ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টটেনহাম হটস্পারের বিপক্ষে গোলকিপার স্টেফান ওরতেগার বীরত্বের কথা বহুদিন মনে রাখবেন ম্যানচেস্টার সিটির সমর্থকরা। যেমন এমিলিয়ানো মার্তিনেজকে মনে রেখেছেন আর্জেন্টাইন ভক্তরা।
এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ ম্যানসিটির জার্মান গোলকিপারের সঙ্গে কেন তুলনা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঘটে প্রায় একই ঘটনা।
ইপিএলের ৩৭ রাউন্ডের ম্যাচে টটেনহামের বিপক্ষে পয়েন্ট হারেই লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে যাবে ম্যানসিটি। এমন ম্যাচে ৫২ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে আর্লিং হলান্ডের গোলে ১-০ তে এগিয়ে সিটিজেনরা।
চোখের সমস্যার কারণে ম্যাচের মাঝপথে নিয়মিত গোলকিপার এদেরসনের পরিবর্তে ওরতেগাকে মাঠে নামাতে বাধ্য হন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচের ৮৬ মিনিটে এই বদলি জার্মান গোলকিপারই হন ইংলিশ জায়ান্টদের ত্রাণকর্তা।
সে সময় ওরতেগাকে একা পেয়ে যান টটেনহামের হিউন-মিন সন। তাড়াহুড়ো করে সোজাসুজি শট নেন দক্ষিণ কোরিয়ান তারকা। গোলপোস্ট থেকে কিছুটা বেড়িয়ে এক পা ছড়িয়ে দিয়ে নিশ্চিত গোল রুখে দেন ওরতেগা।
Stefan Ortega Moreno. Phenomenal. pic.twitter.com/0QOPtAsRR7 — Manchester City (@ManCity) May 14, 2024
ওই সময়ে সাইড লাইনে দাঁড়িয়ে থাকা ম্যাচসিটি কোচ গার্দিওলাকে মাথায় হাত দিয়ে হা-হুতাশ করতে দেখা যায়। ওরতেগার সেভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাটিতে পড়ে যান স্প্যানিশ এই কোচ। এই প্রতিক্রিয়ার কারণ টটেনহামের মাঠে এ ম্যাচ ড্র করলেই টানা চতুর্থ লিগ শিরোপা হাতছাড়া হতো সিটিজেনদের।
ওরতেগার এই সেভ অনেককে মনে করিয়ে দেয়, ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচের একটি দৃশ্যের কথা। ম্যাচে তখন ৩-৩ গোলের সমতা। সে সময় ফরাসি তারকা কোলো-মুয়ানির শট, এক পা বাড়িয়ে রুখে দিয়েছিলেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অনেকের মতো এই সেভেই বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ওরতেগার সেই ভিডিও। যা দেখে অনেকের মন্তব্য, মার্তিনেজের স্মৃতি মনে করিয়ে দিলেন ম্যানসিটির জার্মান গোলকিপার।
চলতি বছর এপ্রিল থেকে জয়ের ধারায় থাকা সিটিজেনরা এ ম্যাচে জয় পায় ২-০ গোলে। এতে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্লিং হলান্ড।
এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যাটট্রিক শিরোপাজয়ীরা। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই, শিরোপা উৎসবে মাতবে সিটিজেনরা।
পেপ গার্দিওলার দল সে ম্যাচে পয়েন্ট হারালে সুযোগ থাকবে আর্সেনালের। পরিসংখ্যান বলছে সে সুযোগ কম। কারণ লিগের ৩০ রাউন্ডের পর কোনো পয়েন্ট হারায়নি ম্যানসিটি।
টটেনহামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন হলান্ড। চলতি মৌসুমে এ পর্যন্ত ২৭টি গোল করেছেন নরওয়ের এই তারকা। লিগের ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর এর চেয়ে দুই পয়েন্ট (৮৬ পয়েন্ট) কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে আর্সেনাল।
মন্তব্য করুন