন ভক্তরা। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ ম্যানসিটির জার্মান গোলকিপারের সঙ্গে কেন তুলনা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঘটে প্রায় একই ঘটনা। ইপিএলের ৩৭ রাউন্ডের ম্যাচে টটেনহামের বিপক্ষে পয়েন্ট হারেই লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে ম্যানসিটি। এমন ম্যাচে ৫২ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে আর্লিং হলান্ডের গোলে ১-০ তে এগিয়ে সিটিজেনরা। চোখের সমস্যার কারণে ম্যাচের মাঝপথে নিয়মিত গোলকিপার এদেরসনের পরিবর্তে ওরতেগাকে মাঠে নামাতে বাধ্য হন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচের ৮৬ মিনিটে এই বদলি জার্মান গোলকিপারই হন ইংলিশ জায়ান্টদের ত্রাণকর্তা। সে সময় ওরতেগাকে একা পেয়ে যান টটেনহামের হিউন-মিন সন। তাড়াহুড়ো করে সোজাসুজি শট নেন দক্ষিণ কোরিয়ান তারকা। গোলপোস্ট থেকে কিছুটা বেড়িয়ে এক পা ছড়িয়ে দিয়ে নিশ্চিত গোল রুখে দেন ওরতেগা। Stefan Ortega Moreno. Phenomenal. pic.twitter.com/0QOPtAsRR7 — Manchester City (@ManCity) May 14, 2024 ওই সময়ে সাইড লাইনে দাঁড়িয়ে থাকা ম্যাচসিটি কোচ গার্দিওলাকে মাথায় হাত দিয়ে হা-হুতাশ করতে দেখা যায়। ওরতেগার সেভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাটিতে পড়ে যান স্প্যানিশ এই কোচ। এই প্রতিক্রিয়ার কারণ টটেনহামের মাঠে এ ম্যাচ ড্র করলেই টানা চতুর্থ লিগ শিরোপা হাতছাড়া হতো সিটিজেনদের। ওরতেগার এই সেভ অনেককে মনে করিয়ে দেয়, ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচের একটি দৃশ্যের কথা। ম্যাচে তখন ৩-৩ গোলের সমতা। সে সময় ফরাসি তারকা কোলো-মুয়ানির শট, এক পা বাড়িয়ে রুখে দিয়েছিলেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অনেকের মতো এই সেভেই বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ওরতেগার সেই ভিডিও। যা দেখে অনেকের মন্তব্য, মার্তিনেজের স্মৃতি মনে করিয়ে দিলেন ম্যানসিটির জার্মান গোলকিপার। চলতি বছর এপ্রিল থেকে জয়ের ধারায় থাকা সিটিজেনরা এ ম্যাচে জয় পায় ২-০ গোলে। এতে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যাটট্রিক শিরোপাজয়ীরা। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই, শিরোপা উৎসবে মাতবে সিটিজেনরা। পেপ গার্দিওলার দল সে ম্যাচে পয়েন্ট হারালে সুযোগ থাকবে আর্সেনালের। পরিসংখ্যান বলছে সে সুযোগ কম। কারণ লিগের ৩০ রাউন্ডের পর কোনো পয়েন্ট হারায়নি ম্যানসিটি। টটেনহামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন হলান্ড। চলতি মৌসুমে এ পর্যন্ত ২৭টি গোল করেছেন নরওয়ের এই তারকা। লিগের ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর এর চেয়ে দুই পয়েন্ট (৮৬ পয়েন্ট) কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে আর্সেনাল।
১৫ মে, ২০২৪

