ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। টানা তিন পরাজয়ের পর অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের স্বাদ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে লটুন টাউনকে হারিয়ে জয়ে ফিরলেও গোলমেশিন আর্লিং হলান্ডকে স্কোয়াডে পায়নি সিটিজেনরা। ‘বোন স্ট্রেস চোটে’ ভুগছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। আসন্ন ক্লাব বিশকাপের শুরুতেই দলের বড় তারকাকে পেতে সতর্ক সিটি কোচ পেপ গার্দিওলা। ২০২৩-২৪ মৌসুমের ১৫ ম্যাচেই ম্যানসিটির শুরুর একাদশে ছিলেন হলান্ড। তবে চোটের কারণে গতকালের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে একাদশে ছিলেন না সিটির গোলমেশিন। এমনকি স্কোয়াডেও ছিলেন না ২৩ বছর বয়সী ফুটবলার। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার আশা, আসন্ন সৌদি আরবে ক্লাব বিশ্বকাপের আগেই পূর্ণ ফিট হবেন হলান্ড।
পেপ গার্দিওলা জানিয়েছেন, দলের প্রাণ ভোমরা হলান্ডের ‘বোন স্ট্রেস চোট’ আহামরি গুরুত্বর কিছু না। তবে সতর্কতার অংশ হিসেবে প্রিমিয়ার লিগের আগামী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী তারকা। সৌদিতে যাওয়ার আগে হলান্ডকে পর্যবেক্ষণ করা হবে।
ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা বোন স্ট্রেসের চাপ মানে শুধুই হাড়ের ওপর চাপ পড়েছে। দয়া করে জিজ্ঞাসা করবেন না যে, তার পা ভেঙে গেছে। লুটন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না হলান্ড। বাড়তি সতর্কতার কারণে ক্রিস্টাল প্যালেস ম্যাচে নাও খেলতে পারেন তিনি। আশা করছি সৌদি আরবে যাওয়ার আগে সে প্রস্তুত হতে পারবে। সে কেমন বোধ করছে পরের সপ্তাহে সেটা বোঝার চেষ্টা করবো।’
আগামী ১৩ ডিসেম্বর সৌদি আরবে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ আসর। প্রথম রাউন্ডে মাঠে নামবে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ও নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। আর ২০ ডিসেম্বর টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি।
মন্তব্য করুন