সৌদি আরবে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে জাপানের উরাওয়া রেড ডায়সন্ডসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। প্রতিযোগিতার ফাইনালে পা রাখলেও স্বস্তিতে নেই গত মৌসুমের ট্রেবল জয়ীরা। কারণ প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে দলের প্রাণভোমরা আর্লিং হলান্ডকে পাচ্ছে না কোচ পেপ গার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে পায়ের হাড়ে চোট পেয়েছিলেন। এরপর লুটন টাউন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে পারেনি ম্যানসিটি। স্প্যানিশ কোচ গার্দিওলা জানিয়েছিলেন, ‘হলান্ডি বোন স্ট্রেসের চোটে পড়েছেন। শুধুই হাড়ের ওপর চাপ পড়েছে। পুরোপুরি প্রস্তুত না থাকায় লুটন ও ক্রিস্টাল প্যালেস ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে।’
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। ফাইনালে পৌঁছানোর পর সিটি মাস্টারমাইন্ড নিশ্চিত করেন, ফাইনালেও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে হলান্ডের খেলার কোনো সম্ভাবনা নেই।
ইপিএলে সবশেষ ৬ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেচে ম্যানসিটি। দীর্ঘদিন ধরে স্কোয়াডে নেই চোট কাটিয়ে পুনর্বাসনে থাকা বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এ সময় হলান্ডকে হারিয়ে ফেলাও একটা বড় ধাক্কা ইউরোপ ও ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
আগামী ২২ ডিসেম্বর সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনাল খেলতে নামবে ম্যানসিটি। তবে শিরোপা নিস্পত্তির ম্যাচ সামনে রেখে দলের খেলোয়াড়দের চোটের অবস্থা জানাতে গিয়ে গার্দিওলা বলেন, ‘কেভিন (ডি ব্রুইনা) আমাদের সঙ্গে গতকাল অনুশীলন করেছে, আগামীকালও করবে। তবে ফাইনালে খেলবেন না তিনি। আর হলান্ড চোটের কারণে এখনো অনুশীলনই শুরু করতে পারেন। তাই সে ফাইনালে থাকবেন না’।
মন্তব্য করুন