হলান্ডের জোড়া গোলে শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লড়ছে টটেনহাম-ম্যানচেস্টার সিটি। আশা আর উদ্বেগ নিয়ে এই ম্যাচের ফলাফলের অপেক্ষায় আর্সেনালের ফুটবলার থেকে শুরু করে কোচ, সমর্থক সবাই। কারণ এ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট হারানো মানেই লিগ শিরোপার আরও কাছে গানাররা।  একটি পরিসংখ্যান আশা জাগাচ্ছিল তাদের। ২০১৯ সালে নতুন স্টেডিয়ামে যায় হটস্পাররা। এরপর থেকে ইপিএলের ম্যাচে টটেনহামকে হারাতে পারেনি সিটিজেনরা। এমনি এ মাঠে স্পার্সদের বিপক্ষে গোলও পায়নি দলটি।  তবে পেপ গার্দিওলার শিষ্যদের রুখে দেওয়ার সাধ্য কার! চলতি বছর এপ্রিল থেকে জয়ের ধারায় থাকা সিটিজেনরা এ ম্যাচে জয় পায় ২-০ গোলে। এতে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্লিং হলান্ড।  এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যাটট্রিক শিরোপাজয়ীরা। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই, শিরোপা উৎসবে মাতবে সিটিজেনরা।  পেপ গার্দিওলার দল সে ম্যাচে পয়েন্ট হারালে সুযোগ থাকবে আর্সেনালের। পরিসংখ্যান বলছে সে সুযোগ কম। কারণ লিগের ৩০ রাউন্ডের পর কোনো পয়েন্ট হারায়নি ম্যানসিটি।  টটেনহামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন হলান্ড। চলতি মৌসুমে এ পর্যন্ত ২৭টি গোল করেছেন নরওয়ের এই তারকা।  লিগের ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর এর চেয়ে দুই পয়েন্ট (৮৬ পয়েন্ট) কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে আর্সেনাল।
১৫ মে, ২০২৪

শীর্ষে ম্যানসিটি
প্রথমার্ধে এগিয়ে থেকেও স্বস্তিতে ছিল না ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথে ফুলহামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার দল। সহজ জয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে সিটিজেনরা। তবে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতে আবারও শীর্ষে ফেরার সুযোগ আছে আর্সেনালের। ম্যাচের ১২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। লিগে এটি তার ১২তম গোল, সব মিলিয়ে চলতি মৌসুমে ২৫তম। ম্যাচের ৭১ মিনিটে তৃতীয় গোলটিও করেন ইওস্কো। ৬৭ মিনিটে নেমে যোগ করা সময়ের শেষ দিকে এসে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন হুলিয়ান আলভারেজ। ৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের পয়েন্ট ৭৮।
১২ মে, ২০২৪

লিভারপুল-আর্সেনালের হারে শীর্ষে ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজ নিজ মাঠে ফেবারিট ছিল লিভারপুল-আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষ ওঠার সুযোগ ছিল দুদলের। কিন্তু একই দিনেই খেই হারাল দুদল। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। এর আড়াই ঘণ্টা পর এমিরেটসে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হারের স্বাদ পায় আর্সেনাল। অলরেড ও গানারদের এ হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত হলো বর্তমান চ্যাম্পিয়ন সিটিজেনদের। ৩২ ম্যাচে ২২ জয়, ৭ ড্র ও ৩ হারের ম্যানসিটির পয়েন্ট ৭৩। অন্যদিকে সমান ম্যাচে সমান ৭১ করে পয়েন্ট আর্সেনাল ও লিভারপুলের। তবে গোল গড়ে এগিয়ে থাকায় দুইয়ে মিকেল আর্তেতার দল। আর তিনে আছে ইর্য়র্গেন ক্লপের শিষ্যরা। চলতি বছর ইংলিশ প্রিমিয়ার লিগে এটি আর্সেনালের প্রথম হার। এই হারে শিরোপা জয়ের স্বপ্নে বড় একটা ধাক্কা খেলে তারা। চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার কাছে হোম এবং অ্যাওয়ে দুই ম্যাচে হারাল গানাররা। আর লন্ডনের কোনো ক্লাবের বিপক্ষে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকা কীর্তি গড়েছে উনাই এমেরির দল।
১৫ এপ্রিল, ২০২৪

ফোডেন জাদুতে ইউনাইটেডকে হারাল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইউনাইটেডের স্ট্রাইকার হইলুন্দ ইনজুরিতে থাকায় সিটির বিপক্ষে মার্কাস রাশফোর্ডকে মূল স্ট্রাইকার হিসেবে খেলান টেন হ্যাগ। ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। পরে আর ছন্দে ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে একের পর এক আক্রমণ করে ইউনাইটেডকে কোণঠাসা করে রাখে সিটি। তবে হাফটাইমের আগে গোলের দেখা পায় না সিটিজেনরা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউনাইটেড। বিরতি থেকে ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিটি। শেষ অর্ধেকে তিন গোল করে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে ফেলে সিটি। ম্যাচের ৫৬তম মিনিটে ফোডেন সিটিকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন তিনি। খেলার ৮০ মিনিটে আলভারেজের পাস থেকে গোল করে সিটিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ফোডেন। পরে অতিরিক্ত সময়ে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন হালান্ড।  ম্যানচেস্টার ডার্বি জিতে লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের আরও কাছে চলে গেল সিটি। মোট ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। অন্যদিকে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইউনাইটেড। 
০৪ মার্চ, ২০২৪

সর্বজয়ী / গার্দিওলার ম্যানসিটি
ইউরোপ সেরার সঙ্গে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারল না লাতিন আমেরিকার সেরা ক্লাব। ক্লাব বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা জয়ের উল্লাস করল ম্যানচেস্টার সিটি। সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ভাগ্য নির্ধারক ছিলেন হুলিয়ান আলভারেজ। প্রথম ও চতুর্থ গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড ফিল ফোডেনকে দিয়ে তৃতীয়টি করিয়েছেন। দ্বিতীয় গোল ছিল সেন্টারব্যাক নিনোর আত্মঘাতী। চতুর্থ ইংলিশ দল হিসেবে ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতল ম্যানসিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল আগে এ কৃতিত্ব দেখিয়েছে। এ নিয়ে রেকর্ড চতুর্থ ক্লাব বিশ্বকাপ জিতলেন পেপ গার্দিওলা। ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার হয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৫২ বছর বয়সী এ কোচ। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ এবং সর্বশেষ ম্যানসিটির হয়ে জিতলেন। বর্ষীয়ান ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। বছরে এটি ইংলিশ ক্লাব ম্যানসিটির পঞ্চম শিরোপা। গত মৌসুমে এফএ কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ক্লাবটি। এবারের মৌসুম শুরুর আগে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে সিটিজেনরা। এবার ক্লাব বিশ্বকাপ জিতল ইংলিশ জায়ান্টরা। কিক-অফের পর ৪০ সেকেন্ডেই গোল। থ্রো-ইন থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার নাথান আকের পায়ে তুলে দেন মার্সেলো; ডাচ লেফটব্যাকের পাস ধরে বল জালে পাঠান আলভারেজ। ২৭ মিনিটে ফিল ফোডেনকে থ্রু পাস বাড়িয়েছিলেন নাথান আকে, সেটা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন নিনো। দুই গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় সিটি। ৭২ মিনিটে হুলিয়ান আলভারেজের দারুণ পাস গোলমুখ খুলে দিয়েছিল, ফিল ফোডেন গোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আলভারেজ। আর্লিং হলান্ডের অনুপস্থিতিতে আলভারেজের ওপর যে দায়িত্ব ছিল, ম্যাচে তার চেয়ে বেশি দিয়েছেন সাবেক রিভারপ্লেট ফরোয়ার্ড। ক্লাব বিশ্বকাপ দিয়ে ম্যানসিটির কোচ হিসেবে একটা চক্র পূরণ হলো পেপ গার্দিওলার। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন স্প্যানিশ কোচ। এ নিয়ে ম্যানসিটির কোচ হিসেবে ১৬ ট্রফি জিতলেন গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তার ট্রফির সংখ্যা ৩৭-এ উন্নীত হলো। ২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব গ্রহণের পর প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন এ কোচ। ম্যানসিটির হয়ে সর্বজয়ের পর গার্দিওলা বলেছেন, ‘আমি অনুভব করছি যে, আমরা একটা অধ্যায় সমাপ্ত করলাম। আমরা এরই মধ্যে সম্ভাব্য সব শিরোপা জিতেছি। নতুন করে জয় করার মতো কিছু নেই।’ এ কোচ আরও বলেছেন, ‘এটা ক্রিসমাসের সময়। উদযাপনের পর আমরা নতুন অধ্যায়ের সূচনা করব। নতুন গল্প লিখব।’
২৪ ডিসেম্বর, ২০২৩

ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল ম্যানসিটি
সৌদি আরবে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে জাপানের উরাওয়া রেড ডায়সন্ডসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। প্রতিযোগিতার ফাইনালে পা রাখলেও স্বস্তিতে নেই গত মৌসুমের ট্রেবল জয়ীরা। কারণ প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে দলের প্রাণভোমরা আর্লিং হলান্ডকে পাচ্ছে না কোচ পেপ গার্দিওলা।   ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে পায়ের হাড়ে চোট পেয়েছিলেন। এরপর লুটন টাউন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে পারেনি ম্যানসিটি। স্প্যানিশ কোচ গার্দিওলা জানিয়েছিলেন, ‘হলান্ডি বোন স্ট্রেসের চোটে পড়েছেন। শুধুই হাড়ের ওপর চাপ পড়েছে। পুরোপুরি প্রস্তুত না থাকায় লুটন ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে।’ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। ফাইনালে পৌঁছানোর পর সিটি মাস্টারমাইন্ড নিশ্চিত করেন, ফাইনালেও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে হলান্ডের খেলার কোনো সম্ভাবনা নেই। ইপিএলে সবশেষ ৬ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেচে ম্যানসিটি। দীর্ঘদিন ধরে স্কোয়াডে নেই চোট কাটিয়ে পুনর্বাসনে থাকা বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এ সময় হলান্ডকে হারিয়ে ফেলাও একটা বড় ধাক্কা ইউরোপ ও ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। আগামী ২২ ডিসেম্বর সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনাল খেলতে নামবে ম্যানসিটি। তবে শিরোপা নিস্পত্তির ম্যাচ সামনে রেখে দলের খেলোয়াড়দের চোটের অবস্থা জানাতে গিয়ে গার্দিওলা বলেন, ‘কেভিন (ডি ব্রুইনা) আমাদের সঙ্গে গতকাল অনুশীলন করেছে, আগামীকালও করবে। তবে ফাইনালে খেলবেন না তিনি। আর হলান্ড চোটের কারণে এখনো অনুশীলনই শুরু করতে পারেন। তাই সে ফাইনালে থাকবেন না’।
২০ ডিসেম্বর, ২০২৩

চোটগ্রস্ত হলান্ডকে নিয়ে সতর্ক ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। টানা তিন পরাজয়ের পর অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের স্বাদ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে লটুন টাউনকে হারিয়ে জয়ে ফিরলেও গোলমেশিন আর্লিং হলান্ডকে স্কোয়াডে পায়নি সিটিজেনরা। ‘বোন স্ট্রেস চোটে’ ভুগছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। আসন্ন ক্লাব বিশকাপের শুরুতেই দলের বড় তারকাকে পেতে সতর্ক সিটি কোচ পেপ গার্দিওলা।    ২০২৩-২৪ মৌসুমের ১৫ ম্যাচেই ম্যানসিটির শুরুর একাদশে ছিলেন হলান্ড। তবে চোটের কারণে গতকালের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে একাদশে ছিলেন না সিটির গোলমেশিন। এমনকি স্কোয়াডেও ছিলেন না ২৩ বছর বয়সী ফুটবলার। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার আশা, আসন্ন সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের আগেই পূর্ণ ফিট হবেন হলান্ড।  পেপ গার্দিওলা জানিয়েছেন, দলের প্রাণ ভোমরা হলান্ডের ‘বোন স্ট্রেস চোট’ আহামরি গুরুত্বর কিছু না। তবে সতর্কতার অংশ হিসেবে প্রিমিয়ার লিগের আগামী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী তারকা। সৌদিতে যাওয়ার আগে হলান্ডকে পর্যবেক্ষণ করা হবে।  ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা বোন স্ট্রেসের চাপ মানে শুধুই হাড়ের ওপর চাপ পড়েছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না যে, তার পা ভেঙে গেছে। লুটন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না হলান্ড। বাড়তি সতর্কতার কারণে ক্রিস্টাল প্যালেস ম্যাচে নাও খেলতে পারেন তিনি। আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে। সে কেমন বোধ করছে পরের সপ্তাহে সেটা বোঝার চেষ্টা করবো।’ আগামী ১৩ ডিসেম্বর সৌদি আরবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ আসর। প্রথম রাউন্ডে মাঠে নামবে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ও নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। আর ২০ ডিসেম্বর টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি।   
১১ ডিসেম্বর, ২০২৩

অবশেষে জয়ে ফিরল ম্যানসিটি
অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর স্বস্তির জয় পেয়েছে সিটিজেনরা। আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের সঙ্গে ড্র এবং অ্যাস্টস ভিলার কাছে হারের পর লুটনকে ২-১ ব্যবধানে হারায় পেপ গার্দিওলার দল। রোববার (১০ ডিসেম্বর) কেনিলওর্থ রোডে স্বাগতিক লুটন টাউনকে ২-১ গোলে পরাজিত করেছে পেপ গার্দিওলার ম্যানসিটি। সিটিজেনদের পক্ষে গোল দুটি করেন বেনার্দো সিলভা ও জ্যাক গ্রেলিশ। লুটনের হয়ে একটি গোল পরিশোধ করেন এলিজা আদেবায়ো। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি। গোলের জন্য মরিয়া হইয়ে মরিয়া হইয়ে আক্রমন শুরু করে গার্দিওলার শিষ্যরা। কিন্তু কোনোভাবেই লুটনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ে সিটিজেনরা। ইংলিশ ফরোয়ার্ড এলিজা আদেবায়ো গোল করে স্বাগতিকদের লিড এনে দেয়। বিরতি থেকে ফিরে এসে সমতায় ফেরার চেষ্টা অব্যাহত রাখে ম্যানচেস্টার সিটি। ৪ মিনিটের ব্যবধানে ম্যাচে ফিরে আসে সিটি। এসময়ের মধ্যে লুটনের জালে দুই গোল করে ম্যানসিটি। ৬২ মিনিটে আলভারেজের পাস থেকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার বেনারদো সিলভা। ৩ মিনিট ইতিহাদের দলটিকে ২-১ ব্যাবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রেলিশ। বাকি সময়ে কোনো দল স্কোর করতে না পারায় ৪ ম্যাচ পর পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা। এ জয়ের সুবাদে ১৬ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে রইলো নবাগত লুটন টাউন।  
১০ ডিসেম্বর, ২০২৩

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি, লিভারপুলের পর আরেক জায়ান্ট টটেনহ্যামের সঙ্গেও ড্র করেছে সিটিজেনরা। এবার ঘরের মাঠে স্পার্সদের বিপক্ষে ৩-২ এ এগিয়ে যেয়েও ৩-৩ গোলে ড্র করল পেপ গার্দিওলার শিষ্যরা। রোববার (৩ ডিসেম্বর) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ গোলে শেষ হয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার জমজমাট এই লড়াই। ম্যাচের শুরুতেই ইতিহাদের ৫৪ হাজার দর্শককে চুপ করিয়ে দেয় টটেনহ্যাম হটস্পার। ৬ মিনিটের মাথায় গোল করেন দক্ষিণ কোরিয়া ও স্পার্স অধিনায়ক হিউং মিন সন। তবে তিন মিনিটের মধ্যে নায়ক থেকে খলনায়ক বনে যান তিনি। এবার নিজেদের জালে বলে জড়িয়ে দেন সন। ৩১ মিনিটে ঘরের মাঠে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জুলিয়ান আলভারেজের পাস থেকে সিটিজেনদের হয়ে স্কোর শিটে নাম লেখান ইংলিশ তারকা ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল পরিশোধের জন্য মরিয়া হইয়ে খেলতে থাকে টটেনহ্যাম। ৬৯ মিনিটে সমতায় ফেরে স্পার্সরা। সনের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো। ৮১ মিনিটের মাথায় সিটিজেনদের ৩-২ গোলে লিড এনে দেন ডকুর বদলি হিসেবে নামা জ্যাক গ্রেলিশ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দানাত এক হেডে ৩-৩ ব্যাবধানে সমতায় ফেরান দেজান কুলুসেভস্কি। অতিরিক্ত সময়ে কোনো দল স্কোর করতে না পারায় ৩-৩ গোলের রোমাঞ্চে শেষ হয় দুই জায়ান্টের লড়াই। এই জয়ে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে টটেনহ্যাম।
০৪ ডিসেম্বর, ২০২৩
